রুকইয়াহ শারিয়াহ রিভিউ
আলহামদুলিল্লাহ, রুক্বইয়াহ নিয়ে আমার আগে থেকে কিছু ধারণা ছিল বটে কিন্তু এই বিষয়ে তাত্ত্বিক যে ইলম সেটা ছিল না.. কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনাদের এই ওয়েবিনারের উসিলায় অনেক কিছু জানতে পেরেছি.. আপনাদের অনেক অনেক জাযাকিল্লাহ খইর এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য..
 
															Tamanna Aktar
আলহামদুলিল্লাহ , খুব ই ভালো লেগেছে। অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছি।
আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। অনেককিছু শিখতে পারছি। অনেক জানা জিনিসগুলো ভুলে গিয়েছিলাম। সেগুলো স্পিকার আপু ভালোমতো গুছিয়ে উপস্থাপন করায় খুব সুবিধা হয়েছে।
 
															উম্মে মুহাম্মাদ (মাহিমা)
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক কিছু শিখেছি, অনেক আগ্রহ নিয়ে এই ওয়েবিনার করার সুযোগ হলো আলহামদুলিল্লাহ,,
 
															Hasina akter
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতো সুন্দর করে আমাদের জন্য ওয়েবিনার সাজিয়েছেন।। জী আগে এই বিষয়ে তেমন কিছু জানা ছিলো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন যা দ্বিনের পথে চলতে অনেক সহায়ক হবে ইন শা আল্লাহ।
 
															জান্নাতুল ফেরদৌস ইমা
Alhamdulillah Alhamdulillah.. Assalamu alikum..Shotti kotah bolte ami eto kichu jante shikte parbo vabini kokhono Alhamdulillah… Apura eto valo kore bujaicen shukriya…blv kom chilo ojana oggota superstition chilo onk sob vanglo…inshaallah ami amr ammu k Alert korlm take o janaici… Inshaallah ami self rukaiya korbo…amr onk kichu mile deklam.. Doa koriyen
 
															Tahmida Tultul
ইনশাল্লাহ আমি রূকাইয়াহ সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং অনেক কিছু জানতাম না তা জানতে পারলাম এবং নিজে রুকইয়াহ করতাছি বর্তমানে । আমার অনূভুতি অনেক ভালো লাগছে শুকরিয়া আল্লাহর দরবারে স্পিকার আপুরা এবং যারা ছিল সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।
 
															Moriam
আলহামদুলিল্লাহ, অনেক বিষয় জেনেছি, আমার জন্য বেশির ভাগ বিষয়ই নতুন ছিল। আপুরা অনেক সুন্দর করে বুঝেয়েছেন, মাশা আল্লাহ। বুঝেছি এবং নোটও করেছি। আলহামদুলিল্লাহ। এখন মেনে চলার পালা। আল্লাহ আপনাদের বারাকাহ দান করুন, আমিন।
 
															সানজিদা শাহীনুর
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।সকল প্রশংসা আমার রবের জন্য। অনেক দিন থেকেই রুকইয়াহর সম্পর্কে জানার প্রবল আগ্রহ ছিল। আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিলেন। অনেক কিছু জানতে পারলাম এই ওয়েবিনার থেকে,যা ছোটবেলা থেকে ভূল জেনে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাদের এই চেষ্টাকে কবুল করুন এবং এর উত্তম প্রতিদান দিন।
 
															সামিরা আশরাফ
আলহামদুলিল্লাহ্ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া
জাযাকুমুল্লহ্ খইরন তা’লিমুন নিসা
রুক্বইয়াহ শারইয়াহ ওয়েবিনার কোর্স টি আমার দু”আর ফলাফল আলহামদুলিল্লাহ্।বেশ কিছু দিন ধরে কিছু সমস্যা এমন ভাবে ঘিরে ধরেছিল যার কারণে দিন রাত দু’আ করতাম।আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তা’লিমুন নিসার মাধ্যমে সমস্যা সমাধানের পথ দেখিয়েছেন।অনেক উপকার হয়েছে আমার জন্য।কিছু বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছি আবার কিছু বিষয় নতুন জানতে পেরেছি
 
