Taleemun Nisa

রমাদান ওয়ার্কশপ সিজন ২ রিভিউ

সুখানুভূতি অনুভূত হত আমার, ইশ তা যদি আমি বলে বোঝাতে পারতাম! যদি লেখায়  ফুটিয়ে তুলতে পারতাম! আমি  নিজেই যদি অভিধান হতাম তাহলে সেই অসম্ভব রকমের নিদারুণ সুন্দর অনুভূতিগুলো তুলে ধরার জন্য ভেতরে গচ্ছিত সমস্ত সুন্দর শব্দ ব্যবহার করতাম! আমি এতটাই আনন্দিত ছিলাম!!!

যাবতীয় প্রশংসা কেবলই মহিয়ান প্রিয় রব্ব আল্লাহর জন্য। যিনি আমার বুকে দান করেছেন  ঈমানের নূর। হৃদয়ে উদ্ভাসিত করেছেন  হিদায়াতের  আলো। এবং অনন্ত অসীম অফুরান  রহমত দিয়ে বেষ্টন করেছেন আমার জীবন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন!

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

তাবাসসুম তুবা

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
তালিমুন নিসা বরাবরই একটা ভালোবাসার জায়গা। তালিমুন নিসা থেকে আয়োজিত প্রত্যেকটা ওয়ার্কশপ,ওয়েবিনার হচ্ছে আল্লাহর রহমত, বরকত ও সুকুনে ভরপুর।আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া মায়া করে তালিমুন নিসার মত একটা দ্বীনি প্লাটফর্ম পাইয়ে দিয়েছেন। তা’লিমুন নিসা  আয়োজিত “রমাদান ওয়ার্কশপ খুঁজে নেই নিজেকে” সিজন ২ এর মত একটা ওয়ার্কশপ করার তৌফিক দিয়েছেন। গত বারের ওয়ার্কশপটা করার তৌফিক হয়েছিলো  আলহামদুলিল্লাহ। তাই এইবারেও এই ওয়ার্কশপের তৃষ্ণা টা ছিলো।এই ওয়ার্কশপটা আমাকে নিজেকে চিনতে এবং জানতে শিখিয়েছে। সত্যিকার আমাকে খুঁজে পাওয়ার মতই একটা ওয়ার্কশপ। আল্লাহকে চিনতে সময় লেগেছিলো ২১ টা বছর!২০২১ সালের রমাদ্বনের অল্প সময় আগেই আমি আল্লাহকে অল্প অল্প করে জানতে শুরু করি কিন্তু যখন রমাদ্বান এসে গেলো অনেক অজানা বিষয় জানার জন্য, প্রোডাক্টিভলি রমাদ্বন কিভাবে কাটাবো কিছুই বুঝতে পারছিলামনা।অনেক দ্বীনি বোনের সোহবত পেয়েছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু জড়তা আর ভয় থেকে কাউকে কিছু বলতে পারতামনা।কিছু বোন আপন করে নিয়েছিলো কিছু কিছু বিষয়ে ওনাদের সহযোগিতা পেতাম আবার অনেকে অপমান করে দিতো বেসিক বিষয়গুলো জানিনা বলে। ২০২১ এর রমাদ্বন এলো আবার চলেও গেলো, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। কস্ট পাচ্ছিলাম কি করলাম একটা মাসে! আমাকে কে শিখাবে! কিভাবে আমি আগামী দিনগুলো আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কাটাবো। আল্লাহর কাছে শুধু দোয়া করতাম হে আল্লাহ! আমাকে এমন সোহবোত মিলিয়ে দিন, যেটা আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন এর মাধ্যমে বাকী জীবন চলতে শিখাবে।  আল্লাহ এই পাপী বান্দীর দোয়াটা কবুল করে নিলেন আলহাদুলিল্লাহ।২০২২ এর রমাদ্বন আসার অনেক আগেই আমি তালিমুন নিসার মত এত বড় নিয়ামাহ্ পেয়ে যাই,বোনদের আলোচনা শুনার তৌফিক হয় আলহামদুলিল্লাহ।এত প্রেক্টিসিং আর ডিসেন্ট একটা প্লাটফর্ম সুবহানআল্লাহ, বারাকআল্লাহু ফিক।এর পরেই এই ওয়ার্কশপ🤍

