আল কাহাফের দারসে রিভিউ
আসসালামুআলাইকুম,
এই পাঠশালার সাথে আমি বিগত ৩ বছর ধরে আছি।অনেক কিছু শিখতে পেরেছি।প্রথমেই সঠিক ভাবে কুরআন পড়া শিখেছি।এরপর রমজান এ কিভাবে রুটিন করে চলতে হবে,নিজেকে যিকির আর ইবাদত এর মধ মশগুল রেখে রমজানের সর্বোচ্চ লাভ পাওয়া যাবে সেটা শিখতে পেরেছি তাদের কোর্স এর মাধ্যমে।এছাড়াও প্রতি ওয়াক্ত নামাজের পর কী কী আমল করতে হবে সেটাও শিখেছি এই পাঠশালা থেকে।এবার আলহামদুলিল্লাহ সুরা কাহফ এর কোর্স করেছি।সুরা কাহাফ এর প্রথম আর শেষ দশ আয়াত হিফজ করেছি আলহামদুলিল্লাহ উস্তাজাদেড় তত্ত্বাবধানে।সুরা কাহফ এর তাফসীর পুরাটা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ।আল্লাহ মহান আলহামদুলিল্লাহ।এই পাঠশালার মাধ্যমে আল্লাহ তার কাছে আসার,তার দ্বীনকে জানার সুযোগ করে দিয়েছে।আলহামদুলিল্লাহ কিছুটা হলেও হয়তো নিজেকে শুধরে নিতে পেরেছি এই পাঠশালার সহযোগিতায়।কিভাবে আল্লাহর কাছে যেতে পারি আর দুনিয়ার জীবনের চেয়ে আখিরাত আর পরকাল কে গুরুত্ব দিতে পারি সবসময় সেই শিক্ষা দিয়েছে এই পাঠশালা।এই পাঠশালার সাথে জড়িত থেকে যারা আমাদের কে সঠিক পথ দেখাচ্ছেন তাদের সকল কে আল্লাহ উত্তম বদলা দিন।আমিন
Tasnim Orny
Roll: AKD ****
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
তালিমুন নিসার আল-কাহাফের দারসে এর একজন শিক্ষার্থী হিসেবে আল্লাহ যুক্ত হবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ।
তালিমুন নিসাতে যুক্ত হবার পর থেকে সব কোর্সই করার চেষ্টা করি। প্রত্যেকটা করছি সময় উপযোগী এবং আমি করতে চাই এমন ভাবেই আসে আলহামদুলিল্লাহ আলকাহাফের দারস তেমনই একটা প্রোগ্রাম ছিল।
১. সবক ক্লাস থেকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন পড়তে শিখেছি আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ ওস্তাদের কন্ঠ সাবলিল উচ্চারণ কোরআন তেলাওয়াতের সুর আমাকে মুগ্ধ করেছে চেষ্টা করেছি। ওনাদের মত কিছুটা হলেও পেরেছি আলহামদুলিল্লাহ।
২. আগে ভাবতাম আমি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি কিন্তু আলকাহাফের দারসে কারেকশন ক্লাস করতে গিয়ে বুঝতে পারলাম কোরআনের উচ্চারণে ও পাড়ায় আরো ইমপ্রুভমেন্ট দরকার। মাশাল্লাহ ওস্তাযা অনেক ধৈর্য সহকারে সুন্দরভাবে আমাকে শুদ্ধ করে দিয়েছেন। আমি ওস্তাদের কাছে কৃতজ্ঞ জাযাকাল্লাহু খাইরান আল্লাহ তাআলা ওস্তাদের ইলমে বারাকা দিন। নেক হায়াত দিন।
৩. তাফসির ক্লাস — তাফসীর ক্লাস অনেক অনেক ভাল ছিল অনেক তথ্যবহুল ছিল। রেকর্ড গুলা আমি প্রায়ই শুনি আলহামদুলিল্লাহ।মনে প্রশান্তি আসে । ওস্তাদ অনেক সুন্দর ভাবে গুছিয়ে শব্দে শব্দে ব্যাখ্যা করেছেন। এই সূরা থেকে তো শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা ওস্তাদের ইলমে বারাকা দিন। নেক হায়াত দান করুন। আমিন।
কোরআনের আয়াত হিফজ করতে পারবো কল্পনা করি নাই। আল্লাহর রহমতে ও তালিমুন নিসার উদ্যোগে কোরআনের কিছু আয়াত মুখস্ত করতে পেরে আমি খুবই খুশি। আরো এরকম কোর্স করে হিফজ করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তালিমুন নিসার ও উস্তাযাদের সহবতে থাকার তৌফিক দান করুণ। আমিন।
Kamrun Nahar Dina
Roll: AKD2401089
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আলহামদুলিল্লাহ ! তালিমুন নিসা কতৃক আয়োজিত ” আল কাহফের দারসে ” কোর্সটি শেষ হয়ে গেল। যেটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোর্স ছিল। আমরা জানি রাসূল সাঃ দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম দশ ও শেষ দশ আয়াত বেশি বেশি তিলাওয়াত করতে বলেছেন। কিন্তু এত সূরার মধ্যে কেন তিনি এই সূরাকে পড়তে বললেন তা আমাদের জানা ছিল না। এই কোর্সের মাধ্যমে আল্লাহ সুবঃ তা আমাদেরকে অনুধাবন করার,আয়তগুলো মুখস্থ করার, সম্পূর্ণ সূরার তাজবীদ কারেকশন এবং তাফসীর জানার তাওফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ !
