রমাদান ওয়ার্কশপ সিজন ৪ রিভিউ
আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালা অনেক দয়া করে আমাকে ‘রমাদান ওয়ার্কশপ: খুঁজে নিই নিজেকে সিজন-৪’ এর বরকতময় কাফেলায় যুক্ত হওয়ার তাওফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ছিলাম একজন ডুবন্ত মানুষ। দিনের পর দিন অসুস্থ থাকতে থাকতে মানসিকভাবে এতো বেশি অগোছালো হয়ে গেছিলাম, সুস্থ হওয়ার পরও আমল, কাজকর্মের গোছানো রুটিনে আসতে পারছিলাম না। মনে হচ্ছিলো অদৃশ্য কিছু একটা আমাকে বেঁধে রেখেছে। আমি ছুটতে পারছি না। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। ইবাদাতও কেমন প্রাণহীন হয়ে যাচ্ছে দিন দিন। আল্লাহ তায়ালা আমাকে এই ওয়ার্কশপের মাধ্যমে এই অবস্থা থেকে উদ্ধার করেছেন, আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ! এখন আমি সবরের সাথে নিজের যত্ন নিতে পারছি, সময়ের সাথে কাজ ভাগ করে সুস্থিরমতো করতে পারছি। অপছন্দনীয় পরিস্থিতিতে রিঅ্যাক্ট না করে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছি। এর ফলে সম্পর্কগুলোও সুন্দর হচ্ছে ধীরে ধীরে, আমিও মানসিক চাপে পড়ছি না আলহামদুলিল্লাহ। সময়ে বারাকাহ পাচ্ছি। যে কোনো প্রয়োজনে সবার আগে সালাতে ছুটে যাচ্ছি, আল্লাহর কাছে সবর ও আন্তরিকতার সাথে দুআ করে করে মনটাকে শান্ত করছি। নিজের ভুলত্রুটি খুঁজে বের করে সেগুলো মেরামত করার চেষ্টা করছি যত্নের সাথে। কুরআনের সাথে আমার সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে, নতুন যাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে এতোকিছু বলেও শেষ করা যাবে না। নাম রমাদান ওয়ার্কশপ হলেও এটা আমার জীবনে নতুন বাঁক তৈরি করেছে। যেন জীবনে নতুন একটা পথে, নতুন একটা অধ্যায়ে আমিসহ আমার কাফেলার প্রত্যেকেই চলতে শুরু করেছে। ওয়ার্কশপটা এমনভাবেই ডিজাইন করা যে এটা শুধু রমাদান নয়, বরং পুরো জীবনের জন্য আপনাকে ট্রেইন করবে। আল্লাহর প্রিয় হওয়ার পথ চিনিয়ে দেবে। এখন কোর্স ফি হিসেবে ১০০০ টাকা বেশি মনে হতে পারে, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি বোন, ট্রেইনিংটা শেষ করার পর আপনি অবশ্যই আপনার মত পাল্টাতে বাধ্য হবেন। আমার মনে হয়, সারা বছর টাকা বাঁচিয়ে বা ধার করে হলেও যদি ঠিকমতো কোর্সটা করেন, শেষ হলে নিজেই বুঝবেন, এই ব্যবসায় আপনি লাভবানই হয়েছেন। তা-ও না পারলে তা’লিমুন নিসার স্কলারশিপ তো আছেই। এখানে প্রতিটি সিজনই একটা আরেকটা থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। আগের সাথে কোনো মিল থাকে না। এবারই আমি প্রথম যুক্ত হয়েছি। আফসোস হচ্ছিলো আগেরগুলোতে কেন যুক্ত হইনি! ব্যস্ততা তো চিরদিনই থাকবে। এটাই হয়তো আমার জীবনের শেষ রমাদান। আল্লাহর কাছে আর্জি, তিনি যেন প্রতিটি সিজনে আরো অনেক নতুন বোনকে সাথে নিয়ে আমাকে এই বরকতময় কাফেলায় শরিক হওয়ার তাওফিক দেন। আমিন ইয়া রব্বাল আলামীন। 🌸🌸
Afifa Alam Saima
আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে অনেক শুকরিয়া,তালিমুন নিসার সাথে যুক্ত হতে পেরে।তাঁরা এতো সুন্দর করে প্রতিটি ওয়ার্কশপ সাজিয়েছে। যেনো মনে হয় আমার সমস্যা গুলো তারা জানেন।তাদের ওয়ার্কশপ করে আমার সমস্যা গুলো সমাধানের পথ পেয়েছি।আলহামদুলিল্লাহ। এখন,সময় নিজেকে সংশোধন করা।আল্লাহ আমাকে এবং আমার সকল বোনকে ইসলামের পথে কবুল করেনেন।আমিন
Lutfunnahar Lutfah
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ!!
আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহি রব্বিল আ’লামিন!
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার অশেষ মেহেরবানিতে আমি প্রথমবারের মতো তালিমুন নিসা পাঠশালা কর্তৃক আয়োজিত ” রমাদান ওয়ার্কশপ – খুজে নেই নিজেকে, সিজন-৪” ” এ অংশগ্রহণ করার তাওফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ!!!
এই ওয়ার্কশপে এমন কিছু আছে যা কেউ সরাসরি অংশগ্রহণ না করলে কখনোই বুঝতে পারবে না যে, আসলেই এই জিনিস গুলোই আমার দরকার!!!
যদিও এটা রমাদান ওয়ার্কশপ তথাপি এখানে পুরো বছরের খোরাক দেওয়া হয় , যা আমাদের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় ।।।
যারা এই ওয়ার্কশপ টি করেন নি তারা হয়তো ভাবছেন,,,, যে “কি থাকতে পারে এখানে, যে এভাবে বলছে?”””
আপনারা সত্যিই যদি রমাদানের মনি মুক্তো কুড়াতে চান,, নিজেকে খুজে পেতে চান,, আল্লাহর সন্তুষ্টির লক্ষে নিজেকে গুছিয়ে নিতে চান, তবে বলছি এই ওয়ার্কশপ টা করেই দেখুন না কি আছে এতে,,,!!! আশা করি
আপনাদের প্রতিক্রিয়া আরো সুন্দর হবে, ইন শা আল্লাহ।।
আর, তালিমুন নিসা পাঠশালার সকল মেহনতকারী বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই,, আমাদেরকে এভাবে হাতে কলমে শেখানোর জন্য,,
আরো অনেক অনেক অবদান রেখেছেন যার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা ছাড়া কেউ দিতে পারবে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাদের সকলকে কবুল করুন, জান্নাতুল ফেরদৌসের বাগানে কবুল করুন, আমিন ইয়া রব্বাল আ’লামিন।
আফরিনা ইতি
যাজাকুমুল্লাহ তালিমন নিসা পরিবারকে এত সুন্দর কোর্স আনার জন্য।সত্যিই অসাধারণ ছিল সবকিছু।।মাশা আল্লাহ ,আল্লাহ তায়ালা আরো বারাকাহ দিন
আমাতুল্লাহ মানছুরা