Taleemun Nisa

সুরা মুলকের দারসে রিভিউ

আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআ’লার জন্য। সুরা মুলকের সম্পর্কে আমরা সবাই জানি জে এই ফজিলত কতটা সুউচ্চ। কিন্তু ঠিক মত আমলে পরিনত করা হয়ে ওঠে না বিধায় এই course এ যুক্ত হই।

কিন্তু তাফসীর জানার পর এবং প্রতিটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ জেনে ভেঙে
ভেঙে বিস্লেসন করে জানার পর আর জার্নালিং করতে শিখার পর এখন আমি জান্তে পেরেছি জে আসলে মানুস জত কুরআনউল কারিম এর কাছে যাবে তার আরো কাছে জেতে ইচ্ছে করবে, জেমন তা আমার এখন মনে চায়, সুজগ পেলেই সেই কথাগুলো নিয়ে সুন্তে, জানতে, ভাবতে…এখন মনে হয় জীবনে জখন জার্নালিং করি সেই সময়তাই সবচেয়ে মধুর, সবচেয়ে আনন্দএর… দিনএ এক্তু খানি সময় অও যদি দিতে পারি তাহলে মনে হয় জে আজকের দিন্তাকে এক্তু হলেও কাজে লাগাতে পেরেছি , নাহয় মনে হয় দিন্তাই ব্রিথা গেলো..

উস্তাজা যখন প্রতিটা আয়াতের তাফসীর আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন এবং প্রতিটা আয়াত থেকে আলাদা করে শিক্ষা নিয়ে কথা বলেছেন তখন পুরো সূরার সারমর্ম পরিষ্কার করে অনুধাবন করার তউফিক দিয়েছেন আল্লাহ তায়ালা। আলহামদুলিল্লাহ।

আল্লাহর কাছে শুকরিয়া যে কুরআন নাযিলের মাসের শুরুর ঠিক আগেই শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করতে পেরেছি।
আলহামদুলিল্লাহ।

আল্লাহ আপনি মহান। আপনার কাছে কোটি কোটি শুকরিয়া এই কোর্সের সাথে যুক্ত হতে পেরে। এই কোর্সের সাথে যারা যারা যুক্ত ছিলেন জাযাকাল্লাহ, তাদের নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আমাদের কুরআনের প্রতিটি আয়াত সম্পর্কে ঠিক এভাবেই পড়াশোনা করা দরকার। শুধুমাত্র তখনই কুরআনকে আমরা বুঝতে  জানতে এবং সে অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ।

মন থেকে অনেক অনেক দুওয়া আসে তালি মুন তা’লিমুন নিসা সব আপুর জন্য।  আল্লাহ উনাদের সবাই কে এবং আমাদেরকে আল্লাহর দিনের পথে কবুল করুক , আমিন

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

Mahraz Naznin Binty

আফওয়ান, সময় মতো আসতে পারিনি।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ১মাস কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা অধ্যয়ন, তাদাব্বুর, জার্নালিং এ সব কিছু রব্বে কারীমের দেয়া এক বিশেষ নিয়ামত।

কুরআন জার্নালিং এর হাতেখড়ি তা’লিমুন নিসার হাত ধরে। রমাদান ওয়র্কশপে। কুরআন যে বিনোদনের অংশ হতে পারে তা এখানেই জেনেছি। আল্লাহ তা’য়ালা আপনাদের ইলম, আমল, দাওয়াহ,সকল কাজে ভরপুর বারাকা দান করুন।

শব্দে শব্দে পড়ার কুরআন এ্যপ ছিল। সেখান থেকে পড়তাম। কিন্তু সেটা প্রাণবন্ত ছিল না। ওস্তাজ এর দরসে বসে বুঝতে পেরেছি ইলম সত্যি সত্যিই দিল থেকে দিলে পৌছায়। আল্লাহ সুবহানাহু ওয়া
তায়ালা ওস্তাজ এর হায়াতে, ইলমে, কাজে ভরপুর বারাকাহ দান করুন।