বিগত তিনটি বছর যাবত আমি তালিমুন নিসার সাথে আছি এবং বিভিন্ন কোর্সে অংশ গ্রহণ করে চলেছি। আলহামদুলিল্লাহ !খুবই সময় উপযোগী একটি প্রতিষ্ঠান।
যে সব বোনেরা অনলাইন ভিত্তিক কোন ভালো প্রতিষ্ঠান খোঁজ করছেন তাদের জন্য আমি “তালিমুন নিসা স্কুল “-কে রেকমেণ্ড করব।
যে কোন একটি কোর্স করেই দেখুন না, আমার বিশ্বাস আপনিও আমার মত তালিমুননিসাকে না ভালোবেসে পারবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তালিমুন নিসার কার্যক্রমে বারাকাহ দান করুন এবং আখিরাতে উত্তম প্রতিদান দিন এবং আমাদের সকলকেই সূরা আল কাহফের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন।
আমীন।💞
Jakiya Sultana
Roll: AKD2401019
বিসমিল্লাহির রহমানির রহিম
সর্ব প্রথমে সুমহান সেই সত্তার প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমার রব, যিনি আমাকে দয়া মায়া করে জাহান্নামের পথ থেকে তুলে এনে জান্নাতী কাফেলায় শামিল করেছেন, নেক সহবত দান করেছেন,
আলহামদুলিল্লাহ !💖
আলহামদুলিল্লাহ!💖
আলহামদুলিল্লাহ!💖
শুকরিয়া আদায় করছি সেই বোনের প্রতি যার উছিলায় আমি যুক্ত হয়েছিলাম তা’লিমুন নিসা কাফেলায়। আরো শুকরিয়া আদায় করছি সেই বোনের প্রতি যিনি আমাকে সূরা আল কাহাফের দারস
হাদীয়া হিসেবে দিয়েছেন, পাশাপাশি কোর্সটা করার প্রতি উৎসাহ ও দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতে অনেক অনেক বেশী উত্তম প্রতিদান দিন💝💝💝। সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা (একমাত্র আল্লাহর জন্য)।
“সূরা আল কাহাফের দারসে “
কতো চমৎকার একটা নাম তাইনা?
নামটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে এরকমই সুন্দর ঝলমলে কোনো এক দিনে সূরা আল কাহাফের দারস দিচ্ছেন, আমি কল্পনায় সেখানে চলে গেছি…।
নামটা দেখেই আমার রেজিস্ট্রেসন করার লোভ হচ্ছিলো খুব। কিন্তু খুব দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলাম। যখন থেকে তা’লিমুন নিসা’ র সাথে যুক্ত হয়েছি আল্লাহর দয়ায় , “তা’লিমুন নিসা পাঠশালা “আয়োজিত এমন একটা কোর্স এর কথা ও মনে পড়ছেনা যেটা তে আল্লাহ তাআলা আমাকে যুক্ত করেন নি, আলহামদুলিল্লাহ।
কিন্তু খুবই আকাঙ্ক্ষিত একটা কোর্স হওয়া সত্বেও এই কোর্সের ক্ষেত্রে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম পারিবারিক বিভিন্ন হকের কথা চিন্তা করে। তাফসীর ক্লাস যেহেতু রাতে ছিলো, ওই সময়ে উপস্থিত থাকাটা আমার জন্য একটু অসুবিধা জনকই ছিলো । লাইভ ক্লাস এ থাকার আলাদা একটা স্বাদ আছে যেটা রেকর্ড ক্লাস করে পাওয়া যায় না। শেষমেশ এই দিকেই আল্লাহ তাআলা এগিয়ে নিলেন যে, নাই মামা থেকে কানা মামা ও তো ভালো।
যেটা পারবো লাইভ করবো, একান্ত না পারলে রেকর্ড ক্লাসই শুনে নিবো ইন শা আল্লাহ, এই ভেবে আল্লাহর অশেষ দয়ায় কোর্স টা করার সিদ্ধান্ত নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ।
আমার সেই সিদ্ধান্ত নিশ্চয়ই আল্লাহ তাআলা ই আমাকে দিয়ে নেয়াইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ!
