Taleemun Nisa

ওয়েবিনার

যারা দ্বীন নিয়ে সচেতনভাবে পথ চলতে চান, কিন্তু বাস্তব জীবনের নানা প্রতিকূলতা ও পরিস্থিতিতে দ্বিধায় ভোগেন, করনীয় খুজতে থাকেন তা’লিমুন নিসার ওয়েবিনার প্রোগ্রাম তাদের জন্য।
এখানে প্রতিমাসে বিষয়ভিত্তিকভাবে  একটি সেশন আয়োজন করা হয়। এসব সেশনে শরীয়াহভিত্তিক দৃষ্টিভঙ্গি,সমসাময়িক বাস্তবতা বিশ্লেষণ ছাড়াও প্রয়োজনীয় প্র্যাক্টিক্যাল গাইডলাইন দেয়া হয় আলহামদুলিল্লাহ।

তা’লিমুন নিসা ওয়েবিনারের উদ্দেশ্য হলো সমসাময়িক ও জীবনঘনিষ্ঠ বিষয়গুলোতে শরঈ ভিত্তিক স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া, যাতে অংশগ্রহণকারীরা চিন্তায় পরিশুদ্ধতা, আমলে দৃঢ়তা এবং বাস্তব জীবনে দ্বীনের প্রয়োগ সম্পর্কে সচেতন হতে পারেন।

জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে তার প্রয়োগ কীভাবে করতে হয় ওয়েবিনারের মাধ্যমে সে পথ সুগম করা হয়।
তা’লিমুন নিসার ওয়েবিনার প্রোগ্রামে যুক্ত হতে হলে-
https://t.me/+P4N83hZ7t1IwMWNl

Shopping Cart