তালিমুন নিসা ওয়ার্কশপ
নানান সময় নানান পুঁথিগত জ্ঞান হাসিল করা হয়েছে কিন্তু হাতে কলমে শেখার অভাবে কিংবা আমলে পরিণত করার চেষ্টা না থাকায় সেটা জীবনে আর প্রয়োগ করা হয় না কিংবা কিভাবে প্রয়োগ করবো সেটাই বুঝে আসেনা…..
এই সীমাবদ্ধতা উপলব্ধির পর তা’লিমুন নিসা চেয়েছিলো কমিউনিকেটিভ একটা ক্লাসরুম আর প্র্যাক্টিক্যাল এন্ড ইন্টার্যাক্টিভ সেশন আয়োজন করতে যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে জীবনের পাঠ,ঈমান-আমলের খুটিনাটি!
আর এই লক্ষ্য নিয়েই তা’লিমুন নিসায় আয়োজিত হয় বিভিন্ন ওয়ার্কশপ।
যেখানে নির্দিষ্ট কিছু স্টুডেন্টকে টাস্কিং ও ট্র্যাকিংয়ের মাধ্যমে গাইড করা হয়, ডিফিকাল্টিজগুলোর সমাধান দিতে চেষ্টা করা হয় যেন তাদের জীবনের সাথে জুড়ে থাকে আল্লাহর সন্তুষ্টি। আর এভাবেই কারো আখিরাতের যাত্রা সহজতার উদ্দেশ্যে চলমান থাকে তা’লিমুন নিসার ওয়ার্কশপ কার্যক্রম 🌿
তালিমুন নিসার ওয়ার্কশপ সমূহ সম্পর্কে জানতে কিংবা রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে পারেন নিচের লিংক গুলোতে –
তালিমুন নিসা পাঠশালা ফেইসবুক https://www.facebook.com/share/r/1Ar6DCTKSy/
তালিমুন নিসা পাঠশালা টেলিগ্রাম চ্যানেল-https://t.me/+P4N83hZ7t1IwMWNl