Taleemun Nisa

ফিকহুস নিসা রিভিউ

আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।এ দুর্বিষহ দিনে একটা আলোর ফুলকির মত তালিমুন নিসা আমার  জীবনে এসেছে। যেখানে নিজেকে জানার,শেখার, করার কৌশল রপ্ত করা যায়।ফিকহুন নিসা কোর্সটি করে আরও উপকৃত হয়েছি।কারন অনেক ক্ষেত্রে না জানার কারনে একই ভুল করে আসছিলাম।আল্লাহ মাফ করুন।  নিজেকে বদলানোর এ একটুকু প্রয়াশ আল্লাহ রব্বুল আলামীন সহজ করে দিন।এখানে নিযুক্ত সকল বোনকে আল্লাহ রব্বুল আলামীন কবুল করুন। তালিমুন নিসার সেবায় নিয়োজিত সব আপুকে নেক হায়াত দিন।আমিন।

aaron-burden-2IzoIHBgYAo-unsplash

Tarzina akter

আসসালামু আলাইকুম
প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রশংসা করছি এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরুদ ও সালাম পেশ করছি।

আলহামদুলিল্লাহ , বর্তমানে ফেতনাময় জীবন ভুরি ভুরি,কিন্তু তার মাঝেও আলহামদুলিল্লাহ ইন্টারনেট জগতে একটা আল্লাহর এক অশেষ নিয়ামত যদি সেটা পজেটিভ ভাবে নেয়া যায়, 🕌🕌🕌

তারই মধ্যে তালি মুননিসা এক অন্যতম প্লাটফর্ম ,,,,আর সেই প্ল্যাটফর্ম এর মধ্য-মনি হলো উস্তাদ শায়খ আব্দুল্লাহ আল মাহমুদ,,,আল্লাহ উস্তাদ এবং তালিমুন্নেসার সকল টিমদের উত্তম উত্তম বারাকা দান করুক এবং জান্নাতুল ফেরদৌস দান করুক🎁🎁🎁🎁🎁

ইসলামের জ্ঞান অসীম যা কখনো শেষ করার বিষয় না,,, আর এই মহা সমুদ্রের যে একবার নামে কখন আর ফেরত আসতে চায় না,,, তার মত ফিকহ হলো একটা মুসলিম বোনেদের জন্য গুরুত্ব পূর্ণ টপিক,,,, যেমন রুহ ছাড়া মানুষ বাঁচে না 🥒🥒🥒🥒🥒

যা কিনা ঈমান আমল অজান্তেই ধ্বংস হয়ে যাবে বাট আমরা বুঝতে পারবো না,,,,,,, এমনিভাবে ও আমরা আশাবাদী থাকবো যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে কেয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করবো But আমাদের ভুল আমলের কারণে আমরা তা থেকেও বঞ্চিত থাকবো,,, আল্লাহ মাফ করুক আমাদের সকলকে,,,🥭🥭🥭🥭

🍒🍒🍒আলহামদুলিল্লাহ সেই ফিকহ এর সমুদ্রের এত গভীর জ্ঞানের থেকে আমাদের ওস্তাদ এত সুন্দর সহজ সাবলীল ভাবে অল্প সময়ের মধ্যে বক্ত করেছেন,,, যা কিনা মনে হয়েছে যেন আমার জন্যই বলা হচচে যেন আমার জন্যই সব মহান আল্লাহতালা ঢেলে দিছে উনার জ্ঞানে,,, 🥦🥦🥦🥦

🥕🥕🥕🥕যাইহোক আগে অনেক ভুল আমলের ভিতর ছিলাম,, এখন একটু হলেও একটু হলেও আল্লাহ তৌফিক দিছে এবং অজানা ভুলকে শুধরানোর তৌফিক দিছে,, আলহামদুলিল্লাহ,,,,, তবে অনেক বোন এই জ্ঞান পিপাসায় আসায় থাকলাম,,, আল্লাহ যেন আমাদের সকল বোনদেরকে কবুল করে নিক জানার তৌফিক দান করুক ….. 🕋🕋🕋🕋🕋

