Taleemun Nisa

অপরিহার্য দ্বীনি আলোচনা

দ্বীন শেখা কোনো বিলাসিতা নয় বরং প্রতিটি মুসলিমের জন্য অবশ্যই করণীয় বিষয়। আধুনিক জীবনের জটিলতার মাঝে শরঈ গাইডলাইন স্পষ্ট করার উদ্দেশ্যে তা’লিমুন নিসার অন্যতম খেদমত হলো “অপরিহার্য দ্বীনি আলোচনা”। প্রতি মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহে সরাসরি সম্মানিত একজন আলেমে দ্বীনের কাছ থেকে আমরা জীবনঘনিষ্ঠ বিভিন্ন টপিক, ফিকহি বিষয়দি, মাসআলা -মাসেয়েল নিয়ে জানতে পারি। 

এছাড়া উস্তাজের কাছ থেকে প্রতি সেশনেই বোনেদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে মাসআলা জেনে নেয়ার সুযোগ থাকে। 
সরাসরি একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে দ্বীন শেখা এবং ফতোয়া কিংবা যেকোনো মাসআলা জেনে নিতে যুক্ত হতে পারেন নিন্মোক্ত গ্ৰুপ গুলোতে – 

তালিমুন নিসা টেলিগ্রাম গ্ৰুপ – 
অপরিহার্য দ্বীনি আলোচনা চ্যানেলে –

Shopping Cart