কোর্স শুরুর পরে বুঝতে পারলাম, এটা আমার জন্য কতটা জরুরি ছিলো। আল্লাহ তাআলা তো সবই জানেন। তিনিই আমার জরুরতের জায়গায় আমাকে নিয়ে এসেছেন দয়া মায়া করে।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এই কোর্স এর বিশেষত্ব একটু আলাদা, সরাসরি কুরআন থেকে শিখা। তাফসীর ক্লাস বলি, কারেকশন বলি কিংবা হিফজ সবক ক্লাস এর কথাই বলি সবই সুকুনে ভরপুর ছিলো, আর কুরআনের সাথে যত বেশি থাকা যায় ততই বারাকাহ পাওয়া যায় এটার ও উজ্জ্বল প্রমাণ আমরা স্টুডেন্ট মাত্র সবাই পেয়েছি এটাই আমার ধারণা।
কারেকশন ক্লাস আমাকে আমার তিলাওয়াতের ভুল গুলো ধরতে সাহায্য করেছে, আগে যে ভুল গুলো চোখেই পড়েনি কখনো। এবং সাথে এটাও উপলব্ধি করলাম উস্তাযা আপুর কথায় যে, এটা একটা সমুদ্র। তাহলে আমার চেষ্টা এখানে বিন্দু পরিমাণ ও না। তাই হতাশ হওয়ার কিছু নাই আবার আমি তো ভালোই পারি এমন ভাবার ও কিছু নেই (আমি এমন টাই বুঝেছি, ভুল হয়ে না থাকলে)
আর এমনিতেও আমার সূরা আল কাহাফের তাফসীর টা ডিটেইলস এ জানার খুব আগ্রহ ছিল আগে থেকেই। ইউটিউব এ সম্পর্কিত বেশ কয়েকটা লেকচার ও শুনেছি। কিন্তু মন ঠান্ডা হয়নি। কোনো উস্তায এর অধীনে ডিটেইলস এ একটা কোর্স করা আর ফেইস বুক, ইউটিউব থেকে দুই একটা লেকচার শোনার মধ্যে আকাশ পাতাল তফাৎ।
এতো সুন্দর করে সম্মানিত উস্তায আমাদের সামনে তাফসীর পেশ করেছেন, খুব প্রানবন্ত এবং অন্তরে লাগার মতো উপস্থাপন ছিলো মা শা আল্লাহ লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।
শব্দ ভেঙ্গে ভেঙ্গে পড়ানোতে আরো বেশি স্বাদ পেয়েছি পড়ায় আলহামদুলিল্লাহ। এখন শুক্রবারে সূরা কাহাফ তিলাওয়াত করতে গেলে ও অটোমেটিক কিছু কিছু ওয়ার্ড মিনিং এমনিতেই মনে পড়ে যায়, এবং তখন বুঝে আসে আলহামদুলিল্লাহ যে এই আয়াতে এইটা বলা হয়েছে সাথে তাফসীর ও মনে পড়ে যায় যখন মনোযোগ দিয়ে পড়া হয় আলহামদুলিল্লাহ।
আগের মতো আর নিরস লাগে না, যে শুধু না বুঝে তিলাওয়াত করেই যাচ্ছি। পড়তে গেলে তিলাওয়াত এর কারেকশন গুলো ও চোখে ভেসে ওঠে। সবচেয়ে বড় যে বিষয়টা, এখন কিছুটা হলেও বুঝে এসেছে (যেটা বোঝার আমার খুব বেশি আগ্রহ ছিল), কেনো আমরা প্রতি জুম্মা বার সূরা কাহাফ তিলাওয়াত করবো কেনোই বা ১ম ১০ আয়াত এবং শেষ ১০আয়াত মুখস্থ করবো, এমন কি আছে এর মধ্যে ?
সূরা আল কাহাফ থেকে পাওয়া সমস্ত শিক্ষা গুলো কাজে লাগাতে পারলে আমরা শেষ যামানার সমস্ত ফিৎনা থেকে বাঁচতে পারবো ইন শা আল্লাহ তাআলা । আল্লাহ তাআলা আমাদের সকল কে তাওফীক দিন। আর হিফজ এর কথা কি বলব, আল্লাহ তাআলা তাওফীক দিলেন উনার এই অধম পাপী বান্দীকে।
ইসস……সম্মানিত উস্তাযা আপুর তিলাওয়াত এর রেকর্ড যদি সবসময়ের জন্য নিজের কাছে রাখতে পারতাম! অনলাইন এ এখন তা’লিমুন নিসার
কোর্স ছাড়া আর কোনো কোর্সই করা হয় না । কারণ আমার যখন যেদিকে যেটা জানা প্রয়োজন হচ্ছে এখানেই আমার সব প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। আর কোনো দিকে তাই তাকাতে হচ্ছে না আলহামদুলিল্লাহ। জেনারেল লাইন এ পড়াশোনা করা আমরা যারা দ্বীনের পথে এসে বুঝতে পারিনা কি দিয়ে শিখা শুরু করবো বা কোথায় শুরু করবো, দ্বীনের পথে চলতে কখন কিভাবে চলতে হবে, ইসলাম কি বলে এক্ষেত্রে , এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য
