তালিমুন নিসা মুসলিমাহ কনফারেন্স
তালিমুন নিসা মুসলিমাহ কনফারেন্স হচ্ছে বোনদের অনলাইন মিলনমেলা। নির্দিষ্ট কিছু দিনের একটা বিশাল আয়োজনের মাধ্যমে অনলাইনেই উম্মাহের মা বোনেরা একত্রিত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ।যেখানে অনলাইনে উম্মাহের নারীদের কল্যানে খেদমত করা বিভিন্ন প্লাটফর্ম, ব্যক্তিত্ব অতিথি হিসেবে আমন্ত্রিত হন।
উম্মাহর নারী,সন্তান এবং পরিবারগুলোকে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে অতিথিগণ আলোচনা করে থাকেন।
এই কনফারেন্স এর কিছু উদ্দেশ্য আছে, সেগুলো মাঝে অন্যতম উদ্দেশ্য অনলাইনের এই বৃহৎ জগতে মা বোনেদেরকে সঠিক হকের পথে থাকা বোন কিংবা প্রতিষ্ঠানের সোহবতের রাস্তা খুঁজে দেয়া যাতে করে সঠিক পথ ধরে হাঁটার রাহবারদের খুঁজে পায় এবং যাতে বিভিন্ন সেক্টর থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ।
বাৎসরিক এই কনফারেন্স এ অনলাইনে বিভিন্ন সেক্টরে উম্মাহর কল্যানে কাজ করা ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের আগমনে মুখরিত হয়ে ওঠে তালিমুন নিসা প্রাঙ্গন। আল্লাহ তাঁয়ালা এই প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন, কবুল করে নিন।
তালিমুন নিসা আয়োজিত মুসলিমাহ কনফারেন্স ২০২৪ এ অতিথি হয়ে এসেছিলেন –
* মারকাযুন নাহদা
* Itqaan Taleemud Deen
* তা’লিমুন নিসা
* Tarbiyah-তারবিয়াহ
* Ramfit
* মুহতামাহ আনিকা তুবা
* মুহতারমাহ সামান্তা সাবেরিন মাহি
* মুহতারমাহ তাসনিম সানজানা