প্রোডাক্টিভ জিলহজ্জ চ্যালেঞ্জ রিভিউ
আলহামদুলিল্লাহ।আল্লাহর নিকট অগনিত শুকরিয়া যিনি আমাকে এই উওম কাফেলার যাএী হিসেবে কবুল করেছিলেন।আল্লাহ চেয়েছিলেন বলেই সম্ভব হয়েছিলো নাহলে আমার কোনো ক্ষমতাই ছিলো না এতো উওম এবং বরকতময় কাফেলায় যুক্ত হওয়ার।
আমাদের ঈমান প্রতিনিয়তই উঠানামা করতে থাকে।ইবাদতে কখনো অন্তরে সুকুন মিলে আবার কখনো হটাৎ করেই কোথায় যেনো হারিয়ে যায়।বেশ কিছুদিন যাবৎ অন্তরের হালত কেমন যেনো অস্থির ছিলো কিছুতেই যেনো প্রশান্তি মিলছিলো না।প্রশান্তির খোঁজে রবের নিকট ছুটে যেতাম আর চাইতাম, কোথায় মিলবে প্রশান্তি দয়া করে একটু ব্যবস্থা করে দিন,ইয়া রব্ব!আলহামদুলিল্লাহ!অতঃপর আল্লাহ তালিমুন নিসার ১২ দিনের যুলহিজ্জার এই উওম কাফেলায় যুক্ত করে দিলেন।আল্লাহ অন্তরে প্রশান্তি মিলিয়ে দিলেন।মনে হচ্ছে কী যেনো হারিয়ে আবার ফিরে পেয়েছি।ঠিক যেনো মুরুভূমিতে হারিয়ে যাওয়া সেই উট ফিরে পাওয়ার মতোই। আলহামদুলিল্লাহ!আলহামদুলিল্লাহি কাছির।
তালিমুন নিসার প্রোভাইড করা প্রতিটা স্টেপ এতো সাজানো গোছানো যথারীতি বরাবরের মতো আলহামদুলিল্লাহ।তন্মোধ্য প্রতিদিনের চেকলিস্ট ট্র্যাকিং এতোটা জোড়ালোভাবে আমলের সাথে লেগে থাকার সুযোগ করে দিয়েছিলো ঠিক যেনো আঠার মতোই,আলহামদুলিল্লাহ।বার বার রিমাইন্ডার দিতো এবং মার্কিং করতেও অনেক ভালো লাগতো, আলহামদুলিল্লাহ।
১২ দিন শেষে এসে আমি দেখতে পাচ্ছি আমার আমল এবং আখলাকে অনেক পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ।আওয়াল ওয়াক্তে স্বলাতের প্রতি যত্নবান হতে শিখিয়েছে,সুন্নাহের সাথে লেগে থাকা শিখিয়েছে,কুরআন এবং ইলমের সাথে লেগে থাকা শিখিয়েছে,গুনাহ থেকে দুরত্বে থাকা শিখিয়েছে,কথার সংযমতা শিখিয়েছে,আল্লাহর নৈকট্য হাসিলের সুযোগ করে দিয়েছে,যেনো পুরো একটা প্যাকেজই মিলিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ।
সবমিলিয়ে এই জার্নিটা অনেক সুন্দর এবং বারাকাহপূর্ন ছিলো আলহামদুলিল্লাহ।এটা এমন এক কাফেলা ছিলো যে,ব্যবসায় লাভবান করে নীড়ে ফিরিয়েছে আলহামদুলিল্লাহ।এমন কাফেলা বার বার চাই ইন শা আল্লাহ।
আবারও আল্লাহর প্রতি অসংখ্য শুকরিয়া জানাই এবং শুকরিয়া জানাই তা’লিমুন নিসাকে এবং তা’লিমুন নিসা টিমকে যারা এতোদিন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন।জাঝাকুমুল্লাহু খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ।🌻
আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন।সকলের নেক আমলগুলো কবুল করে নিন।আমাদের উপর রাজি,খুশি হয়ে যান এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন।
Maliha Mehu
Roll: PZP25010152
💞আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ💞
🕋আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জানাই,যে তিনি আমায় #তালিমুন নিসা পাঠশালা কর্তৃক আয়োজিত #প্রোডাক্টিভ জিলহজ্জ প্ল্যান এ ১২ দিনের চ্যালেন্ঞ্জে যুক্ত হওয়ার তৌফিক নসীব করেছেন।
আলহামদুলিল্লাহ ❣️
আলহামদুলিল্লাহ ❣️
আলহামদুলিল্লাহ ❣
🕋এই কাফেলায় যুক্ত হতে পেরে আমি আল্লাহর প্রতি এতটাই কৃতজ্ঞ যে বললে অনেক বেশিই কম হয়ে যাবে। আল্লাহ আমাকে দয়া করে,মায়া করে যে ১২ টা দিন আমল করার জন্য সুযোগ করে দিয়েছেন,এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে….??? বাকি জীবন যেন এভাবেই আল্লাহ’র পছন্দের বান্দি হয়ে থাকতে পারি,এটাই দুআ করি।