সবশেষে একটা অনুরোধ, কুরআনের আরো কিছু নির্বাচিত সূরা নিয়ে তা’লিমুন নি
সা যদি এরকম মাসব্যপী পেইড দারসের আয়োজন করে তবে আমার মতো নাদান মূর্খ আরো কিছু ইলম হাসিল করতে পারত। ভেবে দেখবেন, প্লিজ।
জাযাকাল্লাহু খয়রন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ।

olia-gozha-9A_peGrSbZc-unsplash

নাজমুন নাহার

Roll: MLK2501061

আলহামদুলিল্লাহ,কুরআনুল কারিমের গুরুত্ব পূর্ণ সূরা হলো সূরা মূলক …আল্লাহপাক তার নগন‍্য বান্দীকে এই দারসে কবুল করেছেন..আর এটা আমার প্রথম কোনো সূরা জানালিজম..এরকম দারসে যুক্ত হতে পারাটা আল্লাহর রহমত..এই জন‍্য তালিমু্ন্নিসাকে অনেক অনেক যাযাকাল্লাহু খইরন । কুরআনুল কারিমের অন‍্য সূরা নিয়েও এরকম তাফসীর এর আয়োজন করা উচিত ।কুরআনুল কারিম যে আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত ।আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন ও সবাইকে ইলম ও আমলে বারাকা দান করুন এবং কুরআন কে আমাদের জীবনে গভীর সম্পর্ক গরে তুলতে পারি।

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

Suraiya Akter

Roll: MLK2501022 

⚫ মাশাআল্লাহ আগের থেকে তুলনায় বেশি মনোযোগী হতে পারছি । আলহামদুলিল্লাহ
ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই পড়া লাগছে।

⚫ কুরআন ও যে বিনোদনের একটা অংশ হতে পারে এবং যা আমাদের উপকারীও বটে তা অনুভব করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

⚫ রমাদানে কোরআন পাঠ এর আগ্রহ সবসময় ছিল‌।
জীবনের চলার পথে কোরআন যে অপরিহার্য তা এখন ভালোভাবে অনুভব করছি।
রমাদানের আগে এমন একটা ক্লাস পেয়ে আমরা রমাদ্বান এর মধ্যে প্রবেশ করেছি ।
তাই,
রমাদ্বান এ যে টুকু কোরআন পাঠ করতে পারব তা বুঝে পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ।

⚫ তফসীর বুঝে কোরআন পাঠ করা একান্ত প্রয়োজন।
সুরা মুলক যে ,আমাদেরকে ভয়াবহ জাহান্নাম ও কবরের আজাব থেকে রক্ষা করবে তা ভালোভাবে বুঝেছি ।

আর তাই আজীবন এই সুরা মুলক এর আমল কে আঁকড়ে ধরে থাকতে হবে।
আরো অনুভব করলাম কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা আমাদের দরকার।
সারাদিনের একটা নির্দিষ্ট সময়
কুরআনের সঙ্গে কাটালে তবেই আমরা জীবনের বাকি সময়টুকু সুন্দর করে তুলতে পারবো। ইনশাআল্লাহ।

আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আমাদের ইলম ও আমল এ বারাকাহ দান করুন।

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

আতেকা ইয়াসমিন

Roll: MLK 2501068

আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে এই মূল্যবান কোর্সটা করিয়েছেন। সুম্মা আলহামদুলিল্লাহ।
এভাবে তাফসীর জানা, প্রতি আয়াত থেকে শিক্ষা নেয়ার বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। জার্নালিং করতে খুবই ভালো লেগেছে, নতুন হলেও আল্লাহর সাহায্যে যতটুকু তাওফিক পেয়েছি আমি সন্তুষ্ট, আল্লাহর প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ তা’লিমুন নিসার বোনদের প্রতিও। উস্তাযার এত সুন্দর করে বোঝানো, উৎসাহ অনুপ্রেরণায় অনেক উপকৃত হয়েছি।আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুন্না। আল্লাহ তা’লিমুন নিসার বোনদের ওপর রাজি-খুশি থাকুন।আমীন

রমাদানের আগে কোর্স হওয়াতে কুরআনের সাথে আগের চেয়ে সুন্দর সম্পর্ক তৈরির গাইডলাইন পেয়েছি। রবের রহমতে ও অনুগ্রহে। উস্তাযের  এত সহজ ভাষায় আলোচনা, গল্পের আলোকে শিক্ষা বলা, সমসাময়িক বিষয়ের সাথে আয়াতের সম্পর্ক সবকিছু উপভোগ করেছি বেশ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক উস্তাযকে উত্তম জাযা দিন, তাঁর মাধ্যমে উম্মাহকে ভরপুর উপকৃত করুন। আমীন

olia-gozha-9A_peGrSbZc-unsplash

Jannatul Ferdous

Roll: MLK *****

Assalamu alaikum wa Rahmatullah, Alhamdulillah Alhamdulillah sura mulk er tafsir class kore onk valo legece, tafsir sunar por mone hoyeca mulk telwat na kore karori ghumate jawa uchit na, quran journaling korte o valo lage Alhamdulillah, future o ei rokom class er sathe jukto thakte chai in sha Allah.