💞💞💞”তালিমুন নিসার”💞💞💞
চেয়ে উত্তম কোনো প্ল্যাটফর্ম আমার চোখে পড়ে নি।
আর দ্বীনের পথে চলার জন্য অনবরত উৎসাহ দেয়ার যাদের কেউ নেই তাদের জন্য ও উত্তম সহবত হতে পারে
💖তা’লিমুন নিসা 💖 এবং
💝তা’লিমুন নিসা পাঠশালা 💝
আয়োজিত সমস্ত কোর্স গুলো। এর পেছনে যাঁরা আছেন আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাত এ অনেক অনেক উত্তম প্রতিদান দিন।🌷🌷🌷
Fatema Muslimah
Roll: AKD 2401022
আলহামদুলিল্লাহ এই “আল কাহাফের দারস” কোর্সটি আমাকে হাদিয়া দেওয়া হয়েছি আলহামদুলিল্লাহ। জানিনা এই কোর্সের হক কতোটুকু আদায় করতে পেরেছি । যারা এই কোর্সটি আমাকে হাদিয়া দিয়েছে আল্লাহ ওনাদের দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন। এটা এতো বেশি উত্তম এবং গুরুত্বপূর্ণ দারস ছিলো যারা করেছেন তারা অবশ্য জানেন আলহামদুলিল্লাহ। তালিমুন নিসা অনেক মেহেনত করেছেন আমাদের নিয়ে আলহামদুলিল্লাহ। সূরা কাহাফ প্রতি শুক্রবার তিলাওয়াত করা হয় কিন্তু তিলাওয়াত এর মধ্যে যে এতো সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করি যা উস্তাযা ধরিয়ে না দিলে ভুল পড়েই যেতাম আল্লাহুম মাগফিরিলি। আর কাহাফের তাফসির দারসে উস্তাদ এতো সুন্দর ভাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রতিটা ঘটনা থেকে শিক্ষা আমাদের করণীয় কি এবং কিভাবে তা জীবনে কাজে লাগাবো সব নিয়ে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা বাস্তব জীবনে আমাদের এগুলোর প্রয়োগ করার তাওফিক দান করুন। আমিন
Shanta Akther
Roll: AKD2401055
🌹আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
তালিমুন নিসা কর্তৃক আয়োজিত সূরা আল কাহফ এর দারস একটি অনন্য উপহার আমাদের মত অতিসাধারণ শিক্ষার্থীদের জন্য,আমরা যারা আগে শুক্রবার এ সূর আল কাহফ এর ১০ আয়াত পড়েই হাপিয়ে ওঠতাম,আজ আল কাহফ এর দারস এর সাথে যুক্ত হয়ে প্রতি শুক্রবার নিয়মিত সূরা আল কাহফ ১-১১০ আয়াত খুব সহজে পড়তে পারছি।সূরার তাফসীর জানতে পেরেছি অত্যন্ত সহজ ভাবে।এছাড়া তাফসীর নোট লিখতে গিয়ে ঘটনাগুলো আরো গভীরভাবে মনে রাখতে সহজ হয়েছে।আলহামদুলিল্লাহ এই সূরা আল কাহফ এর দারস এর সাথে যুক্ত হয়ে খুব সহজভাবে সুরার প্রথম ও শেষ দশ আয়াত হিফজ করার সুযোগ হয়েছে।যা নিজে কখনোই সম্ভব হত না।সব মিলিয়ে তালিমুন নিসা আয়োজিত সূরা আল কাহফ এর দারস একটি বড় ধরনের উপহার বলে আমি মনে করি।সবশেষে আল্লাহ্ সুবহানআল্লাহ তায়ালার কাছে অনেক অনেক শুকরিয়া আমাকে দারস এর শেষ অবধি লেগে থাকার তৌফিক নসীব করেছেন।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
Tairin Islam
Roll: AKD2401062
সুবহান’ আল্লহ এতো সুন্দর নামকরণ। নামটা শুনলেই তো মন অস্থির হয়ে যায়। আমি ও আল কাহাফের দারসের একজন পাপী হয়ে যাই… কুরআনের দারস্! সকলের হাতে মুছহাফ। কেউ পড়া দিচ্ছে, কেউ প্র্যাক্টিস করছে, উস্তাযা পড়া ধরেছেন। এতো সুকুম সুবহান-আল্লহ
আমি ফারিয়া জান্নাত, তালিমুন স্কুলের একজন রেগুলার ছাত্রী। আমি তালিমুন নিসা পাঠশালাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ্। এখানে এসে কতো কি জেনেছি! একটার পর একটা কোর্স করে আরেকটার জন্য অপেক্ষা করে থাকি। কোনো করি??
