Taleemun Nisa

রমাদান ওয়ার্কশপ সিজন ৩ রিভিউ

এই ওয়ার্কশপ শুধু রমাদানের গাইডলাইন না বরং সারা বছরের গাইডলাইন বলা যায়। আল্লাহ তা’আলা তাওফিক দান করুন জয়েন করার৷

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

Halima Tasma

গত ৩ ব্যাচেই করার তাওফিক হয়েছিল আলহামদুলিল্লাহ।
টপ নচ ওয়ার্কশপ ছিল তিন বারই। আল্লাহ উত্তমভাবে কবুল করে নিন
আমিন

annie-spratt-WBpr_yH0Frg-unsplash

Khadija Binte Munsur

আলহামদুলিল্লাহ গত তিনটা সিজনই থাকার সুযোগ হয়েছিলো,আর প্রতিবারই রমাদ্বনটা অন্যরকম কাটিয়েছি আলহামদুলিল্লাহ। এই ওয়ার্কশপটা অন্তত  প্রত্যেকের করা উচিৎ বলে আমার মনে হয়। এত সুন্দর গুছানো, সুবহানাল্লাহ। আল্লাহ তালিমুন নিসাকে আরও অনেক অনেক বারাকাহ দান করুন

jessica-neves-JBQDjJiolwc-unsplash

নুসরাত তিথি

দুইব্যাচে করার তাওফিক হয়েছিল আলহামদুলিল্লাহ।
টাইম ম্যানেজমেন্টের বিষয় গুলো দারূন ছিল। ওভার অল টপ নচ ওয়ার্কশপ ছিল। আল্লাহ উত্তমভাবে কবুল করে নিন
আমিন 

nataliya-solomakha-86nsIu3Vi8o-unsplash

সাহারিয়া নিঝুম

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এত সুন্দর একটি  ওয়ার্কশপে যুক্ত করার তাওফিক দিয়েছেন। নিজেকে কিভাবে প্রোডাক্টিভ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সব কিছু শেখার জন্য এই একটা ওয়ার্কশপই যথেষ্ট ।আলহামদুলিল্লাহ আমি আমাকে চিনতে পেরেছি। এমন ওয়ার্কশপে সবারই যুক্ত হওয়া উচিৎ।।

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

ShahaNaz Khatun

আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দয়ায় “রমাদ্বান ওয়ার্কশপ খুঁজে নিই নিজেকে” এর ২টি সিজন এ থাকার তৌফিক হয়েছে। সুবহানাল্লাহ ক্লাসগুলি সহজ, সাবলীল এবং প্রতিটা টপিক খুব গুছানো। ইন্সট্রাক্টর আপুদের কাজ, বোঝানো, আন্তরিকতা সব ই সুন্দর। মা শা আল্লাহ, বারকাল্লহু ফিকুন্নাহ 

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

Umm Abdullah

আল্লাহ সুবহানু তা’লার অশেষ মেহেরবাণী তিনি এরকম একটি ওয়ার্কশপ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ 🌼🌼🌼নিজের ফিতরাত চিনিয়ে দিলে সে  সেই পথ অতি সহজেই চলতে পারে তা যত কন্টনাকীর্ণ হোক না কেন।  আমৃত্যু যতবারই রমাদান ওয়ার্কশপ হবে ততবারই এই ওয়ার্কশপ করার ও আল্লাহর বান্দা হয়ে থাকার তৌফিক দান করুন।  এবং তালিমুন নিসার টিমকে আল্লাহ তা’লা ভরপুর বারাকাহ দান করুন ও ইখলাসের সাথে কবুল করুন আল্লাহুম্মা আমিন  💞💞💞