jessica-neves-JBQDjJiolwc-unsplash

Roksana Akter Alpona

Roll: MLK *****

Sura Mulk er bepare ami prothom jante pari 2018 te. Tokhn theke sura ti hifz korar iccha hoy. Pray er porer protiti Ramadan a ami cheshta kortam hifz korar kintu kokhonoi pura sura hifz korte pari ni. Kintu eibar taleemunisar sthe er tafsir batch er maddhome Allah rahmote ami sura tir sthe connection feel korechi ebong amar hifz korteo onek shubidha hoyeche. Jokhoni Allahr kono neyamot shamne ashe suratir ayat gulo amr kaane baje. Jokhoni hotash hoi surar ayat theke mone shahosh ashe r Allahr neyamot gulo kotha mone pore jay. Jiboner sthe quran er sura eivabe connected hoye jabe ta ami konodini bujhte pari nai. Amr khubi valo legeche ami quran journaling shikhechi. Allahr onek onek sukriya amake shahajjo korar jonno.

annie-spratt-WBpr_yH0Frg-unsplash

Takambin Tabassum Maya

Roll: MLK *****

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!!! “সূরা মুলকের দারসে” কোর্স এ যুক্ত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে অশেষ শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি ।

এই এক মাস তাও আবার রমাদান এর আগে আগেই কুরআনের সাথে এভাবে সময় কাটানোর যে সুযোগ এটা নিতান্তই সৌভাগ্যের ব্যাপার। অনেক কোর্স করেছি আল্লাহর দয়ায়। কিন্তু এই কোর্স টা করতে সত্যিই অন্যরকম একটা ভালোলাগা কাজ করেছে, অন্যরকম একটা সুকুন পেয়েছি ভেতরে। কুরআনের সাথে সম্পর্ক তৈরিতে চমৎকার ভাবে সাহায্য করেছে। তাফসীর, জার্নালিং এবং আমল ট্রেনিং সব কিছু একসাথে এক কোর্সে আলহামদুলিল্লাহ। কাজের ফাঁকে সব সময় মনে হয়েছে কখন একটু জার্নালিং নিয়ে বসতে পারবো। মনের রিফ্রেশমেন্ট এবং হালাল বিনোদনের মধ্য দিয়ে কুরআনের সাথে সম্পর্ক তৈরি সুবহানাল্লাহ!! সাথে আয়াতের গভীরতা উপলব্ধির জন্য তাফসীর তো আছেই।আলহামদুলিল্লাহ!!!

সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যাঁরা এর পেছনে ছিলেন। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাত এ অনেক অনেক বেশি উত্তম প্রতিদান দিন। আমীন। আল্লাহ তাআলা এই কোর্সের উছিলায় আমাদের সবাইকে রমাদান এ কুরআনের সাথে আরো গভীর সম্পর্ক তৈরি করার তাওফীক দিন।
আলহামদুলিল্লাহ

vu-khoi-Xmdh-GuffP8-unsplash

Fatema Muslimah

Roll: MLK 2501067

আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সূরা মুলুকের দারসে কবুল করেছেন। অনেক কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ, কিভাবে আয়াত নিয়ে তাদাব্বুর করতে হয় এটা শিখতে পারছি, কুরআন জার্নালিং শিখতে পারছি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক।