🏞️🌃🌃🌃সেই সাথে মহান আল্লাহ তাআলার কাছে এই মিনতি যে আমরা যে এই শিখলাম তা যেন একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ কবুল করে নিক এবং সে সাথে আমল করার তৌফিক দান করুক আমাদের সকল বোনদেরকে …. Amin yea রাব্বুল আলামিন 🥬🥬🥬🥬🥬🌶️🌶️🌶️🫘

annie-spratt-WBpr_yH0Frg-unsplash

Lima khanom 

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ🌻🌻
অনেক কিছু জানার সৌভাগ্য হল।তা’লিমুন নিসা পাঠশালা আপুদের অনেক অনেক জাজাকুমুল্লাহ। চলার পথে একজন মু’মিনা নারীর কিভাবে চলবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা নিদর্শিত পথে।এবং নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর সুন্নাহ অনুয়ায়ী।।তা ফিকহুন নিসা কোর্স এর মাধ্যমে জানার তওফিক নসিব করল।আল্লাহ ওয়া সুবহানাহু ওয়াতাআ’লা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🌻

jessica-neves-JBQDjJiolwc-unsplash

Shamima

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রথমে শোকরিয়া জানায় আললাহ তায়ালার প্রতি ‘ফিকহুন নিসা’কোর্সটি করার তৌফিক দানের জন্য।শরীয়ত কিছু জীবনঘনিষ্ঠ মাসায়েল সম্পকে ধারনা লাভের উদ্দেশ্য রেজিষ্ট্রেশন করেছি।আমি তা’লিমুল নিসার সাথে অনেকদিন পর্যন্ত যুক্ত সনধ্যায় তালিম ক্লাস শোনা,না পারলে রেকর্ড শোনতাম।তাই আমার আস্থা দৃঢ় ছিল দ্বীনের ব্যাপারে সঠিক জ্ঞান এখানেই সম্ভব। তাই অন্য বোনদের দাওয়াত দিলাম।আলহামদুলিল্লাহ ৯টা দারস সম্পন্ন করেছি।শায়েখ বক্তব্য সাবলীল ও স্পষ্ট ছিল।খুব সহজে ফরজ হুকুমগুলো স্পষ্ট করলেন আমাদের।মস্তিষ্কে কিছুটা সংরক্ষিত হলো,আর যেটুকু হলো না তার জন্য তা’লিমুল নিসা টাস্ক এর ব্যবস্হা করলেন যা পূর্ণতা দিলো।টাস্ক করতে কষ্ট লেগেছিল কিন্তু তাতে আমাদেরই ভালো। আমার বোনেরাও একমত হবেন।যা জেনেছি আমল করবো ইনশাল্লাহ। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো। অতীতের জন্য ক্ষমা চাইবো।তা’লিমুন নিসা ঘরোয়া তালিমে আছি।ভবিষ্যতে কোন কোর্সের আয়োজনে থাকবো,ইনশাআল্লাহ। এভাবে তা’লিমুন নিসা আললাহ সন্তুষ্টির জন্য কাজ করে যাবে,আশা করছি।

nataliya-solomakha-86nsIu3Vi8o-unsplash

Sabina Yesmin

আলহামদুলিল্লাহ।
তালিমুন্নেসা পাঠশালা কোন কোর্স আয়োজন করলে,চোখ বুঁজে এনরোল করে ফেলি সবসময়। কোর্সে রেগুলারিটি মেইনটেইন করলে কিছু না কিছু ফায়দা হয় ই।কেউ খালি মনে ফিরে না।ফিকহুননিসা কোর্সটি অত্যনত জরুরী ছিলো,আমাদের জন্য, কত কি ভূলে আখিরাত ছুটে যাচ্ছিলো,। আবার আমরা এটাও জেনেছি, কত সহজ করে নিজেরাই জান্নাত কে হারিয়ে ফেলি অজানতে,আবার না জেনে অন্য কে মাসলামাসায়েল বলে ফেলি।আললাহুমমাগ ফিরলি।এমন আয়োজনে র জন্য তালিমুন্নেসা পাঠশালা কে জানাই জাজাকিললাহ। আর উসতাজ কেও আল্লাহ পাক কল্যাণ ওবারাকা দিন।