🕋কাফেলায় যুক্ত হওয়ার আগে ভেবেছি নামাজ,কুরআন,রোজা,তাসবিহ,তাহলীর,দুআ তো করবোই,প্রতিবার যেমন করি।
কিন্তু যখনই এই কাফেলার খোঁজ পেলাম, এক মুহূর্ত ও দেরি করিনি আলহামদুলিল্লাহ, জয়েন হয়েছি আর দুআ করেছি যেন প্রতিটি পদক্ষেপ সুন্দরভাবে করতে পারি।আর আলহামদুলিল্লাহ, ১২ দিন পর যখন #চেকলিস্ট টা দেখলাম,নিজের মাঝে খুব প্রশান্তি অনুভব করলাম যে আল্লাহ চেয়েছেন বলেই আমি প্রতিটি আমল ধরে ধরে সুন্দরভাবে করতে পেরেছি।
🕋এই চ্যালেন্ঞ্জ আমাকে আমলের সাথে লাগিয়ে রাখতে যেভাবে হেল্প করেছে – আমি #চেকলিস্টের প্রতিটি আমলের জন্য নিজের মাঝে একটা সময় নির্ধারণ করেছি আলহামদুলিল্লাহ। যার জন্য এই #প্রোডাক্টিভ জিলহজ্জ প্ল্যান আমাকে আমল করার জন্য অনেক সহযোগিতা করেছে,বিশেষ করে #খদিমাহ আপুদের বানানো #চেকলিস্ট আর #নোটিশ এন্ড ম্যাটেরিয়ালস গ্রুপ টা সারাক্ষণই আমাকে এলার্ট করেছে আমল করার জন্য।তাই খুব সহজ হয়েছে আমল করতে বিশেষত #তালিমুন নিসা পাঠশালার কারণেই এতটা উপকৃত হলাম।
🕋আত্নিক/আখলাকের/আমলের দিক পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক।#এডমিন আপৃরা এত সুন্দর করে সিস্টেম টা সাজিয়েছেন আমি যেসব বিষয় গুলো আগেও আমল করতাম যদিও,তারপরও আকাশের দিকে তাকিয়ে দুআ করা,দ্বীনি মজলিসে বসা,বই পড়া ইত্যাদি ইত্যাদি প্রতিটি আমলই ছিল নিজের আত্নাকে শুদ্ধ করার জন্য যথেষ্ট।আমি এই ১২ দিনে দেখেছি যে গীবত একেবারেই করা হয়নি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সারাজীবনের জন্য কবুল করুন আমিন🤲
🕋কাফেলার সাথে পথ চলতে গিয়ে আমার অনৃভূতি এমন হয়েছে- যদি এই আমলের #চেকলিস্ট টা আপুরা সারাজীবনের জন্য দিয়ে রাখতেন,আর আমাদের কে বার বার নোটিশ দিতেন, তাহলে হয়তো নিজেকে সারাজীবনের জন্য আমলের সাথে লাগিয়ে রাখতে পারতাম।এত বেশি মনে সুকুন কাজ করেছে যে হৃদয় প্রশান্তিতে ভরে গিয়েছিল। পবিএ একটা সময় কাটিয়েছি,চোখের পানি আর প্রশান্ত আত্মায় ভরপুর ছিল ১২ টা দিন।
ঐ সকল আপুদের জন্য হৃদয় থেকে #জাযাকিল্লাহ জানাই,যারা আমাদের জন্য এতটা মেহনত করেছেন,আমলে সাহায্য করেছেন🤲
🕋সব শেষে বলবো, আল্লাহর কাছে চাই এই পুরো কাফেলাবাসী যেন এক সাথে জান্নাতের পরম সুখের উদ্যানে এক সাথে ঘুরে বোড়াতে পারি,আমিন।
💞সবাই দুআ করবেন,ভূল এুটি ক্ষমা করে দিবেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ 💞
Alhamdulillah ✅💚
Pilu Momtaj Khanam
Roll: PZP25010217
Assalamu Alaikum
Alhumdulillah ya Rahman ya rahim…apnake onek shukriya gyapon korsi ei uttom ekti kafelai jukto korar jonne…onnk valo r shanti kaj korse ontore etodin ek shate talimun nesar ei productive challenge er shohobot a thakte pere.
Kokhon o evabe serious hoye timely Allahor ebadat, Quran tilwat, miswaq etc etc kora hotona…ei kafelate regular reminder kore dewa hoto plus checklist a mark korte hoto bidai proper vave shob kora hoto…nd Alhumdulillah eta ekta regular e nijer amol a hoye geche..
Dua korsi jate shob shomoi e baki jibontai erokom same vabei shob ebadat amol jeno lagatar kore jete pari..