কতোগুলো বোন আমরা একসাথে একি কাফেলায় এক সাথে প্রস্তুতি নেই। মজা করি, মাঝে মাঝে গ্রুপে কতো কথা আমাদের হয়, তবে কোন কথাই দুনিয়াবী না, সকল কিছুর উদ্দেশ্য একটাই- আমরা জান্নাতে এক সাথে বাড়ি বানাতে চাই। আমাদের অন্য বাড়ি অন্য ঘর নিয়ে পরিকল্পনা সাজানো।
সত্যি অসাধারণ FEELINGS
সুবহান- আল্লহ। আমার খালামনি মাহবুবাহ্। ও একবার হঠাৎ অসুস্থ হয়ে গেলো। আমি ফোনে ওর থেকে জানলাম। জেনে বুঝেছি, ওর কোন বদনজর বা হাসাদের Problem, ওকে বললাম, আন্টি। আপনি রুকইয়াহ করেন। ও বলে কিভাবে করবো? তুমি কোথায় শিখেছো? আমি বললাম, আমাদের তা’লিমুন নিসা পাঠশালায় কোর্স করেছি, আপনি ও করেন, অনেক কিছু জানতে পারবেন – সেল্ফ রুকইয়াহ টা আপনি ও পারবেন। ও পরের সেশনে এ সত্যিই ভর্তি হলো আমার আরেকটা খালামনির help নিয়ে। এবার তো মাহ্বুবাহু ও কোর্সটা করে তালিমুন নিসার তক্ত হয়ে গেলো। সুবহান-আল্লহ্। তারপর ও আমার মতো পরের কোর্সের অপেক্ষা পাগল! আমি সেই খুশি। আমি দাওয়াহ্ দিতে পেরেছি।
এবার প্রশ্ন হলো, আমি তো পুরোপুরি জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন, দাওয়াহ্ দেওয়াটা শিখলাম কিভাবে?? আমার ঢালিমুন নিসাই আমাকে শিখিয়েছে। কারণ আমি ঘরোয়া তালিম ব্যাচ ৭ এর ৬ নং ছাত্রী। আলহামদুলিল্লাহ।
অনেকদিন থেকে সুরাহ কাহাফের প্রথম ১০ আয়াত শেখার জন্য নিজের সাথে যুদ্ধ করছি। কারণ, ছোট ছোট ২টা বাচ্চা, সংসার, পুরো একা একা সব সামলিয়ে সময় পাই না। বিদেশের জীবন, না আছে helping hand না আছে কেউ। যে কারো কাছে বাচ্চাদের কিছুক্ষন রেখে আমি পড়ায় মনোযোগ দিবো। যাক সবি আল্লহর Plan, আলহামদুলিল্লাহ্।
→ এইযে মুহাসাবা, মেনে নেয়া, ধৈর্য্য ধরা এসবও আমি
তা’লিমুন নিসা পাঠশালা থেকে রপ্ত করেছি, খুঁজে নেই নিজেকে সিজন, সিজন, সিজন থেকে। আলহামকুলিল্লাহ।
→ আল্লহ্ সুবহানাহু ওয়া তা’য়ালার অশেষ রহমতে আমার অলিমুন নিসা পাঠশালাতে দেখলাম কি সুন্দর একটা কোর্স এসেছে নাম “আল কাহাফের দারসে ” সাথে সাথে enroll করলাম এবং আমার রোল নং 001 আলহামদুলিল্লাহ্।
→ আজকে আমার শেষ হয়ে গেলো কোর্সটা, আমি খুব miss করছি সাথে আমার কাফেলার সবাই! খুবই অবাক করা ব্যাপার হলো, প্রথম ১০ আয়াতের কে সাথে শেষ ১০ আয়াত ও আমাদের কাফেলার প্রত্যেকের মুখস্ত। আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ্ ‘আলা কুল্লি হাল।
আমার খালামনি, আমার দ্বীনি বোনেরা এবং আমার আম্মু আমরা সকলেই এই কাফেলায় এক সাথে অনেক আনন্দে শেষ করেছি।
আরেকটা কোর্সের অপেক্ষায় আমরা জান্নাত পর্যন্ত চাল যেতে চাই আস্তে আস্তে। ইংশা আল্লাহ।
” আল্লাহ্ বলেন, এটাই সেই সরল পথ, যা আমার পর্যন্ত পৌঁছে।” (আল-হিজর ১৫:৪১)
Faria Zannat
Roll: AKD24010
আলহামদুলিল্লাহ,আল্লাহ তা’য়ালা আমাকে সূরা আল-কাহাফের দারস করার তৌফিক দান করেছেন।বর্তমান ফিতনার যামানায় সূরা কাহফ তিলাওয়াত করা অনেক বেশী গুরুত্বপূর্ণ। তালিমুন নিসা কর্তৃক আয়োজিত সূরা কাহফের দারসের ৫ মাসের জার্নি টা আমার স্মৃতি হয়ে থাকবে।আমি শুক্রবার আসলে সুরা কাহাফের শুধু ২০ আয়াত ই তিলাওয়াত করতে পারতাম।আয়াতগুলো বড় হওয়ায় তিলাওয়াত করতে ভয় লাগতো।তাজবীদেও নতুন তাই।২০২৪ সালে তালিমুন নিসার সাথে পরিচয়।যখন তালিমে শুনি যে সূরা কাহাফের ১১০ আয়াত কারেকশন দেওয়া হবে , ১ম ও শেষ ১০ আয়াত হিফজ করানো হবে এবং তাফসিরও পড়ানো হবে আমি তখন খুব খুশি হয়েছিলাম আর আগ্রহ নিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম।কোর্স টা এতো গোছানো হবে যে কল্পনাও করতে পারিনি। সবক ক্লাস করে সূরা কাহফ তিলাওয়াত করা খুব সহজ হয়েছে।প্রত্যেক মঙ্গলবারে কারেকশন দেওয়া হতো।আপুর কাছ থেকে কারেকশন পেতে ভাল লাগতো।আগে নিজের ভুলগুলো চোখেই পড়তো না।আপু খুব সুন্দর করে বুঝিয়ে দিত ভুলগুলো। কোর্স টা করার সময় এত বেশি বার সূরা কাহাফ পড়েছি যে এর আগে কখনো সূরা কাহাফ পড়িনি।যার কারণে সূরা কাহফ আমার ৪০আয়াতেরও বেশী হিফজ হয়েছে আলহামদুলিল্লাহ।আর আল্লাহর অশেষ রহমতে এখন শুক্রবারে সূরা কাহাফ অর্থসহ সম্পুর্ণ পড়ার সৌভাগ্য হয়েছে।কোর্সে রেগুলার আপডেটের মাধ্যমে রিমাইন্ড করিয়ে দেওয়া হতো।আর উস্তাদ মিজানুর রহমান ভৈরবী এত সহজ ও সাবলীলভাবে তাফসীর বুঝিয়েছেন যে অর্থ পড়লে তাফসীর টাও মনে চলে আসে।কোর্স টি শেষ হয়ে যাওয়ায় খুব খারাপ লাগছে। নতুন কোর্সের অপেক্ষায়…….।
আল্লাহ তা’য়ালা উস্তাদসহ তা’লিমুন নিসার সকল বোনদের উত্তম প্রতিদান দিক ও তাদের প্রতিটি নেক কাজে আল্লাহ বারাকাহ দিক।আর আমার সাথে যারা কোর্স টি করেছেন তাদেরকে ও আমাকে সূরা কাহফ তিলাওয়াত করে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমীন।
Mochammat Kauser Necha
Roll: AKD2401063
আলহা’মদুলিল্লাাহ্! আলহা’মদুলিল্লাাহ্! আলহা’মদুলিল্লাাহ্! আলহা’মদুলিল্লাাহ্!
আল্লহ্ সুবহা’নাহু ওয়া তায়া’লা’ আমাকে ২০২৩ সালের আগস্ট মাসে আমার ছোট বোন মিশকাত মিশুর মাধ্যমে পরিপূর্ণ অনুসরণ যোগ্য দ্বীনি সুহ’বাত প্রিয় তা’লিমুন্নিসার সদস্য হওয়ার তাওফিক দান করেছেন, আলহা’মদুলিল্লাাহ্! এই তা’লিমুন নিসা শুধু মাত্র প্রাত্যাহিক তা’লিম করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এ সুহ’বাত যে আমাদের মহান “””রবের””” সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য গভীর জ্ঞান অর্জনের উৎকৃষ্ট মাধ্যম!! সুবহা’নাল্লহ্!!!
একমাত্র সত্য দ্বীন ইসলামে পরিপূর্ণ রুপে প্রবেশ করার তীব্র বাসনায় রব্বি কারীম আমাকে তা’লিমুন্নিসার ছাত্রী বানানোর পরপরই আমার ইসলাহের জন্য একটার পর একটা কোর্স করার তাওফিক দান করেছেন, আলহা’মদুলিল্লাাহ্! যেমন (শারঈ’ রুক্বইয়াহ্ কোর্স, রমাদ্বন ওয়ার্কশপ এবং বর্তমানে আলকাহফের দারস্)। কোর্স গুলো যারা করতে পারেন নি, তাদের কাছে আসলে এ-র দ্বারা উপকৃত হওয়ার অনুভূতি লিখে ফুটিয়ে তোলা সম্ভব নয়। ””সেই একবৎসর আগের আমি এবং বর্তমান আমির মধ্যে নিজেই তফাৎটা অনুধাবন করতে সক্ষম হচ্ছি,আলহা’মদুলিল্লাাহ্! ছুম্মা আলহা’মদুলিল্লাাহ্!!!
বর্তমানে যেভাবে সারা বিশ্বে ফিতনা- ফাসাদের ছড়াছড়ি, হাক্বনী আ’লিম- ঊ’লামা আশংকা করছেন এটা দাজ্জালি ফিতনা নয়তো??? সেই ছোট্ট বেলা থেকে দেখে আসছি আমার আম্মা প্রতি শুক্রবার সূরহ কাহফ পুরোটা তিলাওয়াত করেন,আলহা’মদুলিল্লাাহ্! আমাদের ভাই-বোন কেও তাগিদ দিতেন। মাদ্রাসায় পড়ার সুবাদে এ সূরাহ্ আল কাহফের ফজিলত ও জানতে সক্ষম হই। কিন্তু আ’মল করা হয়নি কখনোই পুরোপুরি। খুবই আফসোস হতো যখন এর ফজিলত গুলো নিয়ে ভাবতাম! বিশেষ করে ১ম ও শেষ ১০ আয়াত হি’ফজ্ব করলে দাজ্জালের ফিতনা থেকে হি’ফাজ্বত থাকা যাবে, এ ফজিলত জানার পর থেকে আয়াত গুলো হি’ফজ্ব করার আগ্রহ বহুগুণ বেড়ে যায়। কিন্তু কোনো অবস্থায়ই সম্ভব হয়ে উঠে নি!!!
