Taleemun Nisa

তা'লিমুন নিসা দাওয়াহ সেশন

তা’লিমুন নিসার দাওয়াহ সেশন হলো একটি বিশেষ আয়োজন যেখানে সুপরিচিত ও যোগ্য ইসলামি পুরুষ ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
জীবনের গুরুত্বপূর্ণ ও সমসাময়িক ইসলামি বিষয় নিয়ে আলোচনা নিয়ে সাজানো হয় এই দাওয়াহ সেশন।
এই সেশন বোনদের পাশাপাশি তাদের মাহরাম/পুরুষদের জন্যেও আত্মশুদ্ধি, দ্বীনি জ্ঞান বৃদ্ধি এবং ঈমানের দৃঢ়তা অর্জনে দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

প্রতি মাসে একটি নির্দিষ্ট দিনে তা’লিমুন নিসার পক্ষ থেকে এই দাওয়াহ সেশন আয়োজন করা হয়।
তা’লিমুন নিসা দাওয়াহ সেশনের মূল উদ্দেশ্য হলো এই প্রজন্মের অন্তরে আল্লাহভীতি জাগানো, দ্বীনের সঠিক বোধ তৈরি করা এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে ইসলামি দৃষ্টিভঙ্গি, ঈমানি বিকাশ, চিন্তার পরিশুদ্ধি ও আমলের প্রতি আগ্রহ বাড়ানো। বি-ইযনিল্লাহ!

তা’লিমুন নিসার বিশেষ আয়োজনে  যুক্ত হতে চাইলে জয়েন করুন নিন্মোক্ত লিংক গুলোতে
তা’লিমুন নিসা দাওয়াহ সেশন টেলিগ্রাম চ্যানেল- https://t.me/+opnQQc2rP9NlZjVl
তালিমুন নিসা পেইজ –
তালিমুন নিসা ইউটিউব চ্যানেলে – https://www.youtube.com/@Salsabeel-nisa1.5y

Shopping Cart