তা'লিম হালাকাহ 🌿
তা’লিমুন নিসার এই খেদমতের শুরু হয়েছিল মূলত এই নিয়াত নিয়ে যে, প্রতিদিন আমরা খাওয়া, ঘুম, দৈনন্দিন জীবনের সকল কাজকর্ম করলেও,ঈমানের মুজাকারা থেকে আমরা দূরে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরী করা কিংবা আত্মিক শুদ্ধি অথবা আমলের পাবন্দী থেকে আমরা বেশ দূরে। সেই লক্ষ্যে প্রতিদিন অল্প কিছু সময় আল্লাহর সাথে সম্পর্ক তৈরির লক্ষ্যে এই খেদমতের সূচনা হয় আলহামদুলিল্লাহ। আজ প্রায় ৪ বছর প্রায় প্রতিদিন বসে এই তালিমের হালাকাহ আলহামদুলিল্লাহ।
কুরআন-হাদীসভিত্তিক আলোচনা, জীবনের ভুল-শুদ্ধ বিশ্লেষণ এবং পরকালের প্রস্তুতির বিষয়ে প্র্যাক্টিক্যাল পথনির্দেশনা নিয়ে সাজানো হয় একেকটি হালাকাহ।
এই কার্যক্রমের উদ্দেশ্য আখিরাতকে ভুলে থাকা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকা, চিন্তা-চেতনায় পরিশুদ্ধতা এবং ঈমান-আমলের দৃঢ়তা অর্জনে সাহায্য করার মাধ্যমে সচেতন মুসলিমাহ, স্ত্রী, মা গড়ে তোলা।
“তা’লিম হালাকাহ : তা’লিমুন নিসা “ কার্যক্রম চলে প্রতি সপ্তাহের শনিবার থেকে বুধবার zoom এবং ফেইসবুক ক্লোজড গ্ৰুপ লাইভের মাধ্যমে সন্ধ্যা ৭. ৩০ মিনিটে।
◾তা’লিম হালাকাহতে যুক্ত হতে নিচের গ্ৰুপ গুলোতে জয়েন হোন (শুধুমাত্র মেয়েদের জন্য, পুরুষরা বিরত থাকবেন )
তা’লিম হালাকাহ(তালিমুন নিসা ) ফেইসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/798855264185661/
তা’লিম হালাকাহ (তালিমুন নিসা ) টেলিগ্রাম চ্যানেলে – https://t.me/+EnHM6TJlIgo0Yzg9