তা'লিমুন নিসা ইউটিউব চ্যানেল
◾একুশ শতকের দ্রুতগতির ডিজিটাল জীবনে শুধু পড়া বা শোনা অনেকের মনোযোগ ধরে রাখতে পারে না। কারো জন্য শব্দ যথেষ্ট। কেউ আবার দেখতে দেখতেই উপলব্ধি করে। তাই অডিওর পাশাপাশি ভিজুয়্যাল কনটেন্ট এখন একান্ত প্রয়োজনীয়।
তা’লিমুন নিসা ইউটিউব চ্যানেল হলো সেই প্রয়োজনীয় এক রুহানিয়্যতভরা ভিজুয়্যাল স্পেস।
যেখানে নানান ফিতনা, শো অফ, হারামের প্রলোভনের ভিড়ে একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করা যায়।
এখানে পাওয়া যায়—
- সুন্দর তিলাওয়াত
- হৃদয় ছুঁয়ে যাওয়া সেল্ফ রিমাইন্ডার
- সময়োপযোগী দ্বীনি ম্যাসেজ
- জীবনঘনিষ্ঠ দুয়া ও যিকির
একটি ক্লিকেই অন্তরের শীতলতা, ঈমানি বার্তা ও নসীহা পেতে তা’লিমুন নিসা ইউটিউব চ্যানেলে যুক্ত হোন।
চ্যানেল লিংক- https://youtube.com/@salsabeel-nisa1.5y?si=ts2B2GY7yKyBgBti