jessica-neves-JBQDjJiolwc-unsplash

Amatullah Amatullah

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তালিমুন নিসা কর্তৃক আয়োজিত রমাদান ওয়ার্কশপে এনরোল করতে পেরেছিলাম। একজন মুমিনের জান্নাতের পথে  অগ্রসর হতে এমন একটা ওয়ার্কশপই যথেষ্ট। আপুরা প্রতিটা ক্লাস এতো সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করতো  যেন মৃতপ্রায় অন্তরে সুকুন ফিরে পেতাম। একটু একটু করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুঁজে পাচ্ছিলাম।।  আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন এমন ওয়ার্কশপে প্রতি বার এনরোল করার সুযোগ করে দেন।।

olia-gozha-9A_peGrSbZc-unsplash

Sabikun Nessa

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

আলহামদুলিল্লাহ, সবার প্রথমে আমি আমার মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাকে তা’লিমুন নিসার রমাদ্বন ওয়ার্কশপ “খুঁজে নিই নিজেকে, সিজন-৩” এর অংশ হবার তৌফিক দান করেছেন।
দ্বীনের পথে থাকার চেষ্টা শুরু করেছিলাম বছর নয়েক আগে থেকে। তারপর গত ২-৩ বছর থেকে কিছু সমস্যার মধ্যে দিয়ে সময়কাল অতিক্রম করছিলাম, আলহামদুলিল্লাহ। যার প্রভাব আমার ইবাদতেও পড়েছিল মারাত্মকভাবে।
অনুভব করতাম, আল্লাহর আনুগত্যে ভাটা পড়ে যাচ্ছে, ইবাদাতগুলো ধীরে ধীরে ছুটে যাচ্ছে। এটা ভেবে, প্রচন্ড মানসিক কষ্ট হতো , আমি কি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবোনা…

ওয়ার্কশপ শুরু হবার আগে, আমার এক প্রিয় দ্বীনি বোন, ফাতেমা মুসলিমাহ আমাকে এই ওয়ার্কশপে যুক্ত হবার জন্য বলেন।
আল্লাহ আমার বোনটিকে তাঁর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। তার জীবনকে বরকত দিয়ে ভরিয়ে দিন। দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করুন।

ওয়ার্কশপ শেষে আমি এটাই বলবো, আমার মতো গুনাহগার বান্দা আবার নিজেকে খুঁজে পেতে শুরু করেছে একটু একটু করে। যা কিছু ছুটে গেছিলো সব আবার আঁকড়ে ধরার প্রচেষ্টা শুরু করেছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লহি ওয়া বিহামদিহি। সবটাই আমার রবের অনুগ্রহ।
এই ওয়ার্কশপটা আমার কাছে হীরার চেয়েও দামি। না বরং তার চেয়েও দামি। যা রবের সাথে আমার হারিয়ে যাওয়া সম্পর্ককে পুনরায় জুড়ে দেয়, তার মুল্য দুনিয়ায় কোনো কিছুর সাথে হবে না।

সবশেষে এটাই বলবো, তা’লিমুন নিসায় আমার যে বোনেরা অক্লান্ত খিদমতে লেগে আছেন, আপনাদের সবাইকে আল্লাহর জন্যই ভালবাসি। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। আপনাদের ইলম আরো বাড়িয়ে দিন এবং কাজে আরো বরকত ঢেলে দিন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন।
আমিন।❤️❤️❤️ 

vu-khoi-Xmdh-GuffP8-unsplash

Nabila.Zebq

রিলেশনশিপ ম্যানেজমেন্ট আর প্রোডাক্টিভিটি অংশের ক্লাসগুলো অনেক বেশী রিলেটেবল ছিলো। আল্লাহ বারাকাহ দিন। প্রথম সিজনে শেখা একটা ট্রিক এখনো এপ্লাই করি আলহামদুলিল্লাহ।