jessica-neves-JBQDjJiolwc-unsplash

Sayra Khatun

Roll: MLK2501047

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআ’লার জন্য। আজকে সুরা মুলকের তাফসীর ক্লাস সম্পর্কে আমার অনুভূতি ব্যক্ত করছি। রাসুলুল্লাহ সাঃ বলেছেন, “যে কুরআন পড়লো এবং সে অনুযায়ী আমল করলো তার পিতামাতাকে নূরের তাজ পরানো হবে”। এ হাদীস থেকে প্রমানিত হয়,কুরআন পড়া এবং সে অনুযায়ী আমল করা কতটা গুরুত্বপূর্ণ। কুরআনকে জীবনে ধারণ করতে এর তাফসীর জানা প্রয়োজন। তাফসীর জানার আগ্রহ থেকেই এই কোর্সে রেজিষ্ট্রেশন করি। কুরআন পড়ার সময় আমি এর অর্থ এবং তাফসীর পড়ার চেষ্টা করি। কখনও কখনও দারসও লিখি। কিন্তু কখনও জার্নালিং করা হয়নি। আবার সব আয়াতের দারসও সেভাবে পাওয়া যায়না। এই কোর্সে সুরা মুলকের দারস চলাকালীন উস্তাজা যখন প্রতিটা আয়াতের তাফসীর আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন এবং প্রতিটা আয়াত থেকে আলাদা করে শিক্ষা নিয়ে কথা বলেছেন তখন পুরো সূরার সারমর্ম পরিষ্কার করে বুঝতে পেরেছি। আর যখন জার্নালিং করলাম তখন দেখলাম প্রতিটা আয়াতের মর্মার্থ মনের ভেতর গেঁথে যাচ্ছে। সাথে সাথে এই সুরা মূলকে কেন সুপারিশকারি বলা হয়েছে তাও অনুধাবন করতে পারলাম। সবদিন সমানভাবে মনোযোগ দিতে হয়তো পারিনি। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে কুরআন নাযিলের মাসের শুরুর ঠিক আগেই শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করতে পেরেছি এবং জার্নালিং শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সূরা মুলকের ভেতরে যে কতকিছু লুকিয়ে আছে, কত কত বার্তা লুকিয়ে আছে তা এখন আমার কাছে পরিষ্কার। আল্লাহ আপনি মহান। আপনার কাছে কোটি কোটি শুকরিয়া এই কোর্সের সাথে যুক্ত হতে পেরে। এই কোর্সের সাথে যারা যারা যুক্ত ছিলেন জাযাকাল্লাহ, তাদের নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আমাদের কুরআনের প্রতিটি আয়াত সম্পর্কে ঠিক এভাবেই পড়াশোনা করা দরকার। শুধুমাত্র তখনই কুরআনকে আমরা বুঝতে  জানতে এবং সে অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ।

jeff-lowery-9wF7Bm8s5jQ-unsplash

Banozir Shabnam

Roll: MLK ****

আস্সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহ। এই কোর্স টি করে সূরা মূলক এর প্রতি ভালোবাসা অনেক বেড়ে গিয়েছে।এর আগে রাতে মূলক তিলাওয়াত করা হতো না। এই কোর্স করার পর মূলক না পরে বা তিলাওয়াত না শুনে ঘুমাতে ইচ্ছে করে না। হিফজ করার প্রতিও উৎসাহ এসেছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইচ্ছে পোষণ করেছেন তাঁর উম্মতেরা সূরা মূলক কে বুকে ধারণ করুন। সূরা মূলক নিয়ে আরো অনেক স্টাডি করার এবং তাদাব্বুর করার উৎসাহ এসেছে।
আল্লাহ উস্তাদসহ এই কোর্স এর জন্য মেহনত করা তালিমুন নিসা টীম এর বোন দের উত্তম প্রতিদান দিন আমিন। যদিও আমি কোর্স এর হক পুরোপুরি আদায় করতে পারিনি তার জন্য ক্ষমাপ্রার্থী। বাট যতটুকু উপকৃত হয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।
জাযাকাল্লাহ খাইরান।

annie-spratt-WBpr_yH0Frg-unsplash

Student

Roll: PZP ****

✅আলহামদুলিল্লাহ এই ১ মাস সূরা মূলক এর তাফসীর , তিলাওয়াত, কুরআন জার্নালিং এবং আমল এর পরিণত করার অনুভূতি বলে বুঝাতে পারবো না আল্লাহ তায়ালার রহমত যে আমি এমন একটি দারস এ যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলাম।

✅আগে কখনো কুরআন জার্নালিং করিনি, এটা আমার জন্য নতুন এবং অনেক সুন্দর একটা বেপার ছিলো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে।

✅রমাদান এর আগেই যে এমন একটি তাফসীর কোর্স থেকে কিভাবে কুরআন কে বুঝে বুঝে পড়া যায় তা জানতে পেরেছি এটা আমার জন্য সৌভাগ্যের,আলহামদুলিল্লাহ রামাদানে আমি কোরআন এর তাফসীর পড়তে পারার একটা ভালো গাইডলাইন পেয়ে গেছি এই কোর্স থেকেই।