Ami amar baki jibonta teo ami amr akhlak amol shob evabei in Shaa Allah cesta korbo…
Onnk onnk Shukriya Talimun nesa k ei shundor ekti jilhajj challenge attend koranor jonno…
In Shaa Allah next yr beche thakle again lorle again join hobo…
Jannatul Nayem
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার তো কোন শেষ নেই। আল্লাহ যদি না ইচ্ছে করতেন তবে আমি তো এখানে যুক্ত হতে পারতাম না। এককথায় যদি বলি, আল্লাহ আমাকে ঘাড় ধরেই এখানে যুক্ত করেছেন।
আমি আল্লাহর অনেক গাফেল একজন বান্দী। কাফেলায় যুক্ত হওয়ায় আমি এই ১০ দিনের আমলের একটা গাইডলাইন পেয়েছি যা শুধু এই ১০ দিনের জন্যই নয় বরং সবসময় এর জন্যই আমার অনেক দরকারী। এখানের গাইডলাইন আমাকে প্রতিদিন একটা মিনিমাম আমলের অন্তত ধারনা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি কখনো এমন কোন কাফেলায় এর আগে যুক্ত হইনি। তাই সত্যিই এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিলো।
আমি নিজে সবকিছুকে যদিও তেমন ভালোভাবে করতে পারি নাই তবু্ও আলহামদুলিল্লাহ কাফেলার গাইডলাইন থাকায় সারাদিন একটা চিন্তা মাথায় থাকত যে এটা এটা করা লাগবে।
এখন থেকে আর এক্সট্রা কিছু না হলেও এগুলো করার চেষ্টা অবশ্যই থাকবে।
কাফেলাকে খুব মিস করব। এই ১০ দিন একটা তাগাদা ছিল যে সবাই এগিয়ে যাচ্ছে আমি ত পড়ে আছি পিছনে। আরেকটু চেষ্টা করি কাফেলার সাথে থাকার। এই করতে করতে ১২ দিন চলে গেল। কাফেলায় যুক্ত না হলে অনেক আমল ই হয়ত করা হত না। আপনাদের উসিলায় আল্লাহ আমাকে আমলগুলো করিয়ে নিয়েছেন যেহেতু আমি বিশ্বাস করি তিনি নিশ্চয়ই আমাকে উনার প্রিয় বান্দী বানাতে চান৷ আমার আখলাককে সংশোধন করতে চান।
আল্লাহ যেন আমাকে এমন আরো কাফেলায় যুক্ত হওয়ার তৌফিক দেন। সামনে থেকে যারা জান্নাতের পথে ছুটে চলতে সাহায্য করেছিলেন আল্লাহ তাদের সবাইকে কবুল করে নিন। আমিন। আমি দোয়া চাই আমি যেন আপনাদের গাইডলাইন কে ফলো করে নিজের আমল আখলাককে আরো উন্নত করতে পারি।
সামসুন নাহার
PZP 25010098
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আলহামদুলিল্লাহ “প্রোডাক্টিভ জিলহজ্জ চ্যালেঞ্জ ” এর একটা অংশ হওয়ার আল্লাহ পাক আমাদের তাওফিক দিয়েছেন। এজন্য আমি রব্বুল আলামীন এর প্রতি কৃতজ্ঞ।আর তালিমুন নিসা র প্রতিও।আললাহ পাক এই চ্যালেঞ্জ এর মাধ্যমে আমার আমলগুলোকে একটা নিয়মিত আয়োজন করে করার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা এর জন্য বিশেষ যত্ন নিয়ে আমাদের মত গাফেল বান্দিদের নিয়ে পথ চলার দুঃসাহসিক নাবিকের কাজ করেছেন। এজন্য অন্তর থেকে দুআ রইল । বারাকাল্লহু ফি কুন্না।আমরা যেন সকলেই আমলের সাথে এভাবেই লেগে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করুন আমিন।
সুমাইয়া খান জুই
Roll: PZP25010166
বিসমিলল্লাহির রহমানির রহিম
* প্রোচাক্টিভ জিলহজ্জ্ব চ্যালেঞ্জ ১২ দিন… পরিচালনায়… তা’ লিমুন নিসা *
সমস্ত প্রশংসা মহান রব্বরের জন্য যিনি অনুগ্রহ করেছিলপন বলেই এই সুবর্ন সুযোগ টা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালাম প্রিয় নবী ( স) এর উপর।
এই কাফেলায় যুক্ত হতে পেরে আমি আবার কৃতঙ্গতা প্রকাশ করছি রহমানে দরবারে আলহামদুলিল্লাহ।
* বেদুঈন অবস্থায় এই কাফেলায় যুক্ত হয়ে আমি অনেক কিছু শিখেছি + অনেক কাজে নিয়মিত হওয়ার চেষ্টা করেছি যা আগে করা হতো না
মেশওয়াক, নিয়মিত সাহিত্য অধ্যয়ন, আসরের সুন্নাহ সহ অনেক কাজই।
এই চ্যালেঞ্জ আমাকে অলসতা থেকে টেনে এনে কিভাবে উদ্যমি হয়ে আল্লহর রহমাহ কুড়ানো যায় তাই শিখিয়েছে, এখন মহান রব্বের কাছে আর্জি তিনি যেনে মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তুুষ্টিময় কাজ করান।
* এতো সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য তা’ লিমুন নিসা কর্তৃপক্ষের জন্য মন থেকে অনেক অনেক দোআ এবং ভালোবাসা রইলে।
আল্লহ আপনি তা’ লিমুন নিসাকে বারাকাহ দিন, তাদের এই কার্যক্রম বহাল রাখুন আমীন ইয়া রব্ব
