Taleemun Nisa

পডকাস্ট ও দাওয়াহ সেশন রিভিউ

আলহামদুলিল্লাহ যদিও আগে থেকে ট্রান্সজেন্ডার নিয়ে জানা ছিলো, সম্মানিতা মোহতারামাহের প্যারেন্টিং বিষয়টা আরো ভালো লাগেছে । ইং শা আল্লাহ , আল্লাহ তৌফিক দান করলে ক্যাম্পেইন করবো বোনদের নিয়ে

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

মরিয়ম

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু 💜। আজকের পডকাস্ট মা শা আল্লাহ অনেক ভালো লেগেছে। Transgender বিষয়ে আগে থেকে জানলেও আজকে আরো অনেক কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ 🌸
সন্তান কীভাবে লালন-পালন করা উচিত সে বিষয়েও অল্পবিস্তর জানলাম।device ভালো কাজে লাগাতে হবে। বেশি বেশি ইসলামিক বই পড়তে হবে।সময়কে কাজে লাগাতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বিকল্প আসলে কিছুই নেই।ভাই বোন, সন্তান, এবং আমাদের আত্নীয় স্বজনদের এবং কাছের মানুষদের এই transgender সম্পর্কে জানানো। ভবিষ্যত প্রজন্মকে কীভাবে এর থেকে বাঁচানো যাবে তাঁর উপায় সম্পর্কে জেনেছি। আমরা আজকের পডকাস্ট থেকে যা কিছু উত্তম শিখেছি তা যেন কাজে লাগাতে পারি ইনশা’আল্লাহ। আল্লাহ আমাদের তাওফীক দান করুন আমিন 🤲
মুহতারাম সিহিন্তা শরীফা আপু এবং তালিমুন নিসার আপুদের আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা নেক হায়াত দান করুন আমিন 💜। আপনাদের ইলমে বারাকা দান করুন আমিন 💜 আমাদের জন্য দোয়া করবেন আপু 💜

annie-spratt-WBpr_yH0Frg-unsplash

Mst.Sharmin Akter

আলহামদুলিল্লাহ! অসাধারণ! এতো সুন্দর করে বুঝালেন স্পিকার আপু! মা শা আল্লাহ বারাকাল্লাহু ফিকুম। কিভাবে ফিউচারে এসব অসুস্থ পরিবেশে বাচ্চা দের বাঁচিয়ে রাখবো, শিখাবো, নিজে সাবধান থাকবো সে বিষয়ে যথার্থ একটা ধারণা হলো্ আলহামদুলিল্লাহ। মা শা আল্লাহ।

jessica-neves-JBQDjJiolwc-unsplash

Amrin

আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। টান্সজেন্ডার সম্পর্কে আমার জ্ঞান ছিল না, এটার সম্পর্কে বিস্তারিত জানলাম। আলহামদুলিল্লাহ

nataliya-solomakha-86nsIu3Vi8o-unsplash

Tasha Islam

আলহামদুলিল্লাহ,,, পছন্দের মানুষ একজন। বাচ্চাদের কাছে কিভাবে এ বিষয়টা তুলে ধরবো সেটা বুঝতে পেরেছি।