আলহা’মদুলিল্লাাহ্! ছুম্মা আলহা’মদুলিল্লাাহ্!!! আল্লহ্ সুবহা’নাহু ওয়া তায়া’লা’ তাঁর পছন্দনীয় কয়েকজন আমাতুল্লহ্’র সাথে আমার মতো অধম কেও দয়া করে, মায়া করে আমার “মা মনি ফারিয়া জান্নাত পাহমিনের মাধ্যমে এই প্রিয় তা’লিমুন্নিসা পাঠশালা কতৃক আয়োজিত “” আলকাহফের দারসে”” কোর্স টা করার তাওফিক দান করেছেন। আলহা’মদুলিল্লাাহ্!
কি পেয়েছি এ কোর্সটাতে????
”””এক কথায় এক ঢিলে দুই পাখি নয়, বহু পাখি মারার মতো উপকৃত হয়েছি আমরা সবাই আলহা’মদুলিল্লাাহ্! যেমন “” ১ম ও শেষ ১০ আয়াত হি’ফজ্ব এর পাশাপাশি তাজভীদ কারেকশান, সম্মানিত উস্তাদ শাইখ মিজানুর রহমান ভৈরবী আমাদের কাছে বোধগম্য করে তোলার জন্য সাবলীল ভাষায় সহজ, সুস্পষ্ট ও সুন্দর করে তাফসির করে আমাদের মধ্যে আখিরাত মুখি হওয়ার অনুপ্রেরণা তৈরি করেছেন, আলহা’মদুলিল্লাাহ্! পাশাপাশি উস্তাযা আপুদের পক্ষ থেকে টাস্ক জমা নেয়া, হি’ফজ্ব রেকর্ড জমা দেয়া, প্রতি শুক্রবার সূরহ কাহফের তিলাওয়াত করার জন্য রিমাইন্ডার, মোট কথা ৫মাস যাবত আমি মনে হয় যেনো পুরো ক্বুরআন মাজীদের মধ্যে ডুবে গিয়েছি!
নিজের গাফিলতির জন্য ক্বুরআনুল কারীমের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটা আলহা’মদুলিল্লাাহ্ এই একটি সূরাহ্ অনুশীলনের মধ্য দিয়ে কেটে গিয়েছে, আলহা’মদুলিল্লাাহ্!!!
আল্লাহ্ তায়া’লা’র আ’জ্বমত, নিজের ঈমান -আ’কিদা হি’ফাজ্বতের জন্য করনীয়, ঈমানদার ও সৎকর্ম শীলদের পুরস্কার এবং কাফির -জালিমদের শাস্তি “” সবই যেন চোখের সামনে ভাসছে,.. সুবহা’নাল্লহ্!!! এখন বুঝতে পারছি, প্রিয় রসূল ছ্বল্লাল্লহু আ’লাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন, “এই সূরহ্’র ১ম ও শেষ ১০ আয়াত হি’ফজ্ব করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকা যাবে। সুবহা’নাল্লহ্!!! আলহা’মদুলিল্লাহ্, ইলম অর্জন তো হলো, এবার আ’মল করার তাওফিক চাই মহান রব্বুল আ’লামীনের সুউচ্চ দরবারে।
এ কাফেলার সকল দ্বীনি বোন, মা মনি ফারিয়া জান্নাত, আমার বড় আপু আহলিয়া ফারুক্বী এবং আমাকে এ মহিমান্বিত সূরহ্ কাহফের উপর পরিপূর্ণ আ’মল করার তাওফিক দান করুন!
আল্লহ্ সুবহা’নাহু ওয়া তায়া’লা’ সম্মানিত উস্তাদ,উস্তাযা তথা তা’লিমুন্নিসাকে দুনিয়া ও আখিরতে পরিপূর্ণ জাঝায়ি খইর দান করুন, আমীন, আমীন, ছুম্মা আমীন!