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

সানজিদা যাইনাব

আলহামদুলিল্লাহ এবারের রমাদান ওয়ার্কশপ সিজন ৪ এ এনরোল করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ আমি রমাদান ওয়ার্কশপ সিজন ৩ এ এনরোল করতে পেরেছিলাম।রমাদানের প্রস্তুতি যে এত সুন্দর ও গোছালোভাবেও নেওয়া যায় সেটা রমাদান ওয়ার্কশপ সিজন ৩ এ এনরোল না করলে বুঝতেই পারতাম না।দুয়ার ক্লাস, প্রোডাক্টিভিটির ক্লাস,রমাদানের শেষ দশকের প্রস্তুতির ক্লাস গুলো এখনও কানে বাজে।এতো গোছানো ভাবে চিন্তা করা বা প্রস্তুতি নেওয়া কোনোটাই আগে করা হয় নাই যেটা রমাদান ওয়ার্কশপে যোগদান করার পর করেছিলাম।আমার রব যেন এবারেও আমাকে রমাদান ওয়ার্কশপ সিজন ৪ এ উত্তম ভাবে কবুল করে নেন।এবং উত্তম ভাবে আমলে পরিনত করার তৌফিক দেন

olia-gozha-9A_peGrSbZc-unsplash

Suraiya Binte Syed

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা আল্লাহর  যিনি আমায় তালিমুন নিসা র  তলিবে ইলম হওয়ার  তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ ! গত ওয়ার্কশপ আমার  জীবনের  সর্বশ্রেষ্ঠ রমাদান  পালন করতে  ও আমার নিজের  সাথে  নিজেকে  পরিচয়  করিয়ে  নিজের  ভুল গুলো  ধরিয়ে দিয়ে  নিজেকে  খুঁজে পেতে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ  এত নিখুঁত  ও সাবলীল  বাংলায়  এত সুন্দর করে  আমার রবের সাথে  কানেক্ট  করতে যারা এত অক্লান্ত পরিশ্রম করেছেন  আল্লাহ পাক  তাদেরকে  ও আমাদের কে তাদের  অসিলায় কবুল  করুন  আমিন।এত এত সুন্দর  ক্লাস শুধু ১০ টা করে যেন মন ভরে না আমি আরও  অনেক  শিখতে  চাই। আর এটায় হাদয়া অনেক কম , যা শিখিয়েছেন তাতে আমি তো কৃতজ্ঞতা  স্বীকার  করে শেষ করতে পারবো না। যারা ভাবছেন  কি শিখাবে?জানি তো সব তাদেরকে  বলছি রেজিষ্ট্রেশন  করেই দেখেন  নতুন  এক নিজেকে  খুঁজে  পাবেন।আল্লাহ  নেক হায়াত দিন আমার উস্তাদদিগকে।যতদিন  বেচে আছি সবগুলো  সিজনে থাকতে চাই। আল্লাহ আমাদের সকলকে  কবুল করুন। আমিন!

jeff-lowery-9wF7Bm8s5jQ-unsplash

Ahmed Imtiaj

আলহামদুলিল্লাহ। এটা এক ভিন্ন রকমের ওয়ার্কশপ।আমি এখান থেকে আমার অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পেরেছি।ঐ রমাদান আমার কাছে এক অন্যরকমের রমাদান ছিল।আমার ইচ্ছে করে প্রতিটি সিজনে অংশ গ্রহন করতে।আর আপুদের সাথে থেকে আমার মৃত্যু প্রানকে সজীব করতে।

annie-spratt-WBpr_yH0Frg-unsplash

Lutfunnahar Lutfa

দুইটা সিজন করার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। রমাদ্বানকে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য অনেক বড় সাহায্য, ট্রেনিং এবং প্রচেষ্টা। ওয়ার্কশপের শিক্ষাকে কাজে লাগাতে পেরেছি পরবর্তীতে সকল সম্পর্কে আলহামদুলিল্লাহ। আরো শেখার পথ বাকি আছে।