✅আলহামদুলিল্লাহ এই কোর্স টি আমার অনেক ভালো লেগেছে আর এইটা আমার প্রথম কোর্স ছিলো তালিমুন্নিসার সাথে, আল্লাহ আপনাদের আখিরাতে এর উত্তম প্রতিদান দিক আমীন।

vu-khoi-Xmdh-GuffP8-unsplash

Samsun Naher

Roll: MLK2501042

আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামীন আমার মত নগণ্য এক বান্দীকে তার কুরআনের ১১৪ টি সূরার মধ্যে বিশাল ফযিলত পূর্ণ সূরা মুলকের দারসে বসার সুযোগ দিয়েছিলেন।
এটি এমন এক সূরা যা আমাদের জীবনের দৈনন্দিন কাজের একটি অংশ হিসেবে থাকা উচিত৷ কিন্তু প্রাত্যহিক সকল কাজ করলেও এই সূরার আমল ছুটে যেতো কখনো শয়তানের ধোকায় কখনো নিজের নফসের ধোকায়।
আলহামদুলিল্লাহ, এই যে দারস টি করেছি, তার মাঝে আমার প্রধান আকর্ষণ ছিল কিভাবে জার্নালিং করে! সূরার তাফসির গুলো শুনে তা নিজের নোট বুকে শৈল্পিক ভাবে তুলে ধরার মাধ্যমে সৃষ্টি হয় এক অভূতপূর্ব ভালবাসা।
আলহামদুলিল্লাহ, এটি একটু ভিন্নধারার কোর্স ছিল আমার জন্য। আর তাছাড়া তালিমুন নিসা র সাথেও প্রথম একটি কোর্স ছিল।
আমি মনে করি আমার জন্য এটি ফলপ্রসূ ছিল যদিও আমি ঠিকমতো টাস্ক গুলো করতে পারিনি সময়ের মধ্যে।

তা’লিমুন নিসা টিম কে অনেক অনেক জাযাকুমুল্লাহু খইরন এত সুন্দর একটি কোর্স এর আয়োজন করার জন্য৷ আর আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী এমন কাজের জন্য যা ত্বলিবা হিসেবে করা উচিত হয়নি কিংবা হকের পরিপন্থী কাজের জন্য৷

আপনাদের জন্য অনেক অনেক বারাকাহর দু’য়া,
আর আমাদের জন্য দু’য়া করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত সূরা মুলক এর শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি এবং এর আমল করে যেতে পারি।

nataliya-solomakha-86nsIu3Vi8o-unsplash

Student

Roll: MLK ****

Assalamualaikum warahmatullah,  ta’alimun nisar shokol ustaja, administrative personnel,  jader osshamanno khedmote amra deen er noor e alokito hocchi. Allah pak er oshesh neyamot hoye ei platform amar jibone esheche amari ek prio bon “Dr. Rubayea,” er dawat hoye.

Ami shobdovandare temon na tarporo kritoggota prokasher jonno r kivabe bolle j mon ta khule bola hobe ta jeno kokhonoi bole dite pari na!! Dui hat tule dua korar vasha Allah pak amake diyechen .. InshAllah apnader kafelate ajibon ami shorik thakbo.

Amar shokol boneder jonno dua, valobasha,  Allah pak amader k bina hishabe Jannat Dan korun ya Rob!

jeff-lowery-9wF7Bm8s5jQ-unsplash

Intezar Dilruba

Roll: MLK ****

Alhamdulillah ! Alhamdulillah ! Allah taufiq diyechen ‘sura mulk’ journaling sesh korar, karon khub bhoi hocchilo hoito eta sesh porjonto korte parbo na. Alhamdulillah !Allah sohoj korechen! Ager theke onek tai a sura somporke jante perachi. Eta age amol kora hoto na, ekhon ishar porei telowat korchi Alhamdulillah! Ontore ak alada rokom sukun pawa jai. Allah amader sokol k kobul korun ! Mirtur ag porjonto jeno pore jeta pari! Taleemun Nisar khedmotk Allah kobul korun !! Ameen yea rabbal alamin!!

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

Sumaiya Parvin

Roll: MLK2501072

Shopping Cart