মুকরিমান নিসা
Roll: PZP
আলহামদুলিল্লাহ “প্রোডাক্টিভ জিলহজ্জ চ্যালেঞ্জ” এ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি।
অন্য সময় হলে দিনগুলো হেলায় পার হতো, যথাযথভাবে কদর করতে পারতাম না,তবে তালিমুন নিসার এই আয়োজনের মাধ্যমে আল্লাহ তায়ালা আমলের সাথে লেগে থাকার তৌফিক দিয়েছেন।
আওয়াল ওয়াক্তে সালাত,মেশওয়াক এর অভ্যাস, সকাল সন্ধ্যার যিকির আযকার,দোআর রিমাইন্ডার, বায়তুল্লাহর মুসাফির হওয়ার তামান্না জাগিয়ে তোলা,তালিমের ক্লাস ইত্যাদি সব মিলিয়ে আমলে ভরপুর এক দশ একসাথে পার করলাম,,,যদিও আমার অনেক ঘাটতি ছিল😓
আল্লাহ তায়ালা এভাবেই আমলি জিন্দেগি গড়ে তোলার তৌফিক দিক, আমিন ইয়া রব্বাল আলামিন।
আল্লাহ তায়ালা তালিমুন নিসার সকল বোনকে উত্তমভাবে কবুল করুন। 🌼🍀🤲
Fahima Kamal Pushpo
Roll: PZP
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
আলহামদুলিল্লাহ “প্রোডাক্টিভি জিলহজ্জ চ্যালেঞ্জ” এর সাথে পথচলাটা খুবই সুন্দর এবং প্রশান্তিময় ছিল। সুম্মা আলহামদুলিল্লাহ। যদিও টাস্ক শুরুর দ্বিতীয় দিনই আমার ফোনটা হাত থেকে পড়ে ভেঙে যায় আর এটা মেরামতের কোনো উপায়ও ছিল না আলহামদুলিল্লাহ। তাই শুরু দিকের বেশ কিছুদিন আমি কাফেলার সাথে তাল মিলিয়ে চলতে পারিনি। শেষের দিকে যুক্ত হয়েছিলাম তাতেও আল্লহ বেশ বারাকাহ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আগে সকাল সন্ধ্যার সবগুলো জিকির করা হতো না কিন্তু এই কাফেলায় যুক্ত হয়ে এই অভ্যাসটা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সাথে মিসওয়াকটাও এখন আগের চেয়ে একটু বেশি গুরুত্বের সাথে করা হয়। তালিমুন নিসা বোনেদের কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা জানা নেই। উনারা এত আন্তরিক এবং অমায়িক আল্লহুম্মা বারিক লাহুমা। বার বার একই প্রশ্নের জবাবেও উনারা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আল্লহ এই কাফেলাকে কবুল করে নিন। আল্লহুম্মা আমিন।
Sumaiya Afreen Srabony
Roll: PZP
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে আমি এ কাফেলায় অংশগ্রহণ করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটা দিন আল্লাহ তা’য়ালার স্মরনে কাটানোর তৌফিক হয়েছিলো আলহামদুলিল্লাহ। বরাবরই মনে হয়েছিলো যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম “আল্লাহ আমি কিছুই জানি না আমাকে জানার তৌফিক দিন এবং সেভাবে আমল করার তৌফিক দিন। আল্লাহ আমার কথা শুনলেন আলহামদুলিল্লাহ। সারাটা দিন কিভাবে আমল করতে হবে তা আমি এই প্রোডাক্টিভ জ্বিলহজ্জ চ্যালেঞ্জ এর মাধ্যমে শিখতে পেরেছি।আমি অনেক আমল নিয়মিত করে যে পারি নাই ইংশাআল্লাহ আল্লাহ আমাকে সম্পুর্ন ভাবে আমল করার তৌফিক দান করেন।আল্লাহ আমাকে ও কাফেলায় অংশগ্রহণকারী সকল বোনকে ক্ষমা করুন আমাদের সকলের নেক চাওয়া গুলো পূরণ করে দিন মালিক।আল্লাহ আপনি তা’লিমুন নিসা টিমকে দ্বীনের দাওয়াহ হিসেবে কবুল করুন আমিন…।
Kohinur Kona
Roll: PZP
আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া,,
আল্লাহ আমাকে এবারের জিলহজ্জ মাসে এমন একটি কাফেলার সাথে যুক্ত হওয়ার তাওফিক দান করেছেন।
সবগুলো ইবাদাত গুরুত্বের সাথে করতে পেরেছি।
অনেক গুলো হাদিস জানতে পেরেছি।
সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল, সেটা হলো বায়তুল্লাহর মুসাফির হওয়ার দোয়া করা।
এ দোয়া টা এ জিলহজ্জ মাসের ১ম ১০ দিনে করা সবথেকে গুরুত্বপূর্ণ দোয়া ছিল আমার জন্য।
কারণ জিলহজ্জ মাসে এ দোয়াটা কখনোই করিনি।
আর দোয়া করার প্রতি এবারের আগ্রহ টা অনেক বেশি ছিল।
কারণ এ মাসে দোয়ার গুরুত্ব টা কি সেটা জানতে পেরেছি।
আলহামদুলিল্লাহ,, আল্লাহ আমাকে এ কাফেলার সাথে যুক্ত করেছে।
Mokarroma Sohagi
Roll: PZP
আসসালামু আলাইকুম