প্রাপ্তির তুলনায় ডিউরেশান এবং ফী টা অনেক কম। কেউ সন্দিহান থাকলে বিনাদ্বিধায় এনরোল করে ফেলবেন প্লিজ! প্রমিস,কোনদিন আফসোস করবেন না ইন শা আল্লাহ।

nataliya-solomakha-86nsIu3Vi8o-unsplash

Zakia Tasneem

আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং মহাব্বতেই তালিমুন নিসার সাথে যুক্ত হওয়া, আমি আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ,
আল্লাহর করুণায় তালিমুন নিসার রমাদান ওয়ার্কশপ” গত দুটি সিজনে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ, প্রথমবার করেই আমি দ্বিতীয়বারের জন্য নিয়ত করেছি, দ্বিতীয়বার করে তৃতীয়বারের জন্য নিয়ত করেছি আলহামদুলিল্লাহ, এটা শুধু রমাদান ওয়ার্কশপ’ই নয় এটা সারা জীবনের ওয়ার্কশপ, দুনিয়া এবং আখেরাতে সফলতার ওয়ার্কশপ, কিভাবে সফলতা অর্জন করতে হয় তালিমুন নিসার আপুরা হাতে কলমে শিখিয়ে দেন, প্রথমবার যখন ওয়ার্কশপ করা হয় আমি সারাটা বছর অপেক্ষা করেছি, কবে আবার ওয়ার্কশপের এলাউন্স হবে, সত্যিই একদম রমাদান থেকে পরবর্তী রমাদান পর্যন্ত, মাঝে মাঝেই আমি তালিমুন নিসা’র বোনদের কথাগুলোকে স্মরণ করতাম, তাদের টন আমার কানে বেজে উঠতো এমন, আমার তখন খুবই কান্না পেতো, আমি খুব বেশি মিস করতাম, আমার বিশ্বাস যারা এই ওয়ার্কশপটি করবে প্রত্যেকেই আমার মতোই দ্বিতীয়বার করার নিয়ত করবে, ওয়ার্কশপ করে মনে হয়েছে ফি টা অনেক কমই, কারন ওয়ার্কশপটি যে সাজানো হয়েছে মনি মুক্তা দিয়ে, যিনি করবেন তিনিই বুঝবেন আশা করি,
আমার ইচ্ছে হয় আমার পরিচিত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রত্যেকে যেন ধরে ধরে তালিমুন নিসার সাথে যুক্ত করি, আমি অনেকটা এমনই করি পরিচিতজনদেরকে যার সাথে আমার একটু সখ্যতা তাকেই আমি তালিমুন নিসার দাওয়াত দেই, তালিমুন নিসার রমাদান ওয়ার্কশপ” করলে লসে যাবেন না ভরপুর পাবেন।

nataliya-solomakha-86nsIu3Vi8o-unsplash

Binte Abdul Matin

আলহামদুলিল্লাহ
      আল্লাহু আকবার
তালিমুন নিসা পাঠশালা সম্পর্কে লিখে বা মুখে বলে শেষ করা যাবেনা এক কথায় অসাধারণ।তালিমুল নিসা পাঠশালা রমাদ্বান ওয়ার্কশপ (সীজন ৩) খুঁজে নিন নিজেকে ফুল অব প্যাকেজ নিয়ে আসছে আমাদের সবার জন্য। আল্লাহর সন্তুষ্টি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি সুদূর আমেরিকা  থেকে যুক্ত ছিলাম।আমার মিষ্টি মধুর আপুদের সাথে কাটানো ১ টা মাস আমার সারা জীবন মনে  থাকবে ইন শা আল্লাহ। আমি আবার ৮/১০ টা মানুষের মত গোছিয়ে সুন্দর করে লিখতে পারিনা।  তার পরও চেষ্টা করতাছি  তালিমুল নিসা পাঠশালা আপুদের জন্য  অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
আল্লাহ ওনাদের অনেক অনেক  বারাকাহ দান 
করুক আর সাথে আমাকেও।
দুনিয়াতে সময় সুযোগ করে আপুদের সাথে দেখা সাক্ষাত না করতে পারলেও সুমহান আল্লাহ কাছে দোয়া করি যেন আমাদের পরকালে এক সাথে জান্নাতে সাক্ষাতকারের সুযোগ করে দেন আমিন।
সব সময় মিস করবো আপুদের। জাযাকাল্লাহু খইরান প্রিয় তালিমুল নিসা পাঠশালার আপুরা।

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

Ameena Khatoon

Shopping Cart