
আবু মুসলিম খওলানি (রহঃ): অনেক বড় আল্লাহ ওয়ালা আবেদ ছিলেন। একদিন দুইজন ব্যক্তি উনাকে খুজতে খুজতে মসজিদে গিয়ে পান। অত:পর...
(সূরা আলে ইমরান ১০৪)
(সূরা আলে ইমরান ১১০)
(মুসলিম হা/৬৯৮০; মিশকাত হা/১৫৮)
(মুসলিম হা/৫০০৭; মিশকাত হা/২০৯)
“তালিমুন নিসা” মা-বোনদের জন্য দ্বীনের আলোয় জীবন গড়ার একটি নিরাপদ ও সহীহ প্ল্যাটফর্ম ।
আজকের বিভ্রান্তির যুগে মা-বোনদের জন্য এটি সত্যিই আল্লাহর এক মহান নিয়ামত। ঘরে বসেই সহীহ দ্বীন শেখার সহজ পথ খুলে দিয়েছে “তালিমুন নিসা”। যে মা-বোন দ্বীনের আলো খুঁজছেন, তার জন্য এটি একটি সত্যিকারের কল্যাণময় প্ল্যাটফর্ম। এখানে দ্বীন শিখে একজন নারী শুধু নিজেকে নয়, পুরো পরিবারকেই বদলে দিতে পারেন। সবচেয়ে আনন্দ বিষয় হলো - এটি হক্কানী আলেমদের তত্ত্বাবধানে সহীহ দ্বীন শেখার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
দোয়া করি, আল্লাহ তাআলা এই প্ল্যাটফর্মকে কবুল করুন এবং অসংখ্য মা-বোনকে দুনিয়া ও আখিরাতে উপকৃত করুন।
"তালিমুন নিসা অনলাইন মাধ্যমে মাস্তুরাতদের দ্বীন শেখার একটি প্লাটফর্ম। অনলাইনে নানা রকম 'ভেজাল' এর মধ্যে সঠিক দ্বীন শিক্ষার ব্যবস্থা করাটা প্রয়োজনীয় ছিল। তালিমুন নিসা সে দায়িত্ব পালনের চেষ্টা করছে। ইখলাস ও সঠিক উসুল মেনে তালিমুন নিসা এগিয়ে যাবে, আমার বিশ্বাস। রাব্বে কারীম, এই প্রতিষ্ঠানটির দায়িত্বশীল সকল খাদেম ও খাদেমাহকে কবুল করুন। ইস্তিকামাত দান করুন। ইনহিতাত ও যাল্লাত থেকে হিফাজত করুন। আমীন!"
দায়িত্ব পালন, ধৈর্য, পারস্পরিক বোঝাপড়ার প্রস্তুতি গ্রহনের মানসিকতা তৈরীর মাধ্যমে আল্লাহর দিকে একসাথে এগিয়ে আখিরাত অব্দি বন্ধন তৈরী করতে শীঘ্রই রেজিষ্ট্রেশন নিজের সিট বুক করে নিন ইনশাআল্লাহ ।
সমাজে বিষ- বাষ্পের মতন ছড়িয়ে পড়া কুফুরি থেকে বের হয় কুরআন সুন্নাহর আলোকে চিকিৎসা নেয়া এবং এর সচেতনতা বৃদ্ধিতে নিজে রেজিস্ট্রেশন করুন এবং নিজ নিজ মহিলা আত্মীয় স্বজন সহ সকলকে দাওয়াত পৌঁছে দিয়ে ঈমানি দায়িত্ব পালনে অগ্রগামী হই ইনশাআল্লাহ।
“তালিম, তারবিয়াত ছাড়া এই ফিত্নার জামানায় ঈমান ধরে রাখা সত্যিই কঠিন। সপ্তাহের প্রায় প্রতিদিনই বোনদের নিয়ে দ্বীনি বিভিন্ন বিষয়ে তালিমের এই দায়িত্বটি চমৎকারভাবে পালন করে যাচ্ছে তা'লিমুন নিসা। সেই সাথে তারা বোনদেরকে তাদের নিজ নিজ ঘরে ঘরোয়া তালীম চালু করতেও হেল্প করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাদেরকে এই চমৎকার কাজগুলো আমৃত্যু চালিয়ে যাওয়ার তাউফিক্ব দিন, সাদাক্বায়ে যারিয়াহ হিসেবে কবুল করুন। আমীন।”