আল্লাহ তায়ালার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ আমাকে এই দশ দিন ইবাদত করার তৌফিক দিয়েছেন আমি একটি গাফিল আমি একটা গুনাগার বান্দা তিনি আমাকে সাহায্য করেছেন তার ইবাদত করার শুধু তাই নয় একটি কাফেলায় যুক্ত হয়ে এগিয়ে যাওয়ার জন্য।
আমার আগেকার অবস্থা এখনকার অবস্থায় অনেক ডিফারেন্স আমি ফিল করি । কখনো চিন্তা হয়নি যে ইবাদাত সময় মত করতে হয়। খালি মনে হতো যে হ্যাঁ আমি আমার মত সময় করে যখন পাবো তখনই ইবাদত করব কিন্তু এখন চ্যালেঞ্জটা শেষ করার পরে আমার ভিতর একটা অনুভূতি এসেছে যে আল্লাহ তাআলার ইবাদত সবচেয়ে প্রথম তারপরে দুনিয়ার কাজ ।দুনিয়ার সব কাজ থেমে থাকা যায় । আল্লাহর ইবাদত সবচেয়ে প্রথম
আমি তালিমুন নিসা থেকে অনেক সহযোগিতা পেয়েছি । প্রত্যেকটা মুহূর্তেই মনে হচ্ছিল যে যা কথাগুলো বলা হচ্ছে আমি যেন সব কাজগুলো মেনে যতটা সম্ভব করি। এক অপরূপ বন্ড তৈরি করেছিলেন এই তালিমুন্নিসা টিম।
। আমি সেই বেদুইন আমি কাফিলার সাথে চলে যাচ্ছি। ইবাদতে এত সহজ করে তুলেছিলেন তারা যে এটার কোন কথা দিয়ে প্রকাশ করা যায় না ।
আজ আমি অনেক কিছুতেই নিজের পরিবর্তন ফিল করি যেমন নামাজ আওয়াল ওয়াক্তে পড়ি ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি দশ মিনিট লাগিয়ে আল্লাহর কাছে মোনাজাত করি আকাশের দিকে তাকিয়ে থেকে দোয়া করি
আল্লাহর সৃষ্টির সম্পর্ক চিন্তা করি ।
। চোখের কানের বা মুখে যিনা সেটা বুঝে চেষ্টা করেছি খারাপ কাজ থেকে নিজেকে দূরে করে
রাখাতে। দুরুদ শরীফ পড়তে আস্তাগফিরুল্লাহ পড়তে যেটা গুলা আগে মাঝে মাঝে পড়তাম কিন্তু কোন নিয়ম মাফিক করে যেতাম না।
এই কাফেলার সাথে চলে আমি এখন নিজেকে খুঁজে পেয়েছি অনেক অনেক ভালোবাসা ও দোয়া তালিমুন্নেসা প্রতিটি সদস্য কে যারা একটা কাফেলা তৈরি করে দিয়েছিলেন আমাদের ইবাদতকে সহজ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের যেন এরকম ইবাদাত করারই তৌফিক দেয় আর আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতুল ফেরদৌসের থাকার তৌফিক দেন আমিন ইয়া রাব্বুল আলামিন
Kazi Afrin
Roll: PZP25010348
💚সমস্ত প্রশংসা আর কৃতজ্ঞতা কেবল আল্লাহ তাআলার জন্য।
আল্লাহর চেয়েছেন বলেই আমি হেদায়েত পেয়েছি ও ইবাদত করতে পেরেছি লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আল্লাহর দরবারে ।আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
💚 জিলহজের প্রথম ১০ দিন গুরুত্বপূর্ণ আগে জানতাম।
কিন্তু কেমন ভাবে নিজের প্রতিকূলতা কাটিয়ে ইবাদত দ্বারা সাজাবো দিনগুলোকে, বুঝতে পারছিলাম না ।
শারীরিক অসুস্থতা হায়েজ এর দিন এর সম্ভাবনা থাকায় রোজা থেকে বঞ্চিত হব ।
সে ক্ষেত্রে আমি বছরের এই বিশেষ বরকতময় দিনগুলোকে কাজে লাগাতে পারব না ভেবে মন খারাপ হচ্ছিল।
ঠিক তখনই তালিমুন নিসা কর্তৃক আয়োজিত এই প্রোডাক্টিভ জিলহজ চ্যালেঞ্জ সামনে আসে আলহামদুলিল্লাহ।
নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি।
নফস শয়তানের ওসওয়াসাতে কিছু জায়গা ছেড়েছে ।
তবুও মনে করছি অন্য বারের তুলনায় দিনগুলোকে কাজে লাগাতে পেরেছি আলহামদুলিল্লাহ।
আল্লাহু উত্তম প্রতিদান দান করুন তালিমুন নিসা র সকলকে।
💚 মাশাআল্লাহ ।
আপুদের প্রতিদিন প্রতিনিয়ত রিমাইন্ডার গুলো চ্যালেঞ্জের কোন কাজ ভুলে যেতে বা থেমে থাকতে দেয়নি ।
মাঝে মাঝে আসা অনুভূতির শেয়ারগুলো আরো আন্তরিক করেছে চ্যালেঞ্জ একসেপ্ট করতে। এক কথায় অসাধারণ ছিল তালেমুন নিসার ব্যবস্থাপনা ও আন্তরিকতা।
💚 আমলের ধারাবাহিকতা ও নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে বেশি পরিমাণ আমল করা সম্ভব তা বুঝতে পেরেছি।
অপ্রয়োজনীয় ,অহেতুক কাজ থেকে বেঁচে দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আল্লাহর ইবাদতে মননিবেশ করে ,আত্মার খোরাক দিতে পেরেছি।
আলহামদুলিল্লাহ ।
মন ও চরিত্র ভালো করার ঔষধ হলো জিকির , কোরআন তেলাওয়াত ,দোয়া তা অনুভব করেছি।
💚 তাহলে মুন্নেসার সাথে কিভাবে বা কার মাধ্যমে যুক্ত হয়েছিলাম মনে নেই তবে মনে করি আল্লাহর হেদায়েত দান করো রহমত পেতে গেলে আল্লাহর অনুগ্রহী প্রয়োজন আমার মত মনে হওয়ার বাদিকে যে আল্লাহ পছন্দ করেছেন তা ভাবলেই চোখে পানি আসে।