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

তাসফিয়া তাজরিন

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লেগেছে। ট্রান্সজেন্ডার বিষয়টি অনেক আগে কিছু পড়াশুনা করেছিলাম তবে সমসাময়িক ঘটনাগুলো সেভাবে বিস্তারিত দেখি নি বা শুনি নি। গতকাল সিহিন্তা আপুর বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমরা যারা এই ইস্যুটি ঘৃণা করি তাদের এই জঘন্য বিষয় টি এড়িয়ে যাওয়া একদমই উচিত হবে না। বরং হিতে বিপরীত হতে পারে। কারণ আজ অন্য ফ্যামিলিতে এটা ঘটছে, আমরা দেখছি, ঘৃণা করছি, শেষ। না, এটা আমাদের মনে রাখতে হবে আমাদের ও তো ফ্যামিলি আছে। আর ওরা যে নিরাপদ এটা কিভাবে বলতে পারি?
সমসাময়িক অনেক ঘটনাই আমি এভয়েড করে চলতাম তবে গতকালের পর সত্যি আমি সব কিছু নিয়ে চিন্তা করতে শুরু করেছি।
এছাড়াও বাচ্চা পালন সমন্ধে আপু বেশ কিছু কথা বলেছেন যা সত্যিই আমার জন্য অনেক উপকারী ছিল। আমি আনম্যারিড তবে আমার পরিবারে আমার ভাতিজা রয়েছে। যদিও ওর মা বাবা অনেক পড়াশুনা করছেন প্যারেন্টিং নিয়ে তবে বাবা মা ছাড়াও বাচ্চার বড় হওয়ার ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্য ও ভূমিকা রাখে। এজন্য সকলকেই এই বিষয়ে জানা উচিত।
আলহামদুলিল্লাহ, এগুলো ছাড়াও গতকাল সিহিন্তা আপুর প্রতিটি কথাই আমার ভবিষ্যৎ জীবনের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করেছে।

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

Tasnima Rifa

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমার মত এক অধমকে এরকম একটা পডকাস্টে শ্রোতা হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ 💐 কুরআনের প্রতি আজ থেকে আরও মুহাব্বত বাড়িয়ে গেলো আলহামদুলিল্লাহ

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

Marzia Islam

পুরোটা শুনিনি। তবে যেটুক শুনেছি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। অনেক বেশি উপকারী ছিলো।

olia-gozha-9A_peGrSbZc-unsplash

Prionty

আলহামদুলিল্লাহ অনেক বিস্তারিত কিছু জানতে পেরেছি।খুব ভালো লেগেছে, আল্লহর অশেষ রাহমাহ যে উনি এমন মজলিসে শামিল হতে পেরেছি।
তাজউইদ শেখার ক্ষেত্রে কার কাছ থেকে শিখব তার যোগ্যতা কতটুকু হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা পেয়েছি আলহামদুলিল্লাহ, কতটুকু পর্যন্ত শিখা শেষ হলে অন্য কাউকে পড়ানোর যোগ্যতা অর্জন হবে এটা জানতে পেরেছি। আরো জেনেছি যে কুরান এর অর্থ নিয়ে নিজেরা আলোচনা করা কতটুক ভালো বা উচিত ইত্যাদি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবশেষে অনেক ভালো লেগেছে।এটাই বলতে চাই

jeff-lowery-9wF7Bm8s5jQ-unsplash

জেরিন সুবাহ

Alhamdulillah valo legeche.
1.Quaran er sathe lege thakle maya Allah sristi.kore diben
2.tajweed shikhlam manei Qyaran shikhe fellam na,,,Quaran e shikher onek onek kichu ache

annie-spratt-WBpr_yH0Frg-unsplash

Shakina Akter

আলহামদুলিল্লাহ
অনেক কিছু জানতে ও বুঝতে শুনতে পারছি।
জাযাকাল্লাহু খইরান প্রিয় আয়োজকরা।

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

Amena Khatoon

মাশাআল্লাহ । বরাবরের মতই অনেক জ্ঞানগর্ভ আলোচনা ছিল।
কোন রকম কোরআন পড়তে পারলেই যে অন্যদের শেখানোর যোগ্যতা অর্জন হয়….ব্যাপারটা এমন না তা বুঝতে পেরেছি । কোরআনকে যত বেশি আকড়ে ধরা যায়…ততবেশি কোরআন তেলাওয়াতে আবেগ তৈরি হয়।
রমাদানে যতবেশি তিলাওয়াত….ততবেশি সোওয়াব । অর্থ বা তাফসির পড়ার জন্য বাকি মাস আছে ।

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

মরিয়ম মমতাজ মিম

Shopping Cart