vu-khoi-Xmdh-GuffP8-unsplash

তৌফিকা আক্তার 

এই কোর্সের ক্লাস যেদিন থেকে শুরু সেদিন থেকেই বাসায় গেস্ট এবং নিজেরও ছোট বাচ্চা আছে সবমিলিয়ে ক্লাসের সময় টা একটা ব্যস্ততম সময় থাকত তারপর ও আলহামদুলিল্লাহ একদিন ও ক্লাস শুনা মিস করিনি একটা ক্লাস হবে একটু কম শুনেছিলাম বাচ্চাদের বিরক্তের জন্য। আলহামদুলিল্লাহ ইয়ারপড লাগিয়ে কাজ করলে ক্লাস শুনতাম উস্তাযের প্রতিটি ক্লাস ই মনে হত যে এটা ই আমার দরকার ছিল অজানা ছিল হয়ত মনে হত আল্লাহ কি ভুল করেছি এতদিন।
আলহামদুলিল্লাহ যতটুকু শুনেছি বুঝেছি ১% হলে ও কম কি আমার জন্য ১% ভুল থেকে গোনাহ থেকে ত হেফাজত করতে পারব।আর ফিকহের বিষয় গুলো শিখার জন্য আমাদের সবসময়ই লেগে থাকতে হবে কোন না কোন জায়গায় আমার মনে হল সুযোগ আসলে হাতছাড়া করা যাবে না। ইনশাআল্লাহ আগামীতেও এমন কোর্স আসলে থাকব।তালিমুন নিসার সিস্টেম এবং তাদের ডেডিকশন আলহামদুলিল্লাহ দ্বীনের জ্ঞান প্রচারের জন্য অনেক। আল্লাহ এই তালিমুন নিসা এবং এর সাথে জড়িত প্রতিটি দ্বীনি বোনকে সকল উস্তাদ উস্তাযা কে কবুল করুন।
আমীন।

annie-spratt-pDGNBK9A0sk-unsplash

কানিজ সুলতানা 

আলহা’মদুলিল্লাাহ্! আলহা’মদুলিল্লাাহ্! আলহা’মদুলিল্লাাহ্! আলহা’মদুলিল্লাাহ্!!!
ওয়াছছ্বলাাতু ওয়াসসালামু আ’লাা রসূলিল্লাাহ্। 🌹🌹🌹
দ্বীনি ঈ’লম্ শিক্ষা করা প্রতিটি মুসলিম নর ও নারীর উপর ফরজ । রসূল ছ্বল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের এ সুমধুর বাণীকে সামনে রেখেই তা’লিমুন্নিসা পাঠশালা কতৃক আয়োজিত অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোর্স একাধারে করার পর এবার ফিকহুন নিসা অর্থাৎ মুসলিম মেয়েদের জীবনের সকল অধ্যায়ের অতি প্রয়োজনীয় মাসআলা মাসায়িল শিক্ষার এ কোর্সে ও এনরোল করার তাওফিক হয়েছে। আলহা’মদুলিল্লাাহ্! আলহা’মদুলিল্লাাহ্!
যাঁরা আগে থেকেই তা’লিমুন্নিসার ২/১টা কোর্স হলেও করার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাঁরা নির্দ্বিধায় শিকার করবেন যে এখানে কোর্স করা মানে,, একেবারে ছোট বেলার সেই সেরা মাদ্রাসা বা স্কুলের মতো কড়া নজরদারি। এ-ই ক্লাস, এটেন্ডেন্স, টাস্ক জমা দেয়ার নির্দিষ্ট সময় বেধে দেয়া, সবকিছু মিলিয়ে একজন ছাত্রী যদি রেগুলার লেগে থাকে, তাহলে সে পরিপূর্ণ সেরা না হয়ে উপায় থাকেনা, অর্থাৎ সেরা হতে সে বাধ্য।
আলহা’মদুলিল্লাাহ্! চতুর্দিকে যখন অসংখ্য ফিতনার ছড়াছড়ি,, তখন এই মহামূল্যবান নেক সুহ’বাতের সান্নিধ্যে এসে একের পর এক কোর্স করার মাধ্যমে নিজের মাঝে এক আমিকে খুঁজে পেয়েছি, আলহা’মদুলিল্লাাহ্!
কিন্তু প্রতিটি মূহুর্তে এমন এমন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যার সঠিক মাসআলা না জানার কারণে কত যে বিপদের মধ্যে পড়তে হয়েছে, কখনো বই -পুস্তক, কখনো ইন্টারনেট ঘাটাঘাটি করেছি সঠিক উত্তরের আশায়,আবার কখনো স্বামীকে কোনো ইমাম সাহেবের কাছে পাঠিয়ে জানার চেষ্টা করতাম। কিন্তু মনে শান্তি পাইনি। সত্যি আমি আন্তরিক ভাবে এরকম একটা মাধ্যম পেতে চেয়েছিলাম, যেখান থেকে নিজেই নিজের অজানা মাসআলা গুলো সরাসরি জেনে নিতে পারবো ইংশাআল্লহ্!
আলহা’মদুলিল্লাাহ্! অবশেষে আল্লহ সুবহা’নাহু ওয়া তায়া’লা’ তাঁর বাছাইকৃত অন্যান্য বোনদের সাথে আমাকেও ক্ববুল করেছেন প্রিয় প্লাটফর্ম তা’লিমুন্নিসা পাঠশালা কতৃক আয়োজিত ফিকহুন নিসা দারসে বসার জন্য। আর এর উস্তাদ হিসেবে সম্মানিত শাইখ,সম্মানিত মুফতি, আবদুল্লহ আল মাহ্‌মুদ হুজুর কে পেয়ে সত্যি আমি কৃতজ্ঞ! আলহা’মদুলিল্লাাহ্!
তিনি মহিলাদের মাসআলার এই বিশাল জ্ঞানের ভান্ডার কে আমাদের বোধগম্য করে এত অল্প সময়ে সাজিয়ে আমাদের কাছে উপস্থাপন করতে নিশ্চয় অনেক কষ্ট করেছেন। আল্লহ্ সুবহা’নাহু ওয়া তায়া’লা’ শাইখ কে এর জন্য পরিপূর্ণ জাঝায়ি খইর দান করুন দুনিয়া ও আখিরতে।
সর্বশেষে আল্লহ্ তায়া’লা’র কাছে সবিনয় প্রার্থনা করেছি, তিনি আমাকে এবং এ কোর্সের প্রতিটি বোনকে ফিকহুন নিসা থেকে প্রাপ্ত ঈ’লম্ অনুযায়ী আ’মল করার তাওফিক দান করুন। আল্লহ তায়া’লা যাঁর কল্যাণ চান, তাকে দ্বীনের বুঝ দান করেন । সুবহা’নাল্লহ্! আমরা সেই সৌভাগ্য বানদের একজন হতে পেরে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহা’মদুলিল্লাাহ্!!!
পরিশেষে হৃদয়ের ভালোবাসা তা’লিমুন্নিসার প্রতি অজস্র কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জন্য এত্তো এত্তো গুরুত্বপূর্ণ কোর্স বাছাই করার জন্য!
জাঝাকুন্নাল্লহু খইরং কাছীরং ফিদ্দুনিয়া ওয়াল আাখিরহ্ ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌷🌷🌷🌷।