”তা'লিমুন নিসার বোনেরা মাশা আল্লাহ অসাধারণ কাজ করে যাচ্ছেন। তা'লিমুন নিসায় অতিথি হিসেবে কথা বলার অভিজ্ঞতাও দারুণ ছিল। দুনিয়া ও আখিরাতে আপনাদের সাফল্য কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনাদের সকল প্রচেষ্টায় বারাকাহ দিক ও কবুল করে নিক।”
”আলহামদুলিল্লাহ, রমাদানের পবিত্র সময়ে তালিমুন নিসা প্ল্যাটফর্মে অতিথি হয়ে রমাদানে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছিলো। এটি ছিল আমার জন্য এক সুন্দর অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। তারা যেভাবে দ্বীনের জন্য উপকারী, সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার আয়োজন করেন, তা সত্যিই প্রশংসনীয়, মাশা আল্লাহ, বারাকাল্লাহ।
আল্লাহ তাআলা এই প্ল্যাটফর্মের সকল কাজকে কবুল করুন, তাদের দ্বীনি প্রচেষ্টা ও দাওয়াতি প্রচারকে আরও বরকতময় করুন। তারা যেন আরও বেশি মানুষের উপকারে আসতে পারে এ দু'আই করি।
আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে তাঁর রাস্তায় কাজ করে যাওয়ার তাওফিক দিন। আমিন।”
”তালিমুন নিসাতে তে الحمد لله অতিথি বক্তা হিসেবে নিমন্ত্রণ পেয়েছিলাম। আমার বক্তব্যের বিষয় ছিল মুসলিম নারীদের সুরক্ষা। দ্বীনি বোনদের সাথে আলাপচারিতা সবসময়ই উপভোগ করি। তালিমুন্নিসা আয়োজিত মুসলিমাহ অনলাইন কনফারেন্স সেই বিরল সুযোগ দেওয়াতে আমি তাদের কাছে এবং আল্লাহের কাছে কৃতজ্ঞ।
ওনাদের প্রোগ্রাম সমন্বয় খুবই দারুন ছিল بارك الله فيهنّ অনলাইনে এরকম আয়োজন আরোও অনেক হওয়া জরুরি। মুসলিম নারী সমাজ কে ইসলামের দাওয়াতী কাজে সক্রিয় অংশগ্রহণ সহ উপকারী জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করা খুবই প্রয়োজন। জীবন ঘনিষ্ঠ বিষয় নির্বাচন করে আবারো তালিমুন নিসা থেকে এমন আরও আয়োজন আশা করছি إن شاء الله
جزاكم الله خيرا في الدنيا و الآخرة
”দীর্ঘদিন ধরে তা'লিমুন নিসার সাথে আছি। বোনদের জন্য তাদের দাওয়াতি কার্যক্রম গুলো খুবই সময়োপযোগী ও কল্যাণকর বলে মনে হয়। তাদের তা'লিম, ওয়ার্কশপ, পডকাস্ট ইত্যাদি থেকে আমি নিজে অনেক উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ।
একদিন হঠাৎ নাশিতার পক্ষ থেকে তাদের পডকাস্টের অতিথি হওয়ার নিমন্ত্রণ পাই। এরপর প্রিয় প্ল্যাটফর্মের সাথে আরো কিছু কাজ করার সুযোগ হয়েছে। টিমের আন্তরিকতা ও নিষ্ঠা দেখে আমি মুগ্ধ, মা শা আল্লাহ। আল্লাহ তাদের প্রচেষ্টা কবুল করুন ও কাজে অনেক অনেক বারাকাহ দিন।”
প্রথমত সমস্ত প্রশংসা আল্লাহর যে "তা'লীমূন নিসার" মত এমন একটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারার সুযোগ হয়েছিলো আমার। যারা উম্মাহর মা বোনদেরকে দ্বীনের পথে আরও এগিয়ে যাওয়ার নানানরকমের আয়োজন করে চলেছে।