তালিমুন নিসা গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে “রামাদান ওয়ার্কসপ ,”এনিজেকে খুঁজে নেয়া চেষ্টা থেকে “আশরাতুস সা’আহ ও ফিতান”(কেয়ামতের আলামত) হয়ে বর্তমান “প্রোডাক্টিভ জিলহজের 12 দিনের চ্যালেঞ্জ”
পার করলাম।
এক কথায় অসাধারণ অভিন্ন প্রতিটি আয়োজন।🌟
কেউ কাউকে চিনি না কিন্তু মনে হয় আমরা কত কাছের।
সুদূর জান্নাতের উদ্দেশ্যে পাহাড় ,সমতল ,জেলা,জঙ্গল ,মরুভূমি পার হয়ে চলেছি তালিমুন নিসা কে সামনে নিয়ে।
কেউ পড়ে গেলে বা কেউ পিছিয়ে গেলে কোন বোন কোন আপু অন্যকে ধরে টেনে তুলছে একসাথে যাওয়ার উদ্দেশ্যে ,সত্যিই অভাবনীয়।
তালিমুন নিসা র উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আল্লাহ উনাদের উত্তম প্রতিদান দান করুন।
মনে অনেক আশা ,আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে নিরাশ করবেন না । তাঁর রহমত আমাদের উপর নাযিল করবেন এই চ্যালেঞ্জ এ অংশ গ্রহণ এর অছিলায়।
তাঁর সুবিশাল, সুশীতল জান্নাতে একটুখানি জায়গা আমাদের এই কাফেলার জন্য, তালিমুন নিসা র সকল সদস্যার জন্য ,সহ আমাদের পারিবারের সকলের জন্য রাখবেন। ইনশাআল্লাহ
ATEKA YASMIN
Roll: PZP ****
আল্লাহর অশেষ রহমতে আমি তা’লিমুন নিসা পাঠশালার “প্রোডাক্টিভ যিলহজ্জ চ্যালেঞ্জ” এ অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
অনেক দিন ধরে একটা উপায় খুঁজছিলাম যে কীভাবে নিজের আমলকে ভালো করতে পারব। আল্লাহ অনেক দয়া করে এই চ্যালেঞ্জের সাথে যুক্ত করেছেন। কিছু কিছু আমল কীভাবে করলে আরো সুন্দর হয় তা জেনেছি। আবার কিছু আমল নতুন করে করা শিখেছি। মনে হচ্ছে আল্লাহ ধরে আমাকে ধীরে ধীরে নিজের সান্নিধ্যে নিয়ে আসার পথ করে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে যত শুকরিয়া আদায় করব ততই কম হবে।
এরকম এক দ্বীনি কাফেলায় সংযুক্ত হওয়াতে মনে নতুন উদ্দীপনা দিয়েছে আরো সুন্দর প্রচেষ্টায় আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
Tasnia Habib
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ❤️🌻আল্লাহ তা’য়ালার অশেষ রহমত যে আমি “প্রোডাক্টিভ জিলহজ্জ চ্যালেঞ্জ ” এ অংশগ্রহণ করতে পেরেছিলাম।
জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের দিকে তাকালে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারি,মাশা’আল্লাহ। আজানের জবাব দেওয়া,নিয়মিত স্বলাতের আগে মিশওয়াক করা,সারাক্ষণ মনে মনে জিকির করা❤️আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন।
তালিমুন নিসা’র প্রতিদিন সন্ধ্যার তালিম জীবনে চলাফেরা, জীবনাচরণের প্রতি ক্ষেত্রে কিভাবে প্র্যাক্টিসিং মুসলিমাহ হতে পারবো তাই শিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। কুরআন এর সাথে সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। এই চ্যালেঞ্জ এ না আসলে হয়তো আমি এভাবে এই শ্রেষ্ঠ ১০দিন আমল করতে পারতাম না,,আল্লাহ তা’য়ালা এই তা’লিমুন নিসা এর উসিলায় আমার জন্য সহজ করেছেন আলহামদুলিল্লাহ।
আমি এখন সার্জারীর রোগী, আমার হাটু রিকনস্ট্রাকশন করার পর আমি এখনো নর্মালি নামাজ পড়তে পারি না,সিজদাহ না করার কষ্ট আমার ভেতরে অনেক তীব্র হয়েছিল,,আমি ধীরে ধীরে আঁধারে হারিয়ে যাচ্ছিলাম হয়তো,কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তা’য়ালা আবারও আমাকে আলোরপথ দেখিয়েছেন এই তা’লিম স্কুল (তা’লিমুন নিসা ) এর মাধ্যমে। এই চ্যালেঞ্জ এর মাধ্যমে আমি আবারও উৎসাহ পেয়েছি সব গুছিয়ে পথ চলার আলহামদুলিল্লাহ।
আল্লাহ তা’য়ালা আমাকে তালিমুন নিসা’র সাথে আরও চ্যালেঞ্জ এ অংশগ্রহণ করার তাওফিক দান করুন এবং তালিমুন নিসার সকল বোনের জীবনে বারাকাহ দান করুন, আমিন🌻।
যদিও শেষের দিনে অসুস্থতার জন্য অনেকটা পিছিয়ে গিয়েছিলাম,আফওয়ান।আর এজন্যই কমেন্ট করতেও দেরি করে ফেললাম🖤
Asma Mim
Roll: PZP25010316