মাহবুবাহ্ জাহান
Roll: AKD2401002
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তালিমুন নিসার “আল কাহাফদের দারস” এ এলরোল করতে পেরেছি। যদিও দুনিয়ার মোহে পড়ে একটু ভাটা পড়েছিল। তবুও আল্লাহর অশেষ মেহেরবানিতে সূরা কাহাফের প্রথম ও শেষ ১০ আয়াত মুখস্তের তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ। মৃত্যুর শেষ সময় পর্যন্ত আমাকেসহ এই কোর্সের সকল বোনকে ধরে রাখার তৌফিক দান করুন ।আজীবন তালিমুন নিসার সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন
আয়শা সিদ্দিকা
Roll: Akd2401068
তা’লিমুন নিসা পাঠশালা কর্তৃক আয়োজিত আল কাহাফের দারসে- আমার মত তৃষ্ণাতূর এক বান্দীর জীবনে মহান আল্লাহ তায়ালার পক্ষ হতে অশেষ এক মেহেরবানীর নাম! যার স্পর্শে আমি জেনেছি, পবিত্র আল কুরআনের বিশেষ মূল্যবান এক সূরার মর্মকথা। আলহামদুলিল্লাহ 💕
রবের দয়ায় সম্মানিত উস্তায, উস্তাযাদের আন্তরিক চেষ্টায় খুব সহজেই সুরা আল কাহাফের বিশেষ ফজিলতপূর্ন আয়াত গুলো হিফজ করা, সম্পূর্ণ সুরার তাজবিদ কারেকশন আর সাবলীলভাবে তাফসীর জানার সুযোগ হয়েছে,আলহামদুলিল্লাহ।
ছোট ছোট পদক্ষেপে খুব গুছিয়ে ইলম কে আমলে পরিনত করার এই যাত্রা ছিল, অসাধারণ, সুবহান আল্লাহ 💖
আমার বহুদিনের স্বপ্ন পূরন হয়েছে এই সূরার তাফসীর জানার মাধ্যমে। কোর্সটা এনরোল করার মূল আকর্ষনই যেন ছিল এটা। রব্বে কারীমের দয়ায় চাওয়ার চাইতে অনেক বেশি পেয়েছি, বারকাল্লাহ… এই কোর্সের উসিলায় বর্তমান ফিতনায় সয়লাব দুনিয়ার জীবনে নিরাপদে ঈমান নিয়ে চলার মূলনীতি গুলো উপলব্ধি করতে পেরেছি, এটাই অমুল্য প্রাপ্তি!!
আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককেই আজীবন সুরা আল কাহাফের শিক্ষাগুলোকে নিজেদের জীবনে দৃরতার সাথে বাস্তবায়ন করার পূর্ন তাওফিক দিন।
এই কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলের মেহনতকে জান্নাতুল ফিরদাউস লাভের উসীলা বানিয়ে দিন।
🌹আল্লাহুম্মা আমিন…🌹
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
মাসতুরা তামান্না
Roll: AKD2401021
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তালিমুন নিসার সূরা আল কাহফের দারস। একজন শিক্ষার্থীর জন্য একটা অন্যতম প্লাটফর্ম।।আমি এই দারস এর একজন শিক্ষার্থী হয়ে বলছি।🌹আলহামদুলিল্লাহ 🌹
সূরা আল কাহফ এর সম্পূর্ণ সূরা নাজেরা জানতে পারছি।যা প্রতি শুক্রবার আগে তেলাওয়াত করতে অনেক কষ্ট হত।এখন আলহামদুলিল্লাহ খুব সহজে তেলাওয়াত করতে পারি। সম্পূর্ণ সূরার তাফসির ওস্তাদের লাইভ ক্লাস এর মাধ্যমে জানা, হিফয করা সম্ভব হয়েছে (১-১০) এবং (১০০-১১০) আলহামদুলিল্লাহ
একজন রেগুলার ছাত্রী হতে চান তাহলে তালিমুন নিসা পরিবার এর সাথে তাদের প্রতি প্রজেক্ট এর যুক্ত হয়ে যান,,ইরেগুলার কি জিনিস আপনি ভুলে যাবেন।।ওস্তাজা আপুদের প্রতিটা টাস্ক আপনি নিজে না শিখে থাকতে পারবেননা।।আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা আমাকে সূরা আল কাহফ এর প্রতিটা কাজে শেষ অবধি লেগে থাকার তৌফিক দান করেছেন । আলহামদুলিল্লাহ
Shamima
Roll: AKD2401076
Assalamualaikum Wa Rohmatullohi Wa Barokatuh . Alhamdulillah Alhamdulillah.First Mohan Robbul Alameen er kase onek onek shukria , je amader pobitro Al – Quraner ekta importent Sura-Al-Kahaf er tafsir khub valo kore jana holo Alhamdulillah🌹
Talimun nisa pathshala arranged “Al-Kahaf er darse” course keo ami onek onek kritoggota janai Alhamdulillah 🌷🌷🌷
Allaoh er Rohmote Talimun nisar ustad , ustaja & team member der usilai shotti khub shohojei Sura-Al-Kahaf er first 10 ayat & last 10 ayat je kivabe hifz kore fellam ami nijey obak , Subhanallah 🌺
Ei course theke ami ja asha koresilam tar theke onek beshi Alloh amake diyesen ja ami kolponao korini , je regular hifz, every friday full tilawat & majhe majhe tafsir porata ekhon habit e porinoto hoye gese Alhamdulillah 🌸
Ekhon jiboner baki dingulote amol korar dorkar InShaAlloh 💕
Alloh amader shobaike amol korar taufiq dan korun . Ameen Ameen Summa Ameen .
Masuma khatun
Roll: AKD 2401086