															মাহমুদা মীম
বদ নজর সম্পর্কে পূর্বে সামান্য ধারনা ছিল।তবে এই ক্লাসগুলো করার পর অনেকটাই জানতে পেরেছি।আবার যদি এ রকম দ্বীনি কোনো ক্লাস আপনারা নেন তবে আমি অবশ্যই অংশগ্রহণ করতে চাই। পরবর্তিতে ও আমাকে অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাদের ক্লাস করার সুযোগ করে দিবেন।
 
															MST TANIA SULTANA
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ।অনেক অজানা র পথ খুলে গিয়েছে। নিজের আর আমার আম্মার কিছু সমস্যার কারন বুঝতে পারছি। যা এতদিন বুঝতে পারি নি। আলহামদুলিল্লাহ। রুকইআহ পানি রেডি করে রেখেছি। ইনশাআল্লাহ
 
															Taufika akter nipu
জি আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানতে পেরেছি।ইন্সট্রাকটর আপু মাশা আল্লাহ এতো অমায়িক বলার বাইরে।ওয়েবিনার টা আরো লং করলে ভালো হতো।আলহামদুলিল্লাহ ❤
 
															সাদিয়া আফরিন
জি আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখেছি।
 
															ফারহানা রহমান
আলহামদুলিল্লাহ অনেককিছু শিখেছি, অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়েছি।আপনাদের মায়াবী মাখা কথাগুলো শুনে জীবনে করা ভুলগুলো বুঝতে পারছি, না হয় সেই ভুলে পড়ে থাকতাম।যিনি এই উদ্যোগটা নিয়েছে দোয়া করি আল্লাহ উনার উত্তম প্রতিদান দিক।
 
															মাসুমা আক্তার
Onk kisu shikhte peresi Alhamdulillah
 
															Tasnia Anjum
সালামুন আলাইক..
আল্লাহ অশেষ রহমতে আমি ক্লাস গুলো জয়েন করেছি। সকল প্রসংশা একমাত্র রাব্বে কারীমের।
ওয়াল্লাহি আমি অত্যন্ত উপকৃত হয়েছি। রুকইয়াহ সম্পর্কে বিস্তারিত জানার অনেক ইচ্ছে ছিল। নিজের জীবনে প্যারানরমাল সমস্যা আমি দুবছর যাবৎ ফেস করছি।আমি রাক্বীর ক্ছে ডাইগ্নোসিস করেছি আলহামদুলিল্লাহ। তবে আরও জ্ঞান বৃদ্ধিতে আব্দুল্লাহ আল মাহমুদ’ এর বই কিনে পড়ছি। পাশাপাশি আপনাদের সহযোগিতা আমাকে জ্ঞান বাড়াকে প্রচন্ড সাহায্য করে চলেছে। আমি সত্যি খুবই আনন্দিত। আমি যেন এমন কিছুরই অপেক্ষায় বিভোর ছিলাম।
অনেক দু’আ রইলো!
সকল আপুদের জন্য আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা 🌼
 
															মিকা মির্জা
রুকইয়াহ সম্পর্কে আমার তেমন কোন ইলম ছিল না।শুধুমাত্র রুকইয়াহ টার্ম টা জানতাম।কিন্তু আপনাদের এই ওয়েবিনারের মাধ্যম আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু জানতে পেরেছি,শিখতে পেরেছি এবং অনেক ভুল ধারণা ছিল যেগুলো দূর হয়েছে।আলহামদুলিল্লাহ।
 
															তামারা নূর অনন্যা
আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি।অনেক ভুল ধারণা স্পষ্ট হয়েছে।
 