annie-spratt-WBpr_yH0Frg-unsplash

Student

আল্লাহু আকবর
আল্লাহু আকবর
আল্লাহু আকবর
গত রমাদ্বানটা আলহামদুলিল্লাহ এই ওয়ার্কশপের উছিলায় অনেক উত্তম ভাবে কাটিয়েছি।এবং চেয়েছি এই ওয়ার্কশপটা যেনো আবার করার তৌফিক হয়।
কবুলিয়্যাতের মালিক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ্।
এই ওয়ার্কশপ আমাকে নতুন উদ্যমে নিজের জীবনকে আখিরাতের জন্য গুছাতে শিখিয়েছে। খুবই সময় উপযোগী ছিলো টাস্ক গুলো ছিলো সুবহানাল্লাহ। রমাদ্বন ওয়ার্কশপ আমাদেরকে প্রত্যেকটা ক্লাস হাতে কলমে শিখিয়েছে কিভাবে শুধু রমাদ্বানে নয় বরং পুরো জীবন একজন প্রডাক্টিভ মুসলিমাহ্ হয়ে কাটানো যায়। পরিবার এবং আত্নীয়সজনের হক্কের ব্যপারেও ওনারা সচেতন করেছেন।প্রতিটা দারসে এমন অনেক কিছু শিখিয়েছেন যেগুলো দ্বীনের পথে চলাকে আরো সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ব্যপার এত নিখুঁত করে বুঝিয়েছেন এবং শিখিয়েছেন। সুবহানাল্লাহ্!
এটা এমন একটা ওয়ার্কশপ যেটা ফুল প্যকেজে তৈরি এবং সেটা রমাদ্বনের ২ মাস আগে অর্থাৎ তালিমুন নিসা বীজ বপনের মাস(রজব) থেকে প্রডাক্টটিভলি সব কিছু শুরু করতে শিখিয়েছে, যেটা সাধারনত করতে দেখা যায় না অন্য প্লাটফর্ম গুলোতে।অন্য সব ওয়ার্কশপ গুলো সাধারনত রমাদ্বনের অল্প আগেই হয়ে থাকে।
এই একটা ওয়ার্কশপ করলে আর কোনো ওয়ার্কশপ করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।
আমার বোনদের ধরে ধরে যদি ওয়ার্কশপটা করাতে পারতাম! আল্লাহু আকবর।
কবুলিয়্যাতের মালিক ওয়ার্কশপে থাকা আমাদের সকল বোনকে, পুরো তালিমুন নিসা টিমকে, যারা আদর আদর করে  ক্লাস গুলো করিয়েছেন,মনে হতো যেনো ছোট বাচ্চাদের পড়াচ্ছেন,আর হাত ধরে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ। সবাইকে কবুল করে নিন।
প্রত্যেক বছর রমাদ্বান ওয়ার্কশপ চাই তালিমুন নিসার কাছে।

jessica-neves-JBQDjJiolwc-unsplash

নুসরাত জাহান তিথি

অনলাইনে অজস্র ওয়ার্কশপের ভীড়ে রমাদ্বন ওয়ার্কশপ – খুঁজে নিই নিজেকে (সীজন -2), এই ওয়ার্কশপটিতে এটেন্ড করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

গতবছর ও এই ওয়ার্কশপে ছিলাম, কিন্তু এবছর আরো গোছানো মনে হয়েছে। আলহামদুলিল্লাহ প্রতিটা ক্লাস এর প্রেজেন্টেশন, আপুদের বাচনভঙ্গি, গাইডলাইন সবকিছু অনেক আন্তরিক ছিল। বার বার মনে হচ্ছিল আমার পরিচিত সব বোনদের যদি এই ওয়ার্কশপে নিয়ে আসতে পারতাম।

