তা’লিমুন নিসা পাঠশালা
ছড়িয়ে ছিটিয়ে থাকা বিছিন্ন ইলম, এলোমেলো কিছু জ্ঞান কারো পরিপূর্ণ কাজে আসেনা। তাই পরিপূর্ণভাবে কিছু শিখতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের মাধ্যমে উস্তাজ-উস্তাজাগণের সাহচর্যে থাকাটা জরুরি। এই লক্ষ্যেই যাত্রা শুরু হয়েছিলো তা’লিমুন নিসা পাঠশালার।
যেখানে ইসলামী শরীয়াহর উপর পান্ডিত্য রয়েছে এমন উস্তাজগন কিংবা যোগ্য ইন্সট্রাক্টরের মাধ্যমে শরীয়াহর আলোকে নানা বিষয়ভিত্তিক কোর্স ছাড়াও জীবনঘনিষ্ঠ-প্রয়োজনীয় বিষয়বস্তুর উপর বিভিন্ন কোর্স,ওয়ার্কশপও ওয়েবিনার আয়োজিত হয়ে থাকে।যা থেকে অর্জিত অর্থ পুরোপুরিভাবে তালিমুন নিসা দাওয়াহ ফান্ডে যায়। যা থেকে প্রতিষ্ঠানের যাবতীয় খরচ, শিক্ষার্থীদের হাদীয়া সহ বিভিন্ন দাওয়াতি কাজে খরচ করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ।
শরীয়াহভিত্তিক ইলম,ফিক্বহ জ্ঞান কিংবা জীবনের নানান ধাপে নিজেকে প্রস্তুত ও দক্ষতা অর্জনের জন্য হাতেখড়ি পেতে চাইকে যুক্ত হতে পারেন তা’লিমুন নিসার এই পাঠশালায় —
তালিমুন নিসা পাঠশালা ফেইসবুক পেইজ- https://www.facebook.com/share/r/1Ar6DCTKSy/
তালিমুন নিসা পাঠশালা টেলিগ্রাম চ্যানেল-https://t.me/+P4N83hZ7t1IwMWNl