															নাজমা আকতার আঁখি
৫ দিনের চমৎকার একটা যাত্রা ছিলো। অনেক কিছু শিখেছি ইন্সট্রাক্টর দুইজন আপুর কাছে । শেষ দিনের কাউন্সেলিং সেশনে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। নিজেকে অনেক স্ট্রং লাগছে আর খুব মোটিভেটেড লাগছে। প্যারানরমাল সমস্যায় ভোগার পর থেকে অনেক অনেক যুদ্ধ করতেছি সঠিক রাস্তা খোঁজার আর এই ওয়েবিনারের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাকে রাস্তা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। আগে ভাবতাম আমার জীবনটা এখানেই আটকে যাবে ,আমি অক্ষমই থেকে যাবো , কিন্তু না এই রুকইয়াহ শারীয়াহ ওয়েবিনার আমাকে অনেক সাপোর্ট যুগিয়েছে। মনে হচ্ছে আমি পারবো। এইটাই আমার সেরা প্রাপ্তি।
 
															Asiya Begum Ruba
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি।
নিজের মধ্যেকার অনেক সমস্যার সমাধান খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। 
 
															শারমিন আক্তার সুমি
জি আলহামদুলিল্লাহ। বদনজর সম্পর্কে আগে অল্প ধারণা ছিল এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি জানলাম। সিহর,জ্বীন এর ব্যাপারে ও অনেক কিছু জানলাম আলহামদুলিল্লাহ। এখন থেকে নিজেই নিয়মিত রুকইয়াহ করার চেষ্টা করব।আগে এত গুরুত্ব বুঝি নি।এখন দেখছি প্রতিনিয়ত রুকইয়াহতেই প্রচুর সমস্যার সমাধান।
 
															Reshma Akther
Alhamdulillah onk kichu sikhechi , kichu vul dharona vengeche, Emaan er pothe dero thakar onuperona peyechi r jana janena ai rukiyah er bepar tader jananor je dayitto ghan tar upolobdhi hoyeche … Onk upokrito hoyechi … Alhamdulillah…
 
															Mumtahina Mushtari Mim
জী আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি।ইনশাআল্লাহ যে বিষয় গুলা জানতে পেরেছি সেই বিষয়ে আমল করার তাওফিক দান করুক আল্লাহ তায়ালা। আমিন।এবং আরও এমন কোনো দীনি ইলম শিখার জন্য অধির অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। তালিমুন নিসা গ্রুপে জয়েন করার পর এবং সে অনুযায়ী আমল করার পর থেকে জীবন টাই পরিবর্তন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা তালিমুন নিসার সকল বোনদের মেহনতী আমল, উদ্দেশ্য কে এবং সকল সদস্যদের কে কবুল করুক। আমিন।
 
															ফাতেমা হোসাইন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আলহামদুলিল্লাহ আপু। অনেক ভালো লেগেছে ক্লাস করে। অনেক ভুল ধারণা থেকে বের হতে পেরেছি। অনেক কিছু শিখতে পেরেছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের সাথে থেকে।এবং ইনশাআল্লাহ পরবর্তীতেও আপনাদের পাব এইজন্য।জাযাকুমুল্লাহু খইরান।
 
															ফারজানা আক্তার মীম
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ প্রথমে আমি শুকরিয়া আদায় করি মহান রবের আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল। তিনি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আমাকে জানার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ্। এবং শেষ পর্যন্ত মন দিয়ে প্রতিটি ক্লাসে থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
রুকিয়াহ্ সম্পর্কে জানতাম তবে আপনারা যেভাবে জানিয়েছেন উপস্থাপন করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী। এভাবে আমি কোথাও শুনি নি জানিও নি তা আমি এবার তালিমুন নিসা পরিবার থেকে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ্। এবং আমি যা জেনেছি তা আমার ব্যক্তিগত জীবনে অনেক অনেক বেশি প্রভাব ফেলবে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ্। আনার নানান ধরনের সমস্যা এবং প্রশ্ন ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ্। তবে আরও কিছু জানার ছিলো যখন আপনারা বলেছেন আমাদের এই প্রশ্নের জন্য আরও একটা গ্রুপ খুলা হবে তখন এতো খুশি হয়েছি আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল। এটা তো অনেক বড় একটা পাওয়া এতো সুযোগ আমার মতোন এমন এক গুনাহগার বান্দী যে পাচ্ছে আলহামদুলিল্লাহ্।
 