এই ফিতনার জামানায় নিজেকে হারিয়ে ফেলছিলাম💔। নিজের ঈমান আমলে গাফিলতি চলে আসছিল, সময়ে বারাকাহ হারিয়ে ফেলছিলাম, কোনো কাজে ধারাবাহিকতা ছিল না, আবার যেন একটু একটু করে খুঁজে পাচ্ছি।

ওয়ার্কশপের শেষ দিন খুব খারাপ লাগছিল, রমাদান চলে যাবার সময় যেমন জানান দিতে থাকে আমি চলে যাচ্ছি তোমরা তোমাদের ঈমান আমলের যত্ন নিও, আপুরাও যেন এভাবেই মনে করিয়ে দিচ্ছিলেন যে, আমরা যেন ঈমানের পথে দৃঢ় থাকি💖💞
তা’লিমুন নিসা পাঠশালা  পেজে যতবার আপুদের কিছু জিজ্ঞেস করেছি আপুরা শত ব্যাস্ততার মাঝেও উত্তর দিয়েছেন।
যতবার ভেবেছি নিজের কাজের ব্যাস্ততায় কিভাবে সবকিছু মেনেজ করব, আপুরা বার বার উৎসাহ দিয়েছেন, প্রয়োজনে কঠোর হয়েছেন, নিজেকে খুঁজে পেতে সাহায্য করেছেন💝
আল্লাহ তালা তালিমুন নিসার সকল বোনকে কবুল করে নিন। আমিন।  🤲

nataliya-solomakha-86nsIu3Vi8o-unsplash

Student

অনলাইন এ  অজস্র কোর্সের ভিড়ে আমি তা’লিমুন নিসা কে অনেক প্রাধান্য দেই.
আগে যখন জাহিলিয়াতের মধ্যে ছিলাম (আল্লোহুম্মাগফিরলি) নিজেকে পরিবর্তনের চেষ্টা করছিলাম কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছিলাম না  তখন আমার এক খালামণি Shahanaz Yeasmin Ummal আমাকে তা’লিমুন নিসার পেইজ এ এড  করিয়ে দেন. আমাকে খুব উৎসাহ দিতেন.  এখন এই খালামণির উছিলায় তা’লিমুন নিসায় এড হবার পর নিজেকে একটু ইমপ্রুভমেন্ট অবস্থায় দেখলে আলহামদুলিল্লাহ্ আমি খালামণির জন্য মন ভরে দুয়া করি.আল্লাহ্‌ সুব’হানাহু ওয়া তা’য়ালা আমাকে খালামণির জন্য ছ্বদাকাতুল জারিয়াহ্ হিসেবে কবুল করে নিক .আমিন. আমি তা’লিমুন নিসায় অনেকগুলো কোর্স করেছি আলহামদুলিল্লাহ্. রমাদ্বন ওয়ার্কশপ সিজন ১,রমাদ্বন ওয়ার্কশপ সিজন ২, আস সিয়াম ওয়াজ যাকাত, রুকইয়াহ শারয়ীয়াহ. আলহামদুলিল্লাহ্. তারপর এটাই একমাত্র পেইজ যেখানে প্রতিদিন তা’লিম খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে হয় যা আমাদের চেইন্জ হবার ইচ্ছাকে কাজে রুপান্তরিত করতে অনেক সাহায্য করে. নিসা টিমের বোনেরা খুব মেহনত করে আমাদেরকে শিখাতে.  আমাদের প্রস্তুত করে দেয়. আলহামদুলিল্লাহ্.