তা'লীমূন নিসাতে যখন আমাকে আলোচনার সুযোগ দিয়েছিলো সেদিন আমি তাদের কার্যক্রম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছিলাম। আমি খেয়াল করেছিলাম—তাদের প্রতিটা কাজ অত্যন্ত গোছানো মা শা আল্লাহ। কোর্সের বিষয়গুলো, বোনদের জন্য বিভিন্ন ফ্রী হালাকার আয়োজনগুলো কি দারুণভাবে তারা এ কাজগুলোর আঞ্জাম দিয়ে যাচ্ছে।
আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আরও বিস্তৃত কল্যাণের মাধ্যমে তাঁরা যেন উম্মাহর নারীদের ইলম ও আমলের পথকে সুগম করে তুলতে পারেন—এই দুআ রইল।"
আলহামদুলিল্লাহ! Muslimah conference এর সুবাদে তা'লিমুন নিসার সাথে পরিচিত হই। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ramfit এর পক্ষ থেকে কথা বলা নিঃসন্দেহে আমার জন্য এক অনন্য সৌভাগ্যের বিষয় ছিল। এর পর থেকেই আলহামদুলিল্লাহ আমি উনাদের পেজ নিয়মিত ফলো করি।
পেজের সদস্যদের সুনিপুণ ব্যবস্থাপনা আমাকে আশ্চর্য করেছে , মা শা আল্লাহ্। নারীদের জন্য চিন্তাশীল এই কনফারেন্স এবং উনাদের নিয়মিত লেখা গুলো আসলেই প্রশংসার দাবীদার।
আল্লাহ্ তাআলা আপনাদের এই খিদমতকে কবুল করুন।
'ইলম, হিকমাহ ও খলিস নিয়তের সঙ্গে দ্বীনের জন্য কাজ করার তাওফিক দিন।
দুআ করি— যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন, আছেন এবং থাকবেন, যারা নীরবে-নিভৃতে খেদমত করে যাচ্ছেন — আল্লাহ্ তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, রিযিক ও রহমতের দরজা খুলে দিন এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন।
আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন।
আমীন ইয়া রব্বুল 'আলামীন ।
”আলহামদুলিল্লাহ, তালিমুন নিসা আয়োজিত একটি অনলাইন কনফারেন্সে অংশ নেওয়ার সুযোগ আমার জন্য সত্যিই একটি বিশেষ অভিজ্ঞতা ছিল। এই প্রতিষ্ঠানের বোনদের আন্তরিকতা, নিষ্ঠা এবং নিঃস্বার্থভাবে মুসলিম নারীদের কল্যাণে কাজ করার ইচ্ছা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। ওয়েবিনারটিতে তালিমুন নিসা যেভাবে নানাবিধ প্রয়োজনীয় বিষয়ের জন্য যোগ্য বক্তাদের খুঁজে এনে আমাদের সামনে উপস্থাপন করেন, তাঁদের প্রতি যেই আন্তরিকতা, সম্মান দেখান এবং সর্বাত্মক সহযোগিতা করেন, এটা সত্যিই প্রশংসনীয়। বর্তমান সময়ে এমন নিঃস্বার্থ প্রচেষ্টা খুব কম দেখা যায়। আমি দু'আ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই উদ্যোগকে কবুল করুন এবং এ প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য মুসলিম নারী উপকৃত হোক। আমীন।”





























আবু মুসলিম খওলানি (রহঃ): অনেক বড় আল্লাহ ওয়ালা আবেদ ছিলেন। একদিন দুইজন ব্যক্তি উনাকে খুজতে খুজতে মসজিদে গিয়ে পান। অত:পর...

ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে বিয়ের সংজ্ঞা: সূরা রুম আয়াত নং ২১ - “তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদের...

জিলহজ্ব মাসের প্রথম ১০দিন নিয়ে আমরা আজকে কথা বলছি। আমরা যখন কোনো কাজের ফলাফলটা জানি তখন আমাদের জন্য ওই কাজটা...


আজকের যুগে “পর্দা” শব্দটা অনেকের কাছে যেন শুধুই এক পুরোনো প্রথা অথবা সমাজের আরোপ করা এক সীমাবদ্ধতা। অথচ ইসলামের দৃষ্টিতে পর্দা কোনো শৃঙ্খল নয় বরং এটি অবশ্যই করণীয় অনন্য এক সম্মান, নিরাপত্তা আর পরিচয়ের প্রতীক।
এই ছোট্ট বুকলেট সেই নারীদের জন্য, যারা প্রশ্ন করেন—
“আমি কেন পর্দা করব?”
“আধুনিক যুগে পর্দার প্রাসঙ্গিকতা কোথায়?”
” কুরআন ও সহীহ হাদীসের আলোকে পর্দা কি? “
যেসব নারী এখনো নিজ আব্রু ও সম্মানকে পর্দাবৃত করেন নি, আল্লাহর দাসত্ব ভুলে হারিয়ে গেছে দুনিয়ার দাসত্বের জীবনে। সেসব মেয়েদের প্রতি গল্পের ছায়ায় দরদের মায়ায় স্বল্পশব্দে অতি গুরুত্বপূর্ণ ফরজ আহকাম পর্দার সম্পর্কে সচেতনতার দাওয়াহ পৌছে দিতে তা’লিমুন নিসার ছোট্ট দাওয়াহ বুকলেট
‘ প্রিয় পুষ্প সমীপে’
তা’লিমুন নিসা এমন একটি অরাজনৈতিক, অলাভজনক প্ল্যাটফর্ম ; যেখানে নারীভিত্তিক দ্বীনি শিক্ষাদান, আত্মশুদ্ধি, সামাজিক সচেতনতা ও প্রোডাক্টিভ প্রজেক্টের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও আখিরাতের জন্য নিজেদেরকে তৈরী করার পাশাপাশি উম্মাহের কল্যানে একটি আলোকিত ও সচেতন সমাজ গঠনের প্রয়াস চালানো হয়।
বিগত ৪ বছর যাবত এই প্রতিষ্ঠানের দাওয়াহমূলক কাজের যাবতীয় সকল ব্যয় প্রতিষ্ঠান কর্তৃক বহন করা হয়েছে আলহামদুলিল্লাহ । তবে আরো বৃহৎ পরিসরে দাওয়াহ এর কাজ করার ভিশন বাস্তবায়নে একা এগিয়ে যাওয়া কঠিন। তাই আমরা মুসলিম সমাজের সচেতন ও দায়বদ্ধ মানুষদের পাশে চাই, যারা এই সফরে আমাদের সাথী ও সহযোগী হবে। সেই লক্ষ্যে অবশেষে আমাদের ডোনেশন সেক্টর গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ।
যেখানে আপনার অনুদান প্রতিষ্ঠানের দাওয়াহ ফান্ডে যুক্ত হবে ও আপনার সাদাকায়ে জারিয়ার একটি মাধ্যম হিসেবে আপনার নাজাতের অন্যতম একটি উপায় হবে ইন শা আল্লাহ। আজকে আপনার রোপিত বীজ হবে আপনার আগামীদিনের আখিরাতের সঞ্চয়। আল্লাহ কবুল করুন।