															Nusrat Jahan Niha
Alhamdulillah… Khub e dorker chilo ei webinar ta..allah apanader shobaik uttom protidan dik
 
															Samia jahan oishy
আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার যিনি এত সুন্দর একটা ওয়েবিনারে যুক্ত থাকার তৌফিক দান করেছেন।
আপনাদের পরিশ্রম আল্লাহ কবুল করুন আপনাদের জন্য এই ওয়েবিনার সাদাকায়ে জারিয়া হয়ে থাকুক ইনশাআল্লাহ। 
শেষের দিনের ক্লাসটা গায়ে ১০০ ডিগ্রির উপরে তাপমাত্রা নিয়ে শুনেছি,চোখ বুজে আসছিল তবুও শুনেছি আলহামদুলিল্লাহ।
আর অনেককিছুই শিখেছি আলহামদুলিল্লাহ। যদি নিয়ত সহিহ হয় আল্লাহ তা পূরণের উত্তম ব্যবস্থা করে দেন।অনেকদিন থেকেই এবিষয়ে জানার আগ্রহ ছিল,আল্লাহ কবুল করেছেন। 
 
															Nasrin Nahar
আলহামদুলিল্লাহ বুবু অনেক কিছু জানতে পেরেছি।আমি নিজেও এবং আমার বোন ২ জনই অসুস্থ। আমাদের ২বোনের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব শিগ্রহী এই অসুস্থতা থেকে শিফা লাভ করতে পারি।আর আল্লাহ তাআ’লা চাইলে তা অবশ্যই সম্ভব তায়াক্কালতু আ’লাল্লাহ।
 
															সানজিদা উম্মা
আলহামদুলিল্লাহ। এই ৫ টা ক্লাসের মুল্য আমার কাছে অসিম। এই ৫ দিনে অনেক কিছু শিখতে পেরেছি, সকল সমস্যারই যে রুকইয়াহ করা যায় এটা আগে জানতাম না। আআলহামদুলিল্লাহ এখন রুকইয়াহর পদ্ধতি গুলো সম্পর্কেও জানতে পেরেছি। আর বড় কথা হল শিরক এর মত ভয়াবহ বিষয় সম্পর্কে ভালভাবে জানতে পেরেছি। যার মধ্যে অনেক কিছুকেই আগে জায়েজ ভাবতাম সেটা যে শিরক এর মধ্যে পড়ে সেটা আপনাদের মাধ্যমে আল্লাহ তা’লা জানার সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহ তা’লার কাছে শুকরিয়া জানাই আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং সেই সাথে দুনিয়া এবং আখিরাতে এর উত্তম প্রতিদান দিন। আমিন।
 
															Shova
জি আলহামদুলিল্লাহ আমি আমি অনেক না যানা জিনিস যানতেপেরেছি।
 
															সুরাইয়া রহমান বেবী
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। মহান আল্লাহ আমাকে এমন একটা ওয়েবিনারে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন।এই ওয়েবিনার থেকে অনেক কিছু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আপনাদেরকে উওম প্রতিদান দান করুক।
 
															সুমাইয়া রিতা
আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে।
 
															সিফাত আক্তার
Alhamdulillah, onekkichu shikesi ja age jantsmna Allah (SWT)apnader valo korun.
 
															Arifin Sultana
জ্বি আলহামদুলিল্লাহ, তবে সব ক্লাস করা হয়নি এখনও
 
															নাহিদা আক্তার সুইটি
Alhamdulillah,onek kichu jante o sikhte Pere chi.amar onek upokar hoyeche.jajakallahu khoir apura.
 
															Shammey Akter
Ji, Alhamdulillah onk valo legese, onk kisu shikhte perechi
 
															Muna Benta Zaman
মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভাল লেগেছে। অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি।
 
															Farjana binte Abed