jeff-lowery-9wF7Bm8s5jQ-unsplash

মাহবুবাহ্ জাহান

বিসমিল্লহী্র রাহ‌্মানির রহি্ম। সকল প্রশংসা পরম করুণাময় মহান আল্লহ‌‌র,
তিনি আমাকে “তা’লিমুন নিসা পাঠশালার” বরকতময় “ফিকহুন নিসা” কোর্সে এনরোল করার  তাওফিক দিয়েছেন, আল‌্হাম‌্দুলিল্লাহ, ইয়া রব্বুল আলামীন।
          “তা’লিমুন নিসা পাঠশালা ” এত এত অনলাইন একাডেমির ভীড়ে একটি অন্যতম, নিয়ামতপূর্ণ,বরকতময় সুকুনের  নাম। “তা’লিমুন নিসা পাঠশালা”-র সাথে যারাই  যুক্ত হয়েছে তারা এই পাঠশালার অবিচ্ছেদ্য অংশ হয়েছে এবং আল্লহ‌‌র “সিরাতুল মুস্তাকীমের” পথে পরিচালিত হতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।
         তা’লিমুন নিসা পাঠশালা -র কোর্স গুলো একেকটি ইসলামিক জ্ঞানের খাজানার ভান্ডার। এই খাজানার সন্ধান যে পায়, সে আল্লহ‌্‌র ধ্যানে মশগুল হয়ে যায়।
         তেমনি একটি কোর্স হল “ফিকহুন নিসা”,বোনদের  উত্তম জীবনব্যবস্হার পথপ্রদর্শক।কোর্সের দারসগুলোতে উস্তাজ সুন্দর ভাবে নারীদের জীবনের গুরুত্বপূর্ণ, অবিচ্ছেদ্য অধ্যায়গুলো সম্পর্কে সুন্দর, সাবলীল এবং নৈপুণ্যতার সাথে আলোকপাত করেছেন এবং দিকনির্দেশনা  প্রদান করেছেন, মাশাআল্লাহ। যার কারণে সন্দেহ বা দ্বিধার অবকাশ নেই,ইন শা আল্লাহ্।এর যথাযথ প্রয়োগ সমাজসংস্কারে পরিবর্তন ও সুকুন আনায়নে বাধ্য, ইন শা আল্লাহ।      
        শরীয়তের এলেম আহরোণ,আল্লহর অনুগ্রহ,নৈকট্য,কেয়ামতের দিনে আরশের সুশীতল ছায়া, এবং আখিরাতে চিরশান্তির জান্নাত পেতে “তা’লিমুন নিসা পাঠশালা” -র কোর্স সমুহের কোন বিকল্প নেই, ইন শা  আল্লাহ।

olia-gozha-9A_peGrSbZc-unsplash

Taieba Jabin

Shopping Cart