Taleemun Nisa

প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ

একটা ভালো অভ্যাস গড়তে দীর্ঘ ক্লাস বা মজলিস নয়, দরকার  ধারাবাহিক চেষ্টা ছোট ছোট পদক্ষেপ গ্রহনের।

তা’লিমুন নিসার প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ প্রজেক্টে আমরাএরকমই প্র‍্যাক্টিক্যাল, টার্গেট-ভিত্তিক, একেকটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে প্রোডাক্টিভ চ্যালেঞ্জ আয়োজন করি, যা  হয়ে থাকে।

যারা নিজেদের আলসেমি, গাফলত ও অনিয়মিত জীবনের সাথে যুদ্ধ করছেন এই চ্যালেঞ্জগুলো তাদের জন্যই। কারণ এই প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জে থাকে কিছু সহজ Target, ডেইলি রিমাইন্ডার ও গোছালো চেকলিস্ট।

এছাড়াও প্রতিটি চ্যালেঞ্জে থাকে নির্দিষ্ট সময়, সুস্পষ্ট লক্ষ্য আর সহজবোধ্য ও বাস্তবধর্মী গাইডলাইন। 

এই প্রোডাক্টিভ চ্যালেঞ্জ প্রজেক্ট-এর মূল উদ্দেশ্য হলো নারীদেরকে আত্মশুদ্ধি, সময় ব্যবস্থাপনা, ইবাদাতে ধারাবাহিকতা এবং আত্মনিয়ন্ত্রণমূলক কাজে অভ্যস্ত করে তোলা। ছোট ছোট চ্যালেঞ্জের মাধ্যমে একজন মুমিনা হিসেবে  সচেতনতা, নিয়মানুবর্তিতা ও জীবন গুছিয়ে নেওয়ার যোগ্যতা ও দক্ষতা গড়ে তোলাই এই প্রজেক্টের লক্ষ্য।

তা’লিমুন নিসার বিশেষ আয়োজনে  যুক্ত হতে চাইলে জয়েন করুন-
তালিমুন নিসা পাঠশালা ফেইসবুক পেইজ- https://www.facebook.com/share/r/1Ar6DCTKSy/
তালিমুন নিসা পাঠশালা টেলিগ্রাম চ্যানেল-https://t.me/+P4N83hZ7t1IwMWNl

Shopping Cart