রমাদ্বন ওয়ার্কশপ খুঁজে নেই নিজেকে সিজন ২ যেভাবে আমার নিজেকে খুঁজে পেতে সাহায্য করেছে- আমি যখন রমাদ্বন ওয়ার্কশপ খুঁজে নেই নিজেকে সিজন ১ করি তখন আমার খুব উপকারে দিয়েছিলো. অন্যান্য রমাদ্বন এর থেকে সেই রমাদ্বন টা আমার তুলনামূলক ভালো কেটেছিলো আলহামদুলিল্লাহ্. তা’লিমুন নিসার গুছিয়ে দেয়া আমল এবং শিখিয়ে দেয়া আদব রক্ষা করেছি. তারপর ক্লাস এ নিজের অবস্থান নির্ণয় করে তা ডেটক্স করার ওয়ে জেনেছি আলহামদুলিল্লাহ্.

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

Faria Zannat

বিসমিল্লাহ,

আমার জীবনের বড় এক নিয়ামত এর নাম তা’লিমুন নিসা , ভালোবাসার  “তা’লিমুন নিসা”,রবের এক বিরাট অনুগ্রহ।আলহামদুলিল্লাহ। ফিত্নাময় এ দুনিয়াতে জীবনের খুব বিক্ষিপ্ত আর এলোমেলো একটা সময়ে যখন অন্তর টা ছিল তীব্র তৃষ্ণার্ত ঠিক এমনি এক সময়ে “তা’লিমুন নিসা” আমার জীবনে এসেছে তৃষ্ণা মেটাবার শীতল পানি হয়ে ।আলহামদুলিল্লাহ। যে বোনের মাধ্যমে ” তা’লিমুন নিসা”,কে পাওয়া আল্লাহ উনাকে অনেক অনেক উত্তম জাঝা দান করুন।