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আল্লাহর প্রতি আমাদের সব সময়ই কৃতজ্ঞ থাকা উচিৎ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল যে আল্লাহ আমার মত পাপী বান্দাকে এই কাফেলার সাথে চলার সুযোগ করে দিয়েছেন। এভাবে আমলে কখনোই প্রোডাক্টিভ ছিলাম না। যখন যেটা পেরেছি করেছি। এই কাফেলার সাথে আমি আমার আমল বাড়াতে পেরেছি। আল্লাহর দেয়া নেয়ামত ছিলো এটা আমার জন্য, আলহামদুলিল্লাহ।
এই চ্যালেন্জ্ঞের মাধ্যমে আমি প্রত্যেকটি ছোট ছোট আমল নিয়মিত করতে পেরেছি। যদিও আমলে অনেক ঘাটতি ছিলো তাও আলহামদুলিল্লাহ।
তালিমুন নিসার এই আয়োজনে, কাফেলায় সব বোনদের সহযোগিতা এমন ছিলো যেনো আলাদা একটা শান্তি অনুভব হতো। মাঝে মাঝে আরবে থাকার মতোই ফিল হতো। আরবি মাস অনুযায়ী তারিখ দেখা, মিসওয়াক করা, প্রতিদিন দুরুদ পড়া, এইগুলোডে আমি কখনো নিয়মিত ছিলাম না। ওদের আয়োজনের মাধ্যমে হতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ।
আল্লাহ উনাদের কাজে বারাকাহ দান করুন। তাদের উত্তম প্রতিদান দিন। আমিন।
Mehzarin Khan Maisha
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রোডাক্টিভ জিলহজ চ্যালেঞ্জ এর কাফেলায় যুক্ত হতে পেরেছিলাম।এটা আমার জন্য আল্লাহতালার পক্ষ থেকে একটা নিয়ামত স্বরূপ। এর আগের কোন জিলহজ্ব মাস আমি প্রোডাক্টিভ ভাবে কাটাতে পারিনি,,,,, এবার আল্লাহর রহমতে তালিমুন নিসার সাথে যুক্ত হয়ে এই সুযোগ আল্লাহ তা’য়ালা আমাকে দান করেছেন, এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
চ্যালেঞ্জ শুরুর আগের অবস্থার সাথে বর্তমান অবস্থার অনেকটা তফাৎ,,, চ্যালেঞ্জ শুরুর আগে অনেক কিছু জানতাম না, এমন আমল ছিল যেগুলো জানলেও রেগুলার করতাম না!!! চ্যালেঞ্জের মাধ্যমে কিছু আমল আছে যেগুলোতে এখন রেগুলারিটি মেইনটেন করতে পারছি,আলহামদুলিল্লাহ।
এই চ্যালেঞ্জটা আমাকে আমলের সাথে লাগিয়ে রাখতে অনেক অনেক সহযোগিতা করেছে, যেহেতু এটা একটা চ্যালেঞ্জ ছিল তাই যেসব আমল আগে রেগুলার করা হতো না, এখানে সেটা রেগুলার করতে হয়েছে। এবং বারবার রিমাইন্ডার দেওয়ার মাধ্যমে আমাদেরকে সচেতন করা হয়েছে, সহযোগিতা করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই চ্যালেঞ্জের মাধ্যমে আমি আমার আত্মিক পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি এবং উপলব্ধিও করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমল-আখলাকের বিষয়ে অনেকটা সচেতন হতে পেরেছি, আল্লাহ তা’য়ালা এই পরিবর্তনে লেগে থাকার তৌফিক দান করুন।
আল্লাহ তায়ালার অশেষ নেয়ামত ছিল এই কাফেলা আমার জন্য,,, আলহামদুলিল্লাহ প্রোডাক্টিভ জিলহজ্ব চ্যালেঞ্জের মাধ্যমে এই বিশ্বাস আমার মধ্যে চলে এসেছে যে,,,,আমাদের গুরুত্বপূর্ণ দিনগুলোকে আমলগুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাটাতে পারি। এজন্য দরকার প্রোপার গাইডলাইন, যেটা আমি তালিমুন নিসার কাছ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তা’য়ালা তাদের নেক নিয়তে আরও বারাকাহ দান করুন। আমীন🌸
Sharmin Akter
❝প্রোডাক্টিভ যিলহজ্জ চ্যালেঞ্জ❞
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
🌼প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যিনি আমাকে এই কোর্সে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আ’লামিন।
আলহামদুলিল্লাহ এই কোর্সে শেষ পর্যন্ত লেগে থাকার সার্মথ্য ও শক্তি দিয়েছেন। যাদের উসিলায় আমি আইয়ামে তাশরীকের দিনগুলো উত্তম আমলের সাথে কাটাতে পেরেছি আল্লাহ তাদের উত্তম জাযা দান করুক এই দোয়া করেছি আলহামদুলিল্লাহ।
🌼কাফেলা শুরুর আগে আমি কিছুটা এলোমেলো হয়ে ছিলাম এমন কাজ ছিল যা ছাড়ব ছাড়ব বলেও বারবার করে ফেলছিলাম সুবহানাল্লাহ এবং সে সময়ে আল্লাহ এমন এক সুযোগ করে দিলেন যার মাধ্যমে আমলে নিয়মিত হতে পেরেছি সুন্নাহে পালনে আর সচেতন হয়েছি এবং বারবার নিজের নিয়ত ঝালাই করেছি আমার একাজ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আলহামদুলিল্লাহ এমন যিকির আযকার , এমন নামাজের তাড়নায় , এমন দ্বীনি মজলিশে বসার তাগিদ আমি মৃত্যু পর্যন্ত চাই ইনশাআল্লাহ।
