Taleemun Nisa

তালিমুন নিসা সিস্টার্স ব্লগ

সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে ভ্লগ, রিলস,শর্টস, ফ্যান-ফলোয়ার আর শো অফের ভীড়ে নিজ রুহানিয়্যাত হারিয়ে অল্পসংখ্যক একদল হণ্যে হয়ে এদিক-ওদিক ছুটছে, দ্বীনের পথ কিভাবে আঁকড়ে ধরা যায় ভাবছে,কিভাবে আরেকটু জ্ঞান বাড়ানো যায় নিজের এবং অন্যের, ভাবছেন, এবং, সেই চেষ্টা করছে। 
তা’লিমুন নিসা সেই অল্পসংখ্যক পড়ুয়া মানুষগুলোর জন্য আমাদের তা’লিমুন নিসা ব্লগ

যেখানে পাবেন তালিম ক্লাসের নোটস, দ্বীনে ফেরার গল্প, দ্বীনের পথে চলতে জীবনকে সহজ করবে এমন লিখা কিংবা নিজের আত্মিক বা শারীরিক যত্নের বিভিন্ন টিপস !

নিজেকে দ্বীনের পথে নতুনভাবে চাঙ্গা করতে ফলো করুন আমাদের ব্লগ”তালিমুন নিসা সিস্টার্স “

লিংক – https://taleemunnisasisters.wordpress.com/

Shopping Cart