আর “তা’লিমুন নিসা”র রমাদান ওয়ার্ক শপ মানেই অন্যরকম কিছু, বিশেষ কিছু।আমার  সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ “তা’লিমুন নিসা”, কর্তৃক আয়োজিত “রমাদান ওয়ার্কশপ- খুঁজে নেই নিজেকে” – সিজন ১ এ অংশ নেয়ার। এবং এই ছোট্ট একটা ওয়ার্কশপ এর সুফল আমি শুধু রমাদান নয়,বছর জুড়েই পেয়েছি আলহামদুলিল্লাহ ।আমি গুছিয়ে রুটিন মেনে চলতে পারতাম না একদম। দ্বীনের কাজ করতে গেলে দুনিয়ার কাজ এলোমেলো আবার দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি তো দ্বীনের কাজের আর খোঁজ নেই।একটা নিয়েই পরে আছি। কিন্তু ওয়ার্ক শপটা করার পরে নিজেকে আসলেই নতুন করে খুঁজে পেয়েছি, আমাতুল্লাহ হাঁটতে শুরু করেছে নতুন উদ্যমে ,আল্লাহ বারাকাহ দিন।আলহামদুলিল্লাহ্। তারপর থেকে মুখিয়ে ছিলাম যে সামনে আবার কবে ওয়ার্কশপ হবে।আমি কোনো ভাবেই মিস করতে চাচ্ছিলাম না।কারণ আমি জানি আমি কি অমূল্য সম্পদের সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ। আর মনেপ্রাণে এটাও চাচ্ছিলাম যে গতবার তো বুঝতে পারিনি কিন্তু এবার আমার কাছের মানুষদের যাকেই সম্ভব ওয়ার্কশপ টা করার অনুরোধ করবো , উৎসাহ দিবো যাতে তারাও এটা মিস না করে।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাওফীক দিয়েছিলেন “রমাদান ওয়ার্কশপ – খুঁজে নেই নিজেকে- সিজন ২” তেও অংশগ্রহণ করার।আমার বড় বোন এবং মা ও অংশ নিয়েছিলেন আলহামদুলিল্লাহ।
আর সুবহানআল্লাহ!!! এবার তো এতটা আশাও করিনি।( নিজের সংশোধনের জন্য) অল্পের মধ্যে পুরা একটা প্যাকেজ।আলহামদুলিল্লাহ।যা চাচ্ছিলাম সেটাও আছে যা আশা করিনি সেটাও।আলহামদুলিল্লাহ।এত গুছানো পরিপাটি  সবকিছু আর অন্তর ছোঁয়া উপস্থাপনা মা শা আল্লাহ, বারাকাল্লাহু ফিকুন্না।যতদিন ওয়ার্কশপ করেছি মনটা এত ফুরফুরে লেগেছে , মনে হচ্ছিল ঈমানের বাতাসে  মন ভেসে চলেছে। অন্তরে ঈমানের বসন্ত চলেছে আলহামদুলিল্লাহ।আপুদের কথা গুলা থেকে মনোযোগ সর তো না একদম আর কথা গুলা অন্তরে খুব লাগতো। সুবহানআল্লাহ। ওয়ার্কশপ এর শিক্ষা থেকে আমি হাদিস গুলাকে কুরআন এর আয়াত গুলোকে নিজের বাস্তব জীবনের সাথে মিলাতে শিখেছি।কিভাবে নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করবো, প্রয়োগ করবো তার বাস্তব শিক্ষা। শুধু নিয়াত কে কাজে লাগিয়ে কিভাবে আমি আমার ২৪ঘন্টাকে ইবাদাতে পরিণত করতে পারি, নিজের ছোট ছোট আমল কে অনেক ওজনদার বানাতে পারি, নিজের মন কে ময়লা মুক্ত করবো কিভাবে, দুনিয়ার জীবনের ৫টা মিনিটের কি গুরুত্ব সেটা অনুধাবন , জীবন্ত যিকির যা কিনা অন্তর প্রশান্ত করে , জীবন্ত দোয়া যা কিনা আল্লাহর সাথে আরো কানেকটেড করে , সালাত এবং কুরআন কে কিভাবে অন্তরের শীতলতা বানাতে পারি, কিভাবে রাগ ম্যানেজ করব, কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে নিজের সব কাজ গুছাব, নিজের কাছের দূরের মানুষদের হক কিভাবে আদায় করবো, ফিতনার এ জামানায় কিভাবে নিজেকে দ্বীনের সাথে শক্ত ভাবে জুড়ে রাখবো এবং না রাখলে কি হতে পারে , সুন্নাহ একমাত্র অপশন, এসব সবকিছু মনে গেঁথে গেছে আলহামদুলিল্লাহ।আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমল করার তাওফীক দিন। আসন্ন রমাদানের স্বাদ যেনো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে আস্বাদন করান। অন্য বোনদের কেও  আমি আহ্বান জানাবো পরবর্তীতে “তা’লিমুন নিসা”,র কোনো ওয়ার্ক শপ হলে মিস না করতে ।আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দিন তার দ্বীনের কাজের সাথে লেগে থাকার। “তা’লিমুন নিসা”, র সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ভরপুর বারাকাহ দিন, সব বোনের সব প্রচেষ্টা কে আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম ভাবে কবুল করে নিন। আমীন।
তা’লিমুন নিসা পাঠশালা

olia-gozha-9A_peGrSbZc-unsplash

Student

এই রমাদ্বন ওয়ার্কশপ থেকে আমি নিজের ভাবনার চেয়েও বেশি কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। এই ওয়ার্কশপ আমায় জীবনের দিকে তাকিয়ে গভীরভাবে মুহাসাবা (নিজের কর্মের হিসেব-নিকেশ) করতে শিখিয়েছে৷ নিজের জীবনের ভুলগুলো পয়েন্ট আউট করতে শিখিয়েছে, তা থেকে উত্তরণের বিভিন্ন সুন্দর উপায় বাতলে দিয়েছেন ইন্সট্রাক্টর আপুরা। বাতলে দিয়েছে বললে ভুল হবে, বলা উচিৎ হাতে কলমে প্র‍্যাক্টিস করিয়েছে আলহামদুলিল্লাহ। নিজের অগোছালো অভ্যেস, সময়, আমাল সবকিছুর সুন্দর দিকনির্দেশনা দিয়েছেন। একটুও ভুল বলবোনা, রমাদ্বন ওয়ার্কশপের এই এক মাস মনে হচ্ছিল জান্নাতী আবহের মধ্যে ছিলাম। কতটা সুকুন অনুভব হচ্ছিল। আহ! প্রতিটা দিনই যদি এমন হত, চলতেই থাকত আর কখনো শেষ না হত। আপুদের প্রতিটা কথায় কি এক মায়া, আদর, আশা। সুবহানাল্লাহ। আল্লহ কবুল করুন আমিন।

এই ওয়ার্কশপ আমার জীবনের অনেক বড় একটা রহমত। আলহামদুলিল্লাহ। আমি চাই আমার প্রতিটা বোনও এই রহমতের স্বাদ থেকে বঞ্চিত না হোক। আল্লাহ তায়ালা যদি তাওফিক দেন আর আগামী রমাদ্বন পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমি অবশ্যই আমার বোনদের এই ওয়ার্কশপ করার জন্য রেকমেন্ড করব। আমি জানি, আমার অনেক বোনেরা জীবনের উথাল পাথাল পরীক্ষায় ক্লান্ত শ্রান্ত হয়ে দিগ্বিদিক খুঁজে ফেরে রব্বের রহমত আর প্রশান্তি। আমি কেনো আমার বোনদের এমন কোনো প্রশান্তির সন্ধান দিবোনা যেখানে তারা রব্বের রহমতে সিক্ত হবে আর নিজের জীবন নিয়ে গভীরভাবে উপলব্ধি করার একটা সুন্দর পরিকল্পনা পেয়ে যাবে? আমি কেনো চাইবো না দরজায় কড়া নাড়তে থাকা রমাদ্বনটা আমার বোনেরা সাদরে উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করুক আর নিজেদের গুনাহগুলো থেকে পাকসাফ হয়ে সবাই মিলে রব্বের ক্ষমা পেয়ে জান্নাতের দিকে এগিয়ে যাই? আমি অবশ্যই আমার বোনদের এই ওয়ার্কশপ সাজেস্ট করব ইন শা আল্লহ।

এই রমাদ্বন ওয়ার্কশপে আমি একটা গোছানো সুন্দর দিকনির্দেশনা পেয়েছি। আলহামদুলিল্লাহ। জানিনা নিজের জীবনে কতটুকু তা বাস্তবায়ন করতে পারছি। তবে চেষ্টা করে যাচ্ছি। এই ওয়ার্কশপ আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আলহামদুলিল্লাহ। এক মাস আগের আমি আর ওয়ার্কশপের একমাস পরের আমি একদম ভিন্ন। যেনো তালিমুন নিসা আপুরা আমায় ছাঁচে ঢেলে সম্পূর্ণ নতুন করে সাজিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই ওয়ার্কশপ করার পর আমি উপলব্ধি করেছি, ‘আমি তো রব্বের আমাতুল্লাহ। আর রব্বের আমাতুল্লাহর জীবন যেন তেন হয়না। একজন আমাতুল্লাহর একটা ফিক্সড গোল থাকে আর সাজানো পরিকল্পনা থাকে। আর আমাতুল্লাহ বোকা হয়না, সে সময়ের অপচয় করেনা। প্রতিটা মুহুর্তেই  রব্বের সন্তুষ্টি খুঁজে ফেরে।’ এবার রমাদ্বনে আমি নিজেকে আমার রব্বের আমাতুল্লাহ হিসেবে গড়ে তুলতে চাই, যে কি না তার রব্বের পূর্ন আনুগত্য করে। ওয়ামা তাওফিক্বী ইল্লাহ বিল্লাহ।

jeff-lowery-9wF7Bm8s5jQ-unsplash

Student

Shopping Cart