Taleemun Nisa

ঘরোয়া তা'লিম

দ্বীনে ফিরবার একটা সময় পর আমাদের প্রত্যেকের মনে একটা আশা পুঞ্জিভূত হয়। প্রায় প্রত্যেকেই স্বপ্ন দেখে একটা পরিবারের।  যেখানে সকল সদস্য দ্বীন মেনে আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল-হারাম বুঝে জীবন পরিচালনা করবে, নেক কাজে একে অন্যকে উৎসাহ দিবে, মন্দ কাজে অনুৎসাহিত করবে,সম্পর্কগুলোর হক্ব আদায় করবে। ঘরে সর্বদা দ্বীনি মেজাজ কায়েম আর প্রশান্তির নূর বিরাজ করবে।
কিন্তু দুঃখজনকভাবে, আজ মুসলিম উম্মাহের ঘরগুলো তাদের সুন্দর স্বপ্নের ঠিক বিপরীত অবস্থানে আছে। দিনের পর দিন আমাদের ঘরে কুরআনের হালাকা হয় না, হারাম সংস্কৃতি আমাদের মন-মস্তিষ্ক আর ঘরগুলোকে ছেঁয়ে রেখেছে। পরিবারের সদস্যরা একে অপরকে দ্বীনের ব্যাপারে নসীহা বা সহযোগীতা করেনা বরং কখনো কখনো বাঁধা হয়ে দাঁড়ায়।
এসবের অন্যতম কারণ আমাদের ঘরের সকল সদস্য দ্বীনের ব্যাপারে অবগত কিংবা সতর্ক নয়। অনেকে হালাল-হারাম, সুন্নাত-বিদাত এসকল সম্পর্কে জানেনই না।  আফসোস!!
উম্মাহের সোনালী দিন ফিরিয়ে আনতে, নিজের ঘরকে জান্নাতী ঘরে রূপান্তর করতে ঘরে ইলম শিক্ষা ও দ্বীনি তা’লিমের কোনো বিকল্প নেই। নিজে আল্লাহর নিকটবর্তী হওয়ার পাশাপাশি ঘরের সকলকে নিয়ে সীরাত্বল মুস্তাকিমের উপর অটল থেকে জান্নাতের পথে অগ্রসর হতে প্রয়োজন ‘ঘরোয়া তা’লিম ‘।

প্রতিটি মুসলিম উম্মাহের ঘরে দ্বীনকে প্রতিষ্ঠিত করার, ইলমের নূর ও দাওয়াহের মাধ্যমে জান্নাতী ঘরে রুপান্তরিত করার উদ্দেশ্যকে সামনে রেখেই আল্লাহর সন্তুষ্টির জন্য  তা’লিমুন নিসার  বিশেষ কার্যক্রম  ” ঘরোয়া তা’লিম” । 

ঘরোয়া তালিম সম্পর্কে জানতে যুক্ত হতে পারেন – https://t.me/+WVXcqcwJ3Oo0NGU1

Shopping Cart