🌼চ্যালেঞ্জ ছিল একদম গোছানো মাশাআল্লাহ। টাস্কগুলো ছিল চমৎকার, আমি প্রতিদিন এক্টিভিটিগুলোর জন্য অপেক্ষা করতাম।এই চ্যালেঞ্জ আমাকে আমলের সাথে চলতে রিমাইন্ডার মতো কাজ করেছে। অনেক কিছু করে ফেলবো, পড়ে ফেলবো কিন্তু দিন শেষে মনমতো কিছুই শেষ করতে পারতাম না কিন্তু এই চ্যালেঞ্জের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমার জন্য সহজ করেছেন আলহামদুলিল্লাহ।
🌼রব্বে কারীমের প্রতি ইয়াক্বীন আরো বহুগুণ বেড়ে গেছে। নিজের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করতে শেখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সহজ করুক আমার জন্য ইনশাআল্লাহ।
🌼কাফেলার সাথে এই পথচলা আরো আরো চাই।মাশাআল্লাহ তালিমুন নিসা র প্রতিটি টাস্ক, চেকলিস্ট, বিশেষ করে তালিম ক্লাসগুলো অতুলনীয় ছিল। আল্লাহ অনেক বারাকা দান করুক আপনাদের প্রতিটি কাজে এবং আপনাদের সকল নেক ইচ্ছেগুলো আফিয়া ও খইরের সাথে সহজভাবে পূর্ণ করে দিক।
সর্বশেষে আলহামদুলিল্লাহ মহান রবের যিনি আমাদেরকে উত্তম দিনগুলো উত্তমভাবে কাটানোর সুযোগ করে দিয়েছেন। দোয়া করি এই কাফেলায় যুক্ত সকলকে একবারের জন্য হলে বাইতুল্লাহর মেহমান করে নিক, ঈমানি হালতে মৃত্যু দান করুক।💚
Asma Akter
Roll: PZP25010387
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
” প্রোডাক্টিভ জিলহজ্জ চ্যালেঞ্জ”
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর উপর যিনি আমাকে দয়া করে মায়া করে এই কাফেলায় যুক্ত হওয়ার তাওফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ
আমি এবার এমন একটা জিলহজ্জ মাসে আছি যে কিনা আমি একজন মদিনার মরুভূমির বেদুঈন আলহামদুলিল্লাহ
****কাফেলা শুরুর আগে এই আমল গুলোর
আগে আমার পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়া হতো নাএখন আলহামদুলিল্লাহ সব সময় আউয়াল ওয়াক্তে পড়ি আর না পড়তে পারলে খুব মন খারাপ হয় , আবার সকাল সন্ধ্যার মাসনুন দুয়া পুরোটা পড়তাম না কিছু কিছু পড়তাম , সালাতের আগে মিসওয়াক মাঝেমাঝে করতাম রেগুলার না, নিয়ম করে প্রতিদিন বই পড়া হতো না, আবার আসরের সুন্নাহ পড়তাম না,বিকেলে হাত তুলে দোয়া করা আলহামদুলিল্লাহ এগুলো সবই আবার এই চ্যালেঞ্জের মাধ্যমে নিজেকে রিমাইন্ডার দিচ্ছি এগুলোকে অভ্যাসে পরিণত করার চেষ্টা করছি।আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জের মাধ্যমে আমি নিজেকে অনেকটা পরিবর্তন করতে পেরেছি,আলহামদুলিল্লাহ।আমি চাই আল্লাহ যেন আমাকে নিয়মিত এই আমলগুলোর সাথে থাকার তাওফিক দান করুন। আমিন।
***এই চ্যালেঞ্জটি আমাকে আমলের সাথে লাগিয়ে রাখতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে রিমাইন্ডার, টাস্ক, বিভিন্ন এক্টিভিটি, হাদিস, ক্লাস, চেকলিস্ট। জিলহজ্জ মাসের প্রতি আগের চেয়ে অনেক বেশি টান অনুভব করেছি।আলহামদুলিল্লাহ
এই কাফেলার পথচলা যেন শেষ না হয়। তা’লিমুন নিসা ‘র তালিম ক্লাস, টাস্ক, চেকলিস্ট, রিমাইন্ডার,এক্টিভিটি সব কিছুই অতুলনীয় ছিলো। নিজেকে ইম্প্রুভ করার একটা মাধ্যম ছিলো এই কাফেলা। আমার চাওয়া এরকম চ্যালঞ্জ যেনো প্রায়শই থাকে। তাহলে আমলের ধারাবাহিকতা টা ঠিক থাকবে, আমলে আন্তরিকতা বাড়বে। আমল থেজে ঝরে পড়ার চাঞ্জ কমে যাবে আমরা আমাদের নফ্সের ধোকায়,শয়তানের ধোকায় পড়ে ছিটকে যাই সঠিক পথ থেকে। আল্লাহ তায়ালা আমাদের জন্য সবকিছু সহজ করুন আমিন
তা’লিমুন নিসা পাঠশালা ‘কে জাজাকুমুল্লাহু খাইরান আমার মতো অধমকে এরকম একটা প্রশান্তিময় কাফেলায় অন্তর্ভুক্ত করার জন্য। আমার জন্য দোয়া করবেন যেনো আমলের গতি যেনো অব্যাহত থাকে। এই পথ থেকে যেনো ছিটকে পড়ে না যাই। দোয়া করি তালিমুন নিসা ‘র এই পথচলা যেন আজীবন অব্যাহত থাকে। আল্লাহ যেন ওনাদের ইলমে আমলে বারাকাহ দান করুন। আমিন।
Mst. Saleha khatun
